Tag Archives: Police Station

Police Outpost: দু’জন সিভিক ভলেন্টিয়ার নিয়ে চলছে পুলিশ ফাঁড়ি!

দক্ষিণ দিনাজপুর: উদ্দেশ্য মহৎ হলেও কার্যক্ষেত্রে ঠিক তার উলটো ছবি দেখা গেল। মাত্র দুজন সিভিক ভলেন্টিয়ার নিয়ে চলছে একটি আস্ত পুলিশ ফাঁড়ি! নেই কোন পুলিশ অফিসার। এমনি বেহাল দৃশ্য দেখা গেল বুনিয়াদপুর পুলিশ ফাঁড়িতে।

দিনেরবেলা ফাঁড়ির বাইরে থেকে মেন গেট বন্ধ থাকে। ভেতরে অফিসার রুম, অফিস রুম ও স্টাফ রুম আছে। তিনটি ঘরে দরজাই ভেজানো। ভেতরে মাত্র দু’জন সিভিক ভলান্টিয়ার বসে থাকেন। কোনও পুলিশ আধিকারিক না থাকায় দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুলিশ ফাঁড়িতে এসে আমজনতা লিখিত অভিযোগ দায়ের করতে পারে না। তিনটি শিফটে দু’জন সিভিক আসছেন, সময় শেষ হলে বাড়ি ফিরছেন।

আর‌ও পড়ুন: মহাপ্রভুর নির্দেশে আজও দই-চিঁড়ে বিতরণ হচ্ছে! দণ্ড মহোৎসবে ভক্তদের উপচে পড়া ভিড়

এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা রাত-বিরেতে সমস্যায় পড়লে শহর থেকে ৩ কিলোমিটার পথ উজিয়ে বংশীহারি থানায় যাচ্ছেন অভিযোগ জানাতে। শহরে চুরি, ছিনতাই ও দুষ্কৃতীদের তাণ্ডব রুখতে দ্রুত ব্যবস্থা নেওয়া ছাড়াও আশেপাশের দুটি পঞ্চায়েত এলাকা থেকে কম সময়ে অভিযোগ জানানোর জন্য তৈরি হয়েছিল পুলিশ ফাঁড়ি। কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না।

এদিকে বুনিয়াদপুর শহর থেকে বংশীহারি থানার দূরত্ব অনেকটা হওয়ায় রাতে অভিযোগ জানাতে সমস্যা হচ্ছে। এছাড়াও বুনিয়াদপুরের বিভিন্ন ওয়ার্ডে ঘটনা ঘটলে বংশীহারি থেকে পুলিশের পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল, এলাকায় একটি পুলিশ ফাঁড়ি করার। সেটা বাস্তবায়িত হলেও কাজের কাজ কিছু হচ্ছে না।

এই প্রসঙ্গে বংশীহারী থানার আইসি অসীম গোপ বলেন, নির্বাচনের কারণে বুনিয়াদপুর ফাঁড়ি থেকে ফোর্স উঠিয়ে নেওয়া হয়েছিল। এর জন্য সাময়িক সমস্যা হয়েছিল। নির্বাচন শেষ হয়েছে, খুব শীঘ্রই পুলিশ ফাঁড়িতে আগের মত কাজ চালু হবে। প্রসঙ্গত, এলাকাবাসীদের দাবি মেনে শহরে ৪ নম্বর ওয়ার্ডের সেলিমাবাদ রাজ্য সড়কের ধারে সরকারি জায়গায় আনুমানিক ১০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় ঝাঁ চকচকে পুলিশ ফাঁড়ি। গত ৭ অগস্ট এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিতে কেটে ফলক উন্মোচনের মধ্যে দিয়ে পুলিশ ফাঁড়িটির উদ্বোধন হয়। সেইসময় উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা ও পুলিশ সুপার রাহুল দে প্রমুখ। উদ্বোধনের পর থেকে সেখানে পুলিশ অফিসার বসতেন। কিন্তু কিছুদিন পর থেকে সেখানে আর কোনও পুলিশ অফিসারকে দেখা না গেলেও দু’জন সিভিক ভলান্টিয়ারই সর্বক্ষণ থাকছেন।

এলাকাবাসীদের এখন একটাই প্রার্থনা দ্রুত আবার পূর্ণ ছন্দে ফিরে আসুক বুনিয়াদপুর পুলিশ ফাঁড়ি।

সুস্মিতা গোস্বামী

Bengal Tourism: থানায় এখন থেকে রাত কাটাতে পারবেন পর্যটকরা!

