Category Archives: বিনোদন

Madhumita Sarcar: অন্তর্বাসের ফাঁকে স্পষ্ট বিভাজিকা… বুকে জড়ানো কালো জাল! ‘চোখ সেঁকে নাও’, এ কী লিখলেন মধুমিতা

'কেয়ার করি না' থেকে তাঁকে চিনতে শুরু করেন দর্শক। জনপ্রিয় ধারাবাহিক 'বোঝে না সে বোঝে না'-তে তাঁর নাম হয়েছিল পাখি৷ ঠিক যতটা হিট ছিল সিরিয়ালটি, তার থেকেও বেশি জনপ্রিয় হয়েছিল অরণ্য ও পাখির জুটি।
‘কেয়ার করি না’ থেকে তাঁকে চিনতে শুরু করেন দর্শক। জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-তে তাঁর নাম হয়েছিল পাখি৷ ঠিক যতটা হিট ছিল সিরিয়ালটি, তার থেকেও বেশি জনপ্রিয় হয়েছিল অরণ্য ও পাখির জুটি।
এরপর তিনি পা রাখেন ওয়েব দুনিয়ায়। একাধিক ওটিটি প্লাটফর্মে করতে থাকেন পরপর ওয়েব সিরিজ। বড় পর্দাতেও কাজ করেন নিপুণ দক্ষতায়।
এরপর তিনি পা রাখেন ওয়েব দুনিয়ায়। একাধিক ওটিটি প্লাটফর্মে করতে থাকেন পরপর ওয়েব সিরিজ। বড় পর্দাতেও কাজ করেন নিপুণ দক্ষতায়।
শুধু অভিনয় নয়, ফ্যাশন দুনিয়াতেও তিনি আগুন ধরান হামেশাই। ইনস্টাগ্রামে তাঁর অনুগামী সংখ্যা আকাশ ছোঁয়া। সম্প্রতি একটি উষ্ণ ছবি শেয়ার করেছেন মধুমিতা। অন্তর্বাসের ফাঁকে স্পষ্ট বিভাজিকা... বুকে জড়ানো কালো জাল!ক্যাপশনে হিন্দিতে লেখেন, 'দূর থেকে দেখো! চোখ সেঁকে নাও।'
শুধু অভিনয় নয়, ফ্যাশন দুনিয়াতেও তিনি আগুন ধরান হামেশাই। ইনস্টাগ্রামে তাঁর অনুগামী সংখ্যা আকাশ ছোঁয়া। সম্প্রতি একটি উষ্ণ ছবি শেয়ার করেছেন মধুমিতা। অন্তর্বাসের ফাঁকে স্পষ্ট বিভাজিকা… বুকে জড়ানো কালো জাল!ক্যাপশনে হিন্দিতে লেখেন, ‘দূর থেকে দেখো! চোখ সেঁকে নাও।’
প্রসঙ্গত শীঘ্রই আসতে চলেছে 'ফেলু বক্সী' টলিউডে এই প্রথম অভিনয় করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। শ্যুটিং শুরুর অপেক্ষায় তাঁর আসন্ন ছবি। সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার এবং পরীমনি প্রথম এই ছবিতে একসঙ্গে ফ্রেম শেয়ার করতে চলেছেন।
প্রসঙ্গত শীঘ্রই আসতে চলেছে ‘ফেলু বক্সী’ টলিউডে এই প্রথম অভিনয় করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। শ্যুটিং শুরুর অপেক্ষায় তাঁর আসন্ন ছবি। সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার এবং পরীমনি প্রথম এই ছবিতে একসঙ্গে ফ্রেম শেয়ার করতে চলেছেন।
মধুমিতাকে দেখা যাবে 'দেবযানী' চরিত্রে। দেবযানী একজন রেডিও জকি। 'ফেলু বক্সী'কে তাঁর অনুসন্ধানী সাহায্য করে সে। সঙ্গে সঙ্গে তাঁর প্রতি দেবযানীর একটা ভাললাগাও রয়েছে।
মধুমিতাকে দেখা যাবে ‘দেবযানী’ চরিত্রে। দেবযানী একজন রেডিও জকি। ‘ফেলু বক্সী’কে তাঁর অনুসন্ধানী সাহায্য করে সে। সঙ্গে সঙ্গে তাঁর প্রতি দেবযানীর একটা ভাললাগাও রয়েছে।
আগামী ২৭ মার্চ কলকাতায় শ্যুটিং শুরু হবে এবং ছবিটি এই বছরের শেষ নাগাদ মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরীমনির উপস্থিতি অবশ্যই বাড়তি মাত্রা যোগ করবে ছবিটিতে। নির্মাতাদের 'ফেলু বক্সি'র চরিত্রটি থেকে একটি ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি তৈরি করার কল্পনা রয়েছে তাঁদের। সিনেমাটোগ্রাফি করবেন ভিঞ্চি দা খ্যাত সুদীপ্ত মজুমদার এবং সঙ্গীত পরিবেশন করবেন অদিতি বোস এবং অম্লান চক্রবর্তী। 
আগামী ২৭ মার্চ কলকাতায় শ্যুটিং শুরু হবে এবং ছবিটি এই বছরের শেষ নাগাদ মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরীমনির উপস্থিতি অবশ্যই বাড়তি মাত্রা যোগ করবে ছবিটিতে। নির্মাতাদের ‘ফেলু বক্সি’র চরিত্রটি থেকে একটি ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি তৈরি করার কল্পনা রয়েছে তাঁদের। সিনেমাটোগ্রাফি করবেন ভিঞ্চি দা খ্যাত সুদীপ্ত মজুমদার এবং সঙ্গীত পরিবেশন করবেন অদিতি বোস এবং অম্লান চক্রবর্তী।

