চ্যাম্পিয়ন রানা হোসেন

Bodybuilder: বডি বিল্ডিংয়ে বাকি ভারতকে মাত মালদহের! বিরাট সাফল্য বাংলার জেলার

মালদহ: ওভার অল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজির গড়লে মালদহের রানা হোসেন। বডি বিল্ডিং প্রতিযোগিতায় এর আগেও একাধিক সাফল্য পেয়েছেন এই যুবক। এবার ঝাড়খণ্ডে আয়োজিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় ৭০ কেজি বিভাগে রুপো জিতেছেন তিনি। পাশাপাশি ফিজিক্স বিভাগে ওভার অল চ্যাম্পিয়ন হয়েছে রানা হোসেন।

বিভিন্ন ক্যাটাগরিতে যারা সোনা জিতে থাকে তাদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবার সেই প্রতিযোগিতায় দেশের সব বডি বিল্ডারদের পিছনে ফেলে চ্যাম্পিয়ন হলেন মালদহের রানা। ওভার অল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে তিনি। এই সাফল্য প্রসঙ্গে রানা হোসেন বলেন, আড়াইশো জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তাঁদের মধ্যে সোনা জয়ীদের নিয়ে অল ওভার চ্যাম্পিয়নশিপ হয়। সেখানে সফল হওয়াতেই এসেছে সোনার মেডেল। তবে আর্থিক সমস্যায় কীভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন রানা।

আর‌ও পড়ুন: রামনবমীর আগে ব্যাপক কেনাকাটা, শিলিগুড়িতে গেরুয়া পণ্যের চাহিদা তুঙ্গে

জেলার ছেলের এমন সাফল্যে খুশি মালদহবাসী শহরের কোঠাবাড়ি এলাকার বাসিন্দা রানা হোসেন। বাবা পেশায় সবজি বিক্রেতা। নিজে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করেন। ছোটবেলা থেকেই বডি বিল্ডিং শেখার ইচ্ছে। প্রথমে ক্যারাটে তারপর বডি বিল্ডিং শুরু করেন। গত চার বছরে ব্যাপক সাফল্য পেয়েছেন বডি বিল্ডিংয়ে। সকলেই চাইছেন সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসে রানাকে সহযোগিতা করুক। তাহলে বিশ্বের দরবারেও জেলার মুখ উজ্জ্বল করতে পারবেন তিনি।

হরষিত সিংহ