মুর্শিদাবাদ: থানা তো নয় যেন আস্ত একটা ট্যুরিজম স্পট। মুর্শিদাবাদ জেলা নবাবের ঐতিহাসিক জেলা হিসেবেই পরিচিত। কিন্তু এই জেলাতে এবার থানাকে কেন্দ্র করে গড়ে তোলা হল ট্যুরিজম কেন্দ্র। পুলিশি আঁটসাঁটো নিরাপত্তার মধ্যেই উপভোগ করা যাবে প্রাকৃতির সৌন্দর্য্য। থানার মধ্যেই রয়েছে ডিয়ার পার্ক, লাইব্রেরি, জিম। খেলার জন্য রয়েছে সুবিশাল মাঠ। সর্বোপরি আছে শীততাপ নিয়ন্ত্রিত ঘর।

মুর্শিদাবাদের হরিহরপাড়া থানায় থাকা, ঘোরা, খাওয়ার সুবর্ণ সুযোগ পাওয়া যাচ্ছে। ব্রিটিশ আমলের নীলকুঠি এখন থানায় রূপান্তরিত হয়েছে। হরিহরপাড়া থানার বিল্ডিংটি হেরিটেজ বিল্ডিং। তাই সেখানে পুলিশ স্টেশন ট্যুরিজম-এর উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত, হরিহরপাড়া থানা ও চন্দ্রদ্বীপের উদ্যোগে পর্যটকের কথা মাথায় রেখে এবার গেস্ট হাউস চালু করা হল। এই প্রথম থানার উদ্যোগে কোন‌ও গেস্ট হাউস পরিষেবা চালু করা হল। পুলিশের কাজ অনেকেই মনে করেন শুধু চোর-ডাকাত ধরা। কিন্তু সেই প্রথা থেকে বেড়িয়ে এসে এক অন্য ভুমিকায় হরিহরপাড়া থানার আইসি অরুপ রায়। মানুষের সঙ্গে আরও জনসংযোগ বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আর‌ও পড়ুন: ঘোষ বাড়ির ‘গরিবের হাটে’ বাজারের থেকে কম দামে বিকিকিনি

মুর্শিদাবাদ জেলা পুলিশের এসপি সুর্য প্রতাপ যাদব এই গেস্ট হাউসের উদ্বোধন করেছেন। শীতাতপ নিয়ন্ত্রিত এই গেস্ট হাউসে যারা হরিহরপাড়া থানা চত্বরে আসবেন তাঁরা অনায়াসে একটি রাত কাটাতে পারবেন। মুর্শিদাবাদ জেলায় ভ্রমণ পিপাসু সাধারণ মানুষজন সারা বছরই আসতে থাকেন। ভ্রমণ পিপাসু মানুষদের কথা মাথায় রেখেই হরিহরপাড়া থানার আইসি এই উদ্যোগ গ্রহণ করেন। যেমন ভাবনা তেমনই কাজ। ইতিমধ্যেই হরিহরপাড়া থানা চত্বরকে সাজানো হয়েছে পাশাপাশি একাধিক প্রকল্প উদ্যোগ গ্রহণ করা হয়েছে। থানার মধ্যে সকাল-সন্ধে ভ্রমণের জন্য বিশাল মাঠ রয়েছে। রয়েছে ফুটবল ও ক্রিকেট কোচিং ক্যাম্প, আলাদাভাবে শিশু উদ্যান, লাইব্রেরি, জিম। থানার ভেতরেই রয়েছে ফুলের বাগান এবং ডিয়ার পার্ক।

এই গেস্ট হাউস চালু হল‌ওয়ায় খুশি সকলেই । অতিথিদের রাখার জন্য সুখনীড় এবং শান্তিনীড় চালু করা হয়েছে। সুখনীড় বিভিন্ন হোটেলের ডিলাক্স রুমের আদলে তৈরি এবং শান্তিনীড় এসি রুম। ফলে দুটি ক্ষেত্রেই ভাড়ার তারতম্য রয়েছে। অনলাইন এবং অফলাইনে যোগাযোগ করা সম্ভব এই দুই জায়গায়। ডবল বেডরুমে চারজন থাকতে পারবেন। তার জন্য খরচ হবে ১৬০০ টাকা, এক রাতের জন্য। খোলা হাওয়া থেকে পাওয়া যাবে খাবার। অপর একটি এসি রুম রয়েছে, যেখানে সর্বাধিক দুই জন থাকতে পারবেন। সেখানের ভাড়া ১০০০ টাকা। অতিথিরা যেমন জিম, লাইব্রেরি, আশ্রম, গ্রাম্য পরিবেশ উপভোগ করতে পারবেন, তেমনই ইচ্ছে হলে কাছেপিঠে কোথাও ঘুরে আসতে পারেন তাঁরা। ফোন করেও বুকিং করা যাবে। নম্বর হল- ৮৯২৬৯০০৮৫১, ৯০০২৭৯৬৩৩৫, ৮০০১১৭৫৪৯৬-এ।

কৌশিক অধিকারী

Bengali News: জয়নগর থানা যেন স্বাস্থ্যকেন্দ্র, কী হল সেখানে?