Ritesh Sidhwani Mother Death: অকালে সব শেষ! মাতৃহারা হলেন রীতেশ, শোকে পাথর বলিউডের জনপ্রিয় প্রযোজক

মুম্বই: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ সময়টা যে সত্যিই খারাপ যাচ্ছে তা আবারও প্রমাণিত৷ একের পর এক সকলেই ছেড়ে চলে যাচ্ছেন৷ প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় প্রযোজক রীতেশ সিদ্ধানির মা৷ শুক্রবার, ১৭ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মা-কে হারিয়ে শোকে পাথর বলিউড প্রযোজক৷

এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোকপ্রকাশ করেছেন বলিউড তারকাদের একাংশ৷ রীতেশ সিদ্ধানির মা-কে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন অনেকেই৷ প্রযোজকের মায়ের মৃত্যুর খবর পেয়ে প্রযোজকের সহকর্মী ফারহান আখতার এবং তাঁর স্ত্রী শিবানী ডান্ডেকর৷

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

প্রযোজকের মা-কে শেষ শ্রদ্ধা জানাতে সেই রাতেই হাসপাতালে উপস্থিত হন জাভেদ আখতার, পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা, মালাইকা আরোরা, অমৃতা আরোরা, চাঙ্কি পাণ্ডে-সহ আরও অনেকেই৷ হাসপাতালে এসে সমবেদনা জানান সকলে৷

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

উল্লেখ্য, ব্যবসায়ী পরিবারের ছেলে হয়েও বিনোদন জগতে নিজের কেরিয়ার শুরু করেন রীতেশ সিদ্ধানি৷ বর্তমানে সফল প্রযোজকদের মধ্যে অন্যতম তিনি একজন৷

Actor Gurucharan Singh: কিডন‍্যাপও নয়, নিখোঁজও নয়! ২৫ দিন কোথায় ছিলেন ‘তারক মেহতা…’ খ‍্যাত অভিনেতা? বড় রহস‍্য ফাঁস

২৫ দিন পর বাড়ি ফিরলেন 'তারক মেহতা কা উল্টা চশমা’ খ‍্যাত অভিনেতা গুরুচরণ সিং। রোশন সিং সোধির চরিত্রের অভিনেতা গুরুচরণ সিং গত ২২ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন।
২৫ দিন পর বাড়ি ফিরলেন ‘তারক মেহতা কা উল্টা চশমা’ খ‍্যাত অভিনেতা গুরুচরণ সিং। রোশন সিং সোধির চরিত্রের অভিনেতা গুরুচরণ সিং গত ২২ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন।
১৭ মে তিনি বাড়ি ফেরেন। অভিনেতার বাবা দিল্লিতে নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন। গত ২৫ দিন ধরে কোথায় ছিলেন অভিনেতা? কীভাবে ফিরলেন তিনি?
১৭ মে তিনি বাড়ি ফেরেন। অভিনেতার বাবা দিল্লিতে নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন। গত ২৫ দিন ধরে কোথায় ছিলেন অভিনেতা? কীভাবে ফিরলেন তিনি?
অভিনেতা নিখোঁজ হওয়ার পর দিল্লি পুলিশ কিডন‍্যাপিং-এর কেস করে। পরে দিল্লি থেকে মুম্বই জনপ্রিয় অভিনেতার নিখোঁজের ঘটনায় একাধিক ব‍্যক্তিকে জিজ্ঞাসাবাদও করা হয়।
অভিনেতা নিখোঁজ হওয়ার পর দিল্লি পুলিশ কিডন‍্যাপিং-এর কেস করে। পরে দিল্লি থেকে মুম্বই জনপ্রিয় অভিনেতার নিখোঁজের ঘটনায় একাধিক ব‍্যক্তিকে জিজ্ঞাসাবাদও করা হয়।
যদিও অভিনেতার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অভিনেতার সঙ্গে কোনওভাবে যোগাযোগ করাও যাচ্ছিল না। কোথায় আছেন অভিনেতা? সেই নিয়ে ক্রমশ ঘনাচ্ছিল রহস‍্য।
যদিও অভিনেতার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অভিনেতার সঙ্গে কোনওভাবে যোগাযোগ করাও যাচ্ছিল না। কোথায় আছেন অভিনেতা? সেই নিয়ে ক্রমশ ঘনাচ্ছিল রহস‍্য।
তবে অবেশেষে ফিরে এলেন ‘সোধি’। পুলিশ সূত্রে খবর, অভিনেতা নিজেই চলে গিয়েছিলেন বাড়ি থেকে দূরে। তিনি মুম্বইও পৌঁছননি।
তবে অবেশেষে ফিরে এলেন ‘সোধি’। পুলিশ সূত্রে খবর, অভিনেতা নিজেই চলে গিয়েছিলেন বাড়ি থেকে দূরে। তিনি মুম্বইও পৌঁছননি।
গুরুচরণ সিং জানান যে, তিনি একটি ধর্মীয় সফরে ছিলেন। তিনি পার্থিব বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করেছিলেন। তাই অমৃতসর, লুধিয়ানা এবং অনেক শহরে অনেক শিখ তীর্থস্থান এবং গুরুদ্বারে গিয়েছিলেন।
গুরুচরণ সিং জানান যে, তিনি একটি ধর্মীয় সফরে ছিলেন। তিনি পার্থিব বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করেছিলেন। তাই অমৃতসর, লুধিয়ানা এবং অনেক শহরে অনেক শিখ তীর্থস্থান এবং গুরুদ্বারে গিয়েছিলেন।
২২ এপ্রিল গুরুচরণ সিং মুম্বাই যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু তিনি মুম্বাই পৌঁছাননি বা তার মোবাইলও সক্রিয় ছিল না। গুরুচরণের বাবা ২৬ এপ্রিল দিল্লির পালাম থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন।
২২ এপ্রিল গুরুচরণ সিং মুম্বাই যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু তিনি মুম্বাই পৌঁছাননি বা তার মোবাইলও সক্রিয় ছিল না। গুরুচরণের বাবা ২৬ এপ্রিল দিল্লির পালাম থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন।
দিল্লি পুলিশ এটিকে অপহরণ মামলা হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে। তদন্তে জানা যায়, তিনি আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। পুলিশ তার ১০ টিরও বেশি আর্থিক অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে। তিনি মানসিকভাবে ভাল ছিলেন না বলেই জানা গিয়েছে।
দিল্লি পুলিশ এটিকে অপহরণ মামলা হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে। তদন্তে জানা যায়, তিনি আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। পুলিশ তার ১০ টিরও বেশি আর্থিক অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে। তিনি মানসিকভাবে ভাল ছিলেন না বলেই জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে গুরুচরণের ধর্মের প্রতি গভীরভাবে ঝোঁক ছিল। এক বন্ধুর কাছে সে পাহাড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। এর পর তিনি নিখোঁজ হন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে গুরুচরণের ধর্মের প্রতি গভীরভাবে ঝোঁক ছিল। এক বন্ধুর কাছে সে পাহাড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। এর পর তিনি নিখোঁজ হন বলে অভিযোগ।

