চেয়ার টেবিলে বসিয়ে খাওয়ানো হচ্ছে আমন্ত্রিত অতিথিদের

Nadia News: নিরাশ্রয়ী ভবঘুরেদের হাতেই উদ্বোধন শান্তিপুরের ক্যাফে ও রেস্তোরাঁর

নদিয়া: নিরাশ্রয়ী ভবঘুরেদের চেয়ার টেবিলে বসিয়ে প্রথম খাওয়ানো! তাদের হাতেই উদ্বোধন ক্যাফে এবং রেস্টুরেন্ট। উদ্বোধনে কোনও নেতা মন্ত্রী কিংবা জনপ্রতিনিধি নয়, উপস্থিত শান্তিপুরের রেল স্টেশন পোস্ট অফিস বাস স্ট্যান্ড হাসপাতাল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানসিক ভারসাম্যহীন ভবঘুরে কিংবা নিরাশ্রয়ী মানুষদের আমন্ত্রণ জানিয়ে। রীতিমতন জামাই আদরে চেয়ার টেবিলে বসিয়ে এরকম প্রায় ২৫ জনকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে শান্তিপুর রেলগেট সংলগ্ন শ্রীকৃষ্ণ নার্সিংহোমের পাশে কৃষ্ণনগর রোডে অবস্থিত টাইম পাস ক্যাফে এবং রেস্টুরেন্টের কর্মকর্তা বিপ্লব করের।

আরও পড়ুন:  বৃন্দাবন থেকে গোবিন্দকে এনেছিলেন, মহারাজা কৃষ্ণচন্দ্রের এই মন্দিরে ইতিহাস ও লোকগাথা হাতে হাত ধরে চলে

সমাজে যারা অভুক্ত তারাই বোঝে খাবারের গুরুত্ব। তাই এই সারা বছর শান্তিপুরের নিয়মিত নিরাশ্রয়ী ভবঘুরেদের দুবেলা খাবার পৌঁছে দেওয়া নবজাগরণ সংগঠনের রণপ্রসাদ ভট্টাচার্যকে মনের ইচ্ছার কথা জানাতে সে সকলকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছিল। অতিথি হিসেবে তাদেরকে দিয়েই ফিতে কাটানো হয়েছে দোকানের উদ্বোধনের। শুধু একদিন নয় এই রেস্টুরেন্ট শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে নয় তৈরি হয়েছে মানবিকতার কথা মাথায় রেখে তাই আগামীতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেব। সংগঠনের পক্ষ থেকে রণপ্রসাদ ভট্টাচার্য জানান এ ধরনের উদ্যোগ মানবিকতার পরিচয়, তারা যায় যে কাজটি ৩৬৫ দিন নিয়মিত করে থাকেন তাতে শান্তিপুর এবং জেলা কিংবা জেলা ছাড়িয়ে এরকম বহু মানুষের সহযোগিতা আছে বলেই তা সম্ভব হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Mainak Debnath