দক্ষিণ ২৪ পরগনা‌: জয়নগরের পিছিয়ে পড়া নাগরিকদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে থানা প্রাঙ্গনেই সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্য মেলার আয়োজন। সকাল থেকেই জয়নগর থানায় এই স্বাস্থ্য মেলায় পরিষেবা নিতে এলেন বহু পুরুষ ও মহিলা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই স্বাস্থ্য মেলার সূচনা করেন নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী সদানন্দজি মহারাজ।

আরও পড়ুন: তৃপ্তি করে বিয়ের ভোজ খেলেন, তারপর… আর ফেরা হল না বাড়ি

জয়নগর থানার আইসি পার্থসারথি পাল ও স্বাস্থ্য মেলার বিভিন্ন বিভাগের চিকিৎসক সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। কলকাতার বিপি পোদ্দার হাসপাতাল এবং স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম, দক্ষিণ বারাসত চক্ষু হাসপাতাল, নিমপীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতাল ও পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের সহযোগিতায় এই স্বাস্থ্য মেলায় সম্পূর্ণ বিনা ব্যয়ে এলাকার মানুষদের হৃদরোগ, স্ত্রীরোগ, অস্থিরোগ, চক্ষুরোগ সহ একাধিক স্বাস্থ্য পরিষেবার সুযোগ পান।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

স্বাস্থ্য মেলা চলাকালীন এদিন বিভিন্ন স্বাস্থ্য বিভাগ পরিদর্শন করেন দুই বিধায়ক, পুলিশ আধিকারিক ও অন্যান্য অতিথিরা। এ দিন বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস নিজে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান। পুলিশের কাজ আইন-শৃঙ্খলা বজায় রাখা। কিন্তু সামাজিক দায়ও আছে পুলিশের। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই এমন স্বাস্থ্য শিবিরের আয়োজন। পুলিশকে এভাবে এগিয়ে আসতে দেখে খুশি এলাকার মানুষও।

সুমন সাহা

Crime News: অপহরণ নাকি ভালবাসা! নাবালিকাকে নিয়ে চম্পট যুবক, তারপর যা হল…! শিউরে উঠবেন

উত্তর ২৪ পরগনা: ভালবাসা নাকি অপহরণ! ৪৮ ঘন্টার মধ্যে ভিন রাজ্য থেকে উদ্ধার হওয়া নাবালিকা ও যুবককে ঘিরে এখন এই প্রশ্নই ঘুরছে নিউ ব্যারাকপুর নাবালিকা নিখোঁজ কাণ্ডে। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ১৩ বছরের নাবালিকা সহ এক যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীঘা উড়িষ্যা সীমান্তের তালসারি মেরিন থানার উদয়পুর বালাশোর থেকে নাবালিকাকে উদ্ধার করে নিউ ব্যারাকপুর থানার তদন্তকারী অফিসারেরা।

এরপর ১৩ বছরের ওই নাবালিকা-সহ ২৭ বছরের যুবককে উদ্ধার করে নিউ ব্যারাকপুর থানায় নিয়ে আসেন চার জনের তদন্তকারী দল। পুলিশের এই ভূমিকায় খুশি নাবালিকার পরিবার সহ বিলকান্দা ১ নং গ্রাম পঞ্চায়েতের যুগবেড়িয়া দক্ষিণ পাড়ায় প্রতিবেশীরা। যুবকের নাম সঞ্জু মন্ডল। আদি বাড়ি বামনগাছি কাশিমপুর নতুনপাড়ায়। ছেলেটি যুগবেড়িয়ায় মেয়েটির বাড়ির আশেপাশে ভাড়া থাকত, তিন মাসে ধরে। নাবালিকা মেয়েটির বাবা মায়ের একটি মুদির দোকান রয়েছে। দোকানে ছেলেটির যাতায়াতের কারণে উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

আরও পড়ুন-       মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

আরও পড়ুন-      মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

তারপরই হঠাৎ সপ্তম শ্রেণির পড়ুয়াকে ফুসলিয়ে প্রতিবেশি ভাড়াটিয়া এক যুবক অন্যত্র নিয়ে চলে যায় বলে অভিযোগ ওঠে। পরিবারের লোকজন দীর্ঘ খোজাখুজি করে না পেয়ে নিউ ব্যারাকপুর থানায় নিখোঁজ ও অপহরণের অভিযোগ দায়ের করেন। এরপর নাবালিকার পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা বিনা কারণে অতি উৎসাহী হয়ে বিরোধী দলের প্ররোচনায় আচমকাই বোর্ডঘর সোদপুর রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। চলে ধস্তাধস্তি, দীর্ঘ কয়েক ঘন্টা মানুষের চরম ভোগান্তির শিকার হতে হয় এর জেরে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারকে কথা দেন মেয়েকে উদ্ধার করা হবে। সেই মত নিউ ব্যারাকপুর থানার পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে চার সদস্যের তদন্তকারী অফিসার ভিন রাজ্য পাড়ি দেন।

মোবাইলে ট্র্যাক করে টাওয়ার লোকেশন ধরে নাবালিকা-সহ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় পুলিশের তরফে। অবশেষে ৪৮ ঘন্টার মধ্যে ভিন রাজ্য থেকে নাবালিকা-সহ অভিযুক্তকে উদ্ধার করা হয়। নাবালিকা-সহ অভিযুক্ত যুবকের মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। বর্তমানে নাবালিকাকে মধ্যমগ্রাম দোলতলা নিজলয় হোমে রাখা হয়েছে। অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি বোঝার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারিরা। অপহরণ নাকি ভালবাসার জেরেই এমন ঘটনা তা নিয়ে এখন রীতিমতো দ্বন্দ্বে পুলিশ।

Rudra Nrayan Roy