Actress Death: Haridevpur এ অভিনেত্রীর রহস্যমৃত্যু! সম্পর্কের টানাপোড়েনেই , দেখুন ভিডিও

Kolkata : হরিদেবপুরে অভিনেত্রীর রহস্যমৃত্যু! অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। হরিদেবপুরে বনমালি ব্যানার্জি রোডের ঘটনা। সুস্মিতার প্রশিক্ষক সঞ্জয় নস্করকে আটক পুলিশের। ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার পুলিশের। সুইসাইড নোটে সঞ্জয় নস্করের নাম উল্লেখ। সম্পর্কের টানাপোড়েনেই আত্মঘাতী? শুরু তদন্ত। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷

Bollywood: দুটো রুটির জন্য লেবুর রস বিক্রি করতেন, বাড়ি-বাড়ি কাগজ দিতেন, আজ তিনি বলিউডের তাবড় নায়িকা, টাকার পাহাড়ে থাকেন, কে বলুন তো? পড়ুন

সবাই নিজের অতীতকে তুলে ধরতে পারেন না! বিশেষ করে যখন তা অন্ধকারে আচ্ছন্ন! আর তিনি যদি সেলেব্রিটি হন, তাহলে তো কথাই নেই! তবে এই নায়িকা নিজের 'অভিশপ্ত' অতীত নিয়ে খোলাখুলি কথা বলতে পরেন! এই বলিউড তারকা ভারতীয় ফিল্ম   ইন্ডাস্ট্রির অন্যতম ব্যক্তিত্ববান মহিলা।
সবাই নিজের অতীতকে তুলে ধরতে পারেন না! বিশেষ করে যখন তা অন্ধকারে আচ্ছন্ন! আর তিনি যদি সেলেব্রিটি হন, তাহলে তো কথাই নেই! তবে এই নায়িকা নিজের ‘অভিশপ্ত’ অতীত নিয়ে খোলাখুলি কথা বলতে পরেন! এই বলিউড তারকা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ব্যক্তিত্ববান মহিলা।
আজ তিনি জনপ্রিয়, সফল নায়িকা। টাকার পাহাড়ে থাকেন। কিন্তু শুরুটা এত মসৃণ ছিল না। শৈশবে জীবিকা নির্বাহ করতে রাস্তায়-রস্তায় লেবুর রস বিক্রি করতেন। বাড়িতে-বাড়িতে খবরের কাগজ পৌঁছে দিতেন। লোকের বাড়ির বাগান পরিস্কার করতেন। এই নায়িকার নাম বলতে পারবেন?
আজ তিনি জনপ্রিয়, সফল নায়িকা। টাকার পাহাড়ে থাকেন। কিন্তু শুরুটা এত মসৃণ ছিল না। শৈশবে জীবিকা নির্বাহ করতে রাস্তায়-রস্তায় লেবুর রস বিক্রি করতেন। বাড়িতে-বাড়িতে খবরের কাগজ পৌঁছে দিতেন। লোকের বাড়ির বাগান পরিস্কার করতেন। এই নায়িকার নাম বলতে পারবেন?
নায়িকার নাম সানি লিওনি। তাঁর জন্মগত নাম কারেনজিৎ কওর। জন্ম কানাডায়। ছোট থেকেই পরিবারে দারিদ্র। পেট চালাতে কোন-ও কাজকেই না বলেননি সানি।
নায়িকার নাম সানি লিওনি। তাঁর জন্মগত নাম কারেনজিৎ কওর। জন্ম কানাডায়। ছোট থেকেই পরিবারে দারিদ্র। পেট চালাতে কোন-ও কাজকেই না বলেননি সানি।
একটি সাক্ষাৎকারে সানি বলেন, '' কানাডায় স্কুলে সবাই আমাকে নিয়ে ঠাট্টা-তামাশা করত। আমার পোশাক-আশাক বাকিদের মত দামি ছিল না। আমার খুব খারাপ লাগত।''
একটি সাক্ষাৎকারে সানি বলেন, ” কানাডায় স্কুলে সবাই আমাকে নিয়ে ঠাট্টা-তামাশা করত। আমার পোশাক-আশাক বাকিদের মত দামি ছিল না। আমার খুব খারাপ লাগত।”
সানি লিওনি জানান, বলিউডে-ও তিনি নানা অপমানের সম্মুখীন হয়েছেন তিনি। একাধিক সহ-কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
সানি লিওনি জানান, বলিউডে-ও তিনি নানা অপমানের সম্মুখীন হয়েছেন তিনি। একাধিক সহ-কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
কিন্তু সানি নিজের যেদের কাছে হার মানেননি। মুখ বুজে সব সহ্য করেছেন। বলিউডে পায়ের তলার মাটি শক্ত করতে চলেছে তাঁর নিরলস পরিশ্রম।
কিন্তু সানি নিজের যেদের কাছে হার মানেননি। মুখ বুজে সব সহ্য করেছেন। বলিউডে পায়ের তলার মাটি শক্ত করতে চলেছে তাঁর নিরলস পরিশ্রম।
অবশেষে সাফল্য পেয়েছেন সানি। পেয়েছেন জনপ্রিয়তা। সূত্রের খবর, 'রইস'-এ 'লায়লা' আইটেম গানে নাচার জন্য তিনি ৩ কোটি টাকা নিয়েছিলে।
অবশেষে সাফল্য পেয়েছেন সানি। পেয়েছেন জনপ্রিয়তা। সূত্রের খবর, ‘রইস’-এ ‘লায়লা’ আইটেম গানে নাচার জন্য তিনি ৩ কোটি টাকা নিয়েছিলে।

Monali Thakur Mother’s Death: সব লড়াইয়ের অবসান! প্রয়াত মোনালি ঠাকুরের মা… কী হয়েছিল শক্তি-ঘরণীর?

মুম্বই: শেষ হল সব লড়াই। শুক্রবার দুপুরে প্রয়াত শিল্পী মোনালি ঠাকুরের মা। বেশ কিছু দিন ধরেই মৃত্যুর সঙ্গে এই লড়াই চলছিল। লাইফ সাপোর্টে ছিলেন তিনি। এদিন দুপুরে শেষ নিশ্বাস ত্য়াগ করেন।

 ‘শেকল ছিঁড়ে গেছে… অবশেষে কষ্টের অবসান…। দুপুর ২টো বেজে দশ মিনিটে মা স্থির হয়ে গেছে।’ এভাবেই পোস্ট শেয়ার করেছেন কন্যা মেহুলি গোস্বামী ঠাকুর।  ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই সব শেষ।

 একদিন আগেই মোনালি লেখেন, ‘এই কঠিন পরিস্থিতিতে কীভাবে লড়তে হয়, কেন শেখাওনি? কী করব বুঝতেই পারছি না। তোমাকে ছাড়া আমার জীবনটা কেমনভাবে চলবে? এবার কী করব? মা, আমার শিকড়  সব তুমি।’

বাংলাদেশের একজন ব্লগারের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে দেখা যায়  ১৬ মে ঢাকার একটি কনসার্টে মোনালি ঠাকুর গান গাইছেন। গলা বুজে আসে তাঁর। কেঁপে যায় গলা। তবুও গান থামান না তিনি। মোনালি আগেই বুঝতে পেরেছিলেন তাঁর মা হয়তো বেশি দিন নেই।

বাবা শক্তি ঠাকুরকে তিনি করোনা কালে হারিয়েছিলেন। তারপর থেকে মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন। কিছুদিন ধরেই মায়ের শরীর খারাপ ছিল। কিডনি কাজ করছিল না। শেষে চিকিৎসকরা জবাব দিয়ে দেওয়ায় তিনি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

Salman Khan: শরমিনের তখন দু’বছর বয়স, বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সলমান! কে এই শরমিন জানেন?

কলকাতা: বি-টাউনের জনপ্রিয় চিত্রপরিচালক সঞ্জয় লীলা বনশালীর ভাগ্নি তিনি। সম্প্রতি সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ছবিতেও দেখা গিয়েছে শরমিন সেগালকে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলিউড সুপাস্টার সলমন খানের সঙ্গে প্রথম সাক্ষাৎ প্রসঙ্গে মুখ খুললেন বনশালির ভাগ্নি।

‘হম দিল দে চুকে সনম’ ছবির সময়ই প্রথমবারের জন্য বলিউডের ভাইজানের সঙ্গে দেখা হয়েছিল শরমিনের। জ্যুম-এর সঙ্গে এক আলাপচারিতায় শরমিনকে প্রশ্ন করা হয়েছিল যে, প্রথম কোন তারকার সঙ্গে ব্যক্তিগত ভাবে তাঁর আলাপ হয়েছিল। জবাবে সলমন খানের নাম নিয়েছিলেন অভিনেত্রী। এমনকী মাত্র ২ বছর বয়সে কীভাবে সলমনের কাছ থেকে বিবাহ প্রস্তাব পেয়েছিলেন, সেই কথাও জানিয়েছেন।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় বটগাছ রয়েছে এরাজ্যে, নাম কী? বয়স কত? কোথায় সেই গাছ জানলে চমকে যাবেন

শরমিনের কথায়, “আমার তখন মাত্র ২ অথবা ৩ বছর বয়স। উনি বললেন, তুমি কি আমায় বিয়ে করবে। আর আমি সটান বলেছিলাম, না।”
এর পাশাপাশি ওতটুকু বয়সে বিয়ের অর্থ বুঝতেন না, সেটাও ব্যাখ্যা করেছেন শরমিন। তাঁর বক্তব্য, তিনি এতটাই ছোট ছিলেন যে, তখন বিয়ের মানে বুঝতেন না। যার ফলে তিনি প্রতিটি বিষয়েই না বলতেন। বর্তমানে হিরামান্ডির সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন শরমিন। চলতি মাসের গোড়ার দিকেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই সিরিজ।

আরও পড়ুন: হাত ভেঙেছে ঐশ্বর্যর, তাই নিয়েই কান-এর রেড কার্পেটে রাইসুন্দরী! তারপর? নায়িকাকে দেখামাত্র তোলপাড়

সেখানে আলমজেবের চরিত্রে নজর কেড়েছেন অভিনেত্রী। যদিও তাঁর অভিনয় বিশেষ প্রশংসা কুড়োয়নি, বরং উল্টে তা ট্রোলের মুখে পড়েছে।
যদিও শরমিনকে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল যে, তিনি পরিচালকের ভাগ্নি হওয়ায় তাঁকে কি অতিরিক্ত সুযোগ দেওয়া হয়েছে? ইন্ডিয়ান এক্সপ্রেস-এর কাছে অভিনেত্রী বলেন, “বরং এর উল্টোটাই। আমি কোনওরকম সুযোগ পাইনি। উনি আমায় খুবই ভালবাসেন, সেটা অবশ্য আমি অস্বীকার করছি না। একটা সময় ছিল, আমি যখন বসে থাকতাম, তখন উনি শরমিন তাঁর ভাগ্নি বলেই আমায় বিবেচনা করতেন। কিন্তু সেটে তাঁকে নিজের মামা হিসেবে দেখি না। আমি শুধুমাত্র তাঁকে সঞ্জয় লীলা বনশালী হিসেবেই দেখেছি। এই সম্মানটা সারা জীবন ধরে তিনি অর্জন করেছেন। আর আমি শুধুমাত্র তাঁর আত্মীয় বলে সেটা তাঁর কাছ থেকে ছিনিয়ে নিতে পারব না। আর উনি যে আমার আত্মীয়, সেই সত্যিটাও আমি পরিবর্তন করতে পারব না।”

সব শেষ! দুর্ঘটনায় প্রয়াত কার্তিক আরিয়ানের কাছের মানুষ… সাহার শ্মশানে পৌঁছলেন অভিনেতা

১৩ মুম্বই ধুলোঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ে।সেদিন মৃত্যু হয় ১৬ জনের। নিহতদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত এয়ার ট্রাফিক কন্ট্রোল জেনারেল ম্যানেজার মনোজ চান্সোরিয়া ও তাঁর স্ত্রী অনিতা। এঁরা বলি অভিনেতা কার্তিক আরিয়ানের আত্মীয়।
১৩ মুম্বই ধুলোঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ে।সেদিন মৃত্যু হয় ১৬ জনের। নিহতদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত এয়ার ট্রাফিক কন্ট্রোল জেনারেল ম্যানেজার মনোজ চান্সোরিয়া ও তাঁর স্ত্রী অনিতা। এঁরা বলি অভিনেতা কার্তিক আরিয়ানের আত্মীয়।
জানা গিয়েছে, যে বিল বোর্ড ভেঙে পড়ে, সেটি বেআইনি ভাবে স্থাপন করা হয়েছিল ঘাটকোপর এলাকার একটি পেট্রল পাম্পের পাশে৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছেয়।
জানা গিয়েছে, যে বিল বোর্ড ভেঙে পড়েছে, সেটি বেআইনি ভাবে স্থাপন করা হয়েছিল ঘাটকোপর এলাকার একটি পেট্রল পাম্পের পাশে৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছেছে এখনও পর্যন্ত ওই বিশাল বিলবোর্ডের তলায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে পারেনি৷ (ছবি: পিটিআই)
ঘাটকোপরের এই ঘটনার পর মৃতদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷ উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মুম্বইয়ে নিজের প্রচার বন্ধ রেখে দেখা করতে গিয়েছেন আর্ত-পরিবারের সঙ্গে৷ (ছবি: পিটিআই)
ঘাটকোপরের এই ঘটনার পর মৃতদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷ উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মুম্বইয়ে নিজের প্রচার বন্ধ রেখে দেখা করতে গিয়েছেন আর্ত-পরিবারের সঙ্গে৷ (ছবি: পিটিআই)
এই বিপুল প্রাকৃতিক দুর্যোগের কারণে মুম্বই বিমানবন্দর থেকে বিমান ওঠানামা বন্ধ থাকে প্রায় ১ ঘণ্টা৷ পাশাপাশি, বিপুল দেরিতে চলে ট্রেন৷ বিল বোর্ড ভেঙে পড়ার পর সেটি কেটে সকলকে উদ্ধার করতে, এ ছাড়াও আসে একটি ৫০০ মেট্রিক টন তোলার মতো ক্রেনও৷
এই বিপুল প্রাকৃতিক দুর্যোগের কারণে মুম্বই বিমানবন্দর থেকে বিমান ওঠানামা বন্ধ থাকে প্রায় ১ ঘণ্টা৷ পাশাপাশি, বিপুল দেরিতে চলে ট্রেন৷ বিল বোর্ড ভেঙে পড়ার পর সেটি কেটে সকলকে উদ্ধার করতে, এ ছাড়াও আসে একটি ৫০০ মেট্রিক টন তোলার মতো ক্রেনও৷
 লোকসভা নির্বাচনের দিনেই এই ঘটনায় কার্যত তীব্র আতঙ্কে ভুগতে থাকে বাণিজ্য নগরী৷ জানা গিয়েছে ঘটনার ৫০ ঘণ্টা পর মনোজ এবং অনিতা চান্সোরিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। সাহার শ্মশানে চান্সোরিয়া দম্পতির শেষকৃত্য সম্পন্ন হয়। সূত্রের খবর, উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান।
লোকসভা নির্বাচনের দিনেই এই ঘটনায় কার্যত তীব্র আতঙ্কে ভুগতে থাকে বাণিজ্য নগরী৷ জানা গিয়েছে ঘটনার ৫০ ঘণ্টা পর মনোজ এবং অনিতা চান্সোরিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। সাহার শ্মশানে চান্সোরিয়া দম্পতির শেষকৃত্য সম্পন্ন হয়। সূত্রের খবর, উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান।
কার্তিক আরিয়ান কবীর খান পরিচালিত তাঁর আসন্ন ছবি 'চান্দু চ্যাম্পিয়ন'-এর প্রচারে ব্যস্ত।  ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে ১৪ জুন। তবে তার মাঝেই ঘটে গেল বড় অঘটন।
কার্তিক আরিয়ান কবীর খান পরিচালিত তাঁর আসন্ন ছবি ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর প্রচারে ব্যস্ত। ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে ১৪ জুন। তবে তার মাঝেই ঘটে গেল বড় অঘটন।

Sharmila Tagore: বহু বছর আগের লুকিয়া রাখা আক্ষেপ! মনের ভিতর চেপে রাখা কথা উজাড় করলেন শর্মিলা

সম্প্রতি মাতৃ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে নাতনি সারা আলি খানের সঙ্গে যোগ দিয়েছিলেন বি-টাউনের এভারগ্রিন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সেখানেই প্রথম বার মা হওয়ার অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। তাঁর প্রথম সন্তান পুত্র সইফ আলি খান। আর যখন সইফের জন্ম হয়েছিল, তখন অভিনেত্রীর ব্যস্ততা ছিল তুঙ্গে। ফলে সেভাবে প্রথম সন্তানকে সময় দিতে পারেননি বলেও আক্ষেপ তাঁর।

যদিও এরপর শর্মিলা ঠাকুরের আরও দুই সন্তান জন্মায় – সাবা পতৌদি এবং সোহা আলি খান। তবে  অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অভিনেত্রী একজন মা হিসেবে দুই কন্যাকে সময় দিয়েছিলেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস শর্মিলা ঠাকুরের বক্তব্য তুলে ধরেছে। অভিনেত্রীর কথায়, “যখন আমার কোলে সইফ আসে, তখন আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আমি সেই সময় দুই শিফটে কাজ করতাম। এমনকী ওর ৬ বছর বয়স হওয়া পর্যন্ত আমি প্রায় ওর সঙ্গে থাকতেই পারিনি। আমার যা করার ছিল, আমি সেটুকুই করেছি। আমি পেরেন্ট-টিচার মিটিংয়ে যোগ দিতাম এবং ওর নাটকও দেখতে যেতাম। কিন্তু আমার মনে হয় না যে, আমি একজন ফুল-টাইম মা ছিলাম। আমার স্বামী (মনসুর আলি খান পতৌদি) অবশ্য থাকতেন, কিন্তু আমি থাকতে পারতাম না। এরপর আমি একটা সময়ে এক অতিরিক্ত উৎসাহী মা হয়ে উঠেছিলাম। ফলে ওকে আমি খাইয়ে দিতাম, স্নান করাতাম এবং সব কিছু করে দিতাম। আসলে সেটা ছিল পেন্ডুলামের অন্য পিঠ। সত্যি বলতে কী আমি কিছু ভুল করেছি।”

আরও পড়ুন: দীপিকার হবু সন্তানের ছবি দেখেছেন? নেটদুনিয়ায় ফাঁস হতেই তোলপাড়! আসল সত্যিটা জানলে রাতের ঘুম উড়বে

আরও পড়ুন: অবস্থা খুবই সঙ্কটজনক…! বাড়ছে দুশ্চিন্তা, ঠিক কী হয়েছে রাখির? প্রার্থনার আর্জি প্রাক্তন স্বামীর

এখানেই শেষ নয়, শর্মিলা বলে চলেন, “কিন্তু ও ঠিকঠাক ভাবেই মানুষ হয়েছে। আমার স্বামী তো ছিলেনই। এমনকী আমি আমার পরিবার এবং বন্ধুবান্ধবের সাহায্যও পেয়েছি। ওর এক স্কুলের শিক্ষিকা মুম্বইয়ের অ্যাপার্টমেন্টেই থাকতেন। তিনি এবং তাঁর স্বামী সইফকে খুব ভাল ভাবে দেখভাল করেছেন … তবে মেয়েদের জন্য আমিই ছিলাম।”

প্রসঙ্গত, কাজের দিক থেকে দেখতে গেলে সইফ আলি খান ‘দেবারা’ ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জুনিয়র এনটিআর-কে। আবার এই ছবির হাত ধরে দক্ষিণী ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। তেলুগু এই ছবিতে এক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে শর্মিলা-পুত্র সইফকে।

Bollywood Gossip: ‘বড়লোকেদের বড় কীর্তি’, ঋষি বাড়ি ফিরলেই নীতুর সঙ্গে যা শুরু করতেন, রাতের পর রাত যা দেখত ছোট রণবীর

