খাঁচা বসেছে

Leopard Menace: বসল খাঁচা, উড়ছে ড্রোন! তবু লেপার্ড আতঙ্ক পিছু ছাড়ছে না সাতালিতে

আলিপুরদুয়ার: লেপার্ডের অত্যাচারে অতিষ্ঠ সাতালি এলাকার মানুষেরা। বিকেল গড়ালেই লেপার্ড চলে আসছে এলাকায়। এবারে লেপার্ড ধরতে খাঁচা বসানো হয়েছে। ঠিক কটা লেপার্ড রয়েছে এলাকায় তা জানা নেই বন দফতরের। তবে একাধিক লেপার্ড রয়েছে বলে মনে করছে বন কর্মীরা। প্রয়োজনে লেপার্ড খুঁজতে ওড়ানো হচ্ছে ড্রোন।

সাতালি এলাকাটি বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের পাশে অবস্থিত। এই জঙ্গলের পাশে অবস্থিত হওয়ার কারণে বন্যপ্রাণীর আনাগোনা বেশি এই এলাকায়। বর্তমানে বেড়েছে লেপার্ডের আনাগোনা। জানা গিয়েছে লেপার্ড এসে নিয়ে যাচ্ছে গৃহপালিত পশু। যার ফলে জীবিকা হারাচ্ছেন এলাকার বাসিন্দারা। এই ঘটনা ঘটছে ২-৩ মাস ধরে। এলাকাবাসীদের কথায় নিজেদের ও পশুদের বাঁচানোর জন্য তাঁদের ধরতে হচ্ছে লাঠিসোটা।

আরও পড়ুন: আপনার ব্লাড সুগার লেভেল কি ব্যাপক, চোখ বুজে খান লেবুর জাতভাই এই ফলের রস

তবে এইভাবে বেশিদিন চলতে পারে না। তাই বাধ্য হয়ে বিষয়টি তারা জানান বন দফতরের হ্যামিলটনগঞ্জ রেঞ্জ অফিসে। রেঞ্জ অফিসার অঙ্কন নন্দী জানিয়েছেন,”দুটি খাঁচা বসানো হয়েছে। ছাগল টোপ দেওয়া হয়েছে। লেপার্ড ধরার চেষ্টা চলছে।” এখন কবে ধরা পড়ে এই চা বাগানের ত্রাস সেই আশায় দিন গুনছেন এলাকার বাসিন্দারা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey