ভুটানের আলু

Potato Price Hike: লাগামছাড়া আলুর দাম! ভুটানের সস্তা আলুতে বাজার ভরেছে, সরব জেলার চাষিরা

আলিপুরদুয়ার: আলু ছাড়া বাঙালির হেঁশেল সম্পূর্ণ নয়। এদিকে এ রাজ্যের আলুর দাম শুনলে মাথা ঘুরিয়ে যাওয়ার উপক্রম। কখনও ৪০ টাকা কেজি। আবার কখনও ৫০ টাকা কেজি। তবে একটু হলেও মুখে হাসি ফুটেছে গৃহস্থদের। দাম কম এবং সুস্বাদু ভুটান আলুতে ছেয়েছে বাজার।

এই রাজ্যের আলু ভিন রাজ্যে রপ্তানি করতে নিষেধাজ্ঞা রয়েছে আর তার জেরে সমস্যায় পড়েছে আলিপুরদুয়ার জেলার আলু চাষিরা। কারণ হিমঘরে আলু পড়ে রয়েছে। সেগুলি বিক্রি হচ্ছে না। আর এলাকার বাজারে ছেয়ে আছে ভুটানের আলু। প্রতিদিন শ’য়ে শ’য়ে গাড়ি ভর্তি আলু আসছে ভুটান থেকে। আলিপুরদুয়ার জেলার বাজারে ছেয়ে ভুটানের আলু। যার ফলে এলাকার চাষিদের আলু বিক্রি হচ্ছে না বলে অভিযোগ।

আলু ব্যবসায়ীদের কথায় অতিরিক্ত বৃষ্টিতে এই বছর আলুর ফলন ভাল হয়নি তাঁদের। তার উপর ভুটান আলু বাজার মাত করছে। ভুটান আলুর দাম কেজি প্রতি ২০-২৫ টাকা। দাম কম হওয়ায় ভুটান আলুর চাহিদা বাড়ছে।
অবিলম্বে ভিন রাজ্যে আলু রপ্তানি করার নিষেধাঞ্জা সরকার উঠিয়ে নেওয়া হোক অথবা ন্যায্য মূল্যে রাজ্য সরকার আলু ক্রয় করুক, এই দাবিতে সরব আলিপুরদুয়ার জেলার আলু চাষিরা।

বাইরের রাজ্যে আলু বিক্রয়ের অনুমতি, সারের কালোবাজারি বন্ধ-সহ কয়েক দফা দাবি নিয়ে ফালাকাটার কৃষকরা একজোট হয়েছেন। এদিকে আলু পর্যাপ্ত মজুত থাকার পরেও তা কেন হিমঘর থেকে বার হয়নি? প্রশ্ন ক্রেতাদের।

অনন্যা দে