এক সময় হিন্দি ছবির দুনিয়ায় প্রথম সারির নামীদামি অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন নীতু কাপুর। সত্তর-আশির দশকে চুটিয়ে রাজত্ব করেছেন বি-টাউনে। তাঁর ঝুলিতে রয়েছে ‘অমর আকবর অ্যান্টনি’, ‘দিওয়ার’, ‘কভি কভি’ এবং ‘ইয়ারানা’-র মতো ছবি। সত্তরের দশকের মাঝামাঝি অভিনেত্রীর কেরিয়ার সাফল্যের শিখরে পৌঁছেছিল। Photo- Collected
এক সময় হিন্দি ছবির দুনিয়ায় প্রথম সারির নামীদামি অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন নীতু কাপুর। সত্তর-আশির দশকে চুটিয়ে রাজত্ব করেছেন বি-টাউনে। তাঁর ঝুলিতে রয়েছে ‘অমর আকবর অ্যান্টনি’, ‘দিওয়ার’, ‘কভি কভি’ এবং ‘ইয়ারানা’-র মতো ছবি। সত্তরের দশকের মাঝামাঝি অভিনেত্রীর কেরিয়ার সাফল্যের শিখরে পৌঁছেছিল। Photo- Collected
যদিও বলিউড অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর অভিনয় দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন নীতু। তবে এই তারকা দম্পতির দাম্পত্য জীবন একটা সময় সংবাদমাধ্যমের চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছিল। Photo- Collected
যদিও বলিউড অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর অভিনয় দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন নীতু। তবে এই তারকা দম্পতির দাম্পত্য জীবন একটা সময় সংবাদমাধ্যমের চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছিল। Photo- Collected
নীতু এবং ঋষি কাপুরের দাম্পত্য জীবনের তিক্ত পর্বের সাক্ষী হয়েছেন তাঁদের পুত্র রণবীর কাপুরও। প্রায় এক দশক আগে ‘রকস্টার’ ছবি মুক্তির আগে দ্য বিগ ইন্ডিয়ান পিকচার-কে একটি ইন্টারভিউ দিয়েছিলেন অভিনেতা। সেখানে মা-বাবার বিবাহ প্রসঙ্গে বিতর্কিত প্রতিবেদনের বিষয়টা তুলে ধরেছিলেন রণবীর। Photo- Collected
নীতু এবং ঋষি কাপুরের দাম্পত্য জীবনের তিক্ত পর্বের সাক্ষী হয়েছেন তাঁদের পুত্র রণবীর কাপুরও। প্রায় এক দশক আগে ‘রকস্টার’ ছবি মুক্তির আগে দ্য বিগ ইন্ডিয়ান পিকচার-কে একটি ইন্টারভিউ দিয়েছিলেন অভিনেতা। সেখানে মা-বাবার বিবাহ প্রসঙ্গে বিতর্কিত প্রতিবেদনের বিষয়টা তুলে ধরেছিলেন রণবীর। Photo- Collected
নীতু ও ঋষিপুত্রের কথায়, “আমি একটা বাংলোয় থাকি। আমার মা-বাবা নিচের তলায় থাকতেন আর আমি উপরের তলায়। আমার মনে আছে, আমি রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে সিঁড়িতে বসে থাকতাম আর ওঁদের ঝগড়া শুনতাম। এমনকী জিনিস ভাঙচুর করার আওয়াজও শুনতাম…. প্রত্যেককেই এর মধ্যে দিয়ে যেতে হয়।’’ Photo- Collected
নীতু ও ঋষিপুত্রের কথায়, “আমি একটা বাংলোয় থাকি। আমার মা-বাবা নিচের তলায় থাকতেন আর আমি উপরের তলায়। আমার মনে আছে, আমি রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে সিঁড়িতে বসে থাকতাম আর ওঁদের ঝগড়া শুনতাম। এমনকী জিনিস ভাঙচুর করার আওয়াজও শুনতাম…. প্রত্যেককেই এর মধ্যে দিয়ে যেতে হয়।’’ Photo- Collected
‘‘তবে এটাই শুধু এটাই যে, আমার মা-বাবা সেলিব্রিটি ছিলেন! ফলে তা সংবাদমাধ্যমে জানাজানি হয়ে যেত। আর এর জন্য স্কুলে আমায় বিড়ম্বনার মধ্যে পড়তে হত। যদিও আমার বন্ধুরা এই ব্যাপারে আমায় কিছুই বলেনি। কারণ ওরা আমার ভাল বন্ধু ছিল। তবে কোথাও গিয়ে আমি বুঝতাম কী ঘটছে? কিন্তু এটা তো আমায় সামলে চলতেই হয়েছে।” Photo- Collected
‘‘তবে এটাই শুধু এটাই যে, আমার মা-বাবা সেলিব্রিটি ছিলেন! ফলে তা সংবাদমাধ্যমে জানাজানি হয়ে যেত। আর এর জন্য স্কুলে আমায় বিড়ম্বনার মধ্যে পড়তে হত। যদিও আমার বন্ধুরা এই ব্যাপারে আমায় কিছুই বলেনি। কারণ ওরা আমার ভাল বন্ধু ছিল। তবে কোথাও গিয়ে আমি বুঝতাম কী ঘটছে? কিন্তু এটা তো আমায় সামলে চলতেই হয়েছে।” Photo- Collected
প্রসঙ্গত ১৯৮০ সালের ২২ জানুয়ারি ভালবাসার মানুষ ঋষি কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নীতু কাপুর। এরপরে অবশ্য অভিনেত্রীকে একটিমাত্র ছবিতেই দেখা গিয়েছে। আর সেটি হল ‘গঙ্গা মেরি মা’। Photo- Collected
প্রসঙ্গত ১৯৮০ সালের ২২ জানুয়ারি ভালবাসার মানুষ ঋষি কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নীতু কাপুর। এরপরে অবশ্য অভিনেত্রীকে একটিমাত্র ছবিতেই দেখা গিয়েছে। আর সেটি হল ‘গঙ্গা মেরি মা’। Photo- Collected
বিয়ের বছরেই অর্থাৎ ১৯৮০ সালের সেপ্টেম্বর মাসে এই তারকা জুটির কোল আলো করে জন্মায় তাঁদের প্রথম সন্তান কন্যা ঋদ্ধিমা কাপুর। Photo- Collected
বিয়ের বছরেই অর্থাৎ ১৯৮০ সালের সেপ্টেম্বর মাসে এই তারকা জুটির কোল আলো করে জন্মায় তাঁদের প্রথম সন্তান কন্যা ঋদ্ধিমা কাপুর। Photo- Collected
এরপর ১৯৮২ সালে তাঁদের জীবনে আসে পুত্র রণবীর কাপুর। Photo- Collected
এরপর ১৯৮২ সালে তাঁদের জীবনে আসে পুত্র রণবীর কাপুর। Photo- Collected
তবে কেরিয়ার জীবনে দীর্ঘ বিরতির পর অবশেষে ২০০৯ সালে রুপোলি পর্দায় প্রত্যাবর্তন হয় নীতুর। এরপর থেকে একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। Photo- Collected
তবে কেরিয়ার জীবনে দীর্ঘ বিরতির পর অবশেষে ২০০৯ সালে রুপোলি পর্দায় প্রত্যাবর্তন হয় নীতুর। এরপর থেকে একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। Photo- Collected
এরমধ্যে অন্যতম হল ‘দুনি চার’, ‘জব তক হ্যায় জান’, ‘বেশরম’, ‘স্পেশাল ২৬’ এবং ‘যুগ যুগ জিও’। এদিকে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ২০২০ সালের এপ্রিল মাসে প্রয়াত হন ঋষি কাপুর। Photo- Collected
এরমধ্যে অন্যতম হল ‘দুনি চার’, ‘জব তক হ্যায় জান’, ‘বেশরম’, ‘স্পেশাল ২৬’ এবং ‘যুগ যুগ জিও’। এদিকে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ২০২০ সালের এপ্রিল মাসে প্রয়াত হন ঋষি কাপুর। Photo- Collected