Category Archives: মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ

Viral Love Story: ‘স্বামীকে ডিভোর্স দেবো না, প্রেমিককেও ছাড়বো না!’ ধরে আনলেই পালায় গৃহবধূ! নাজেহাল দুই-পুরুষ!

মুর্শিদাবাদ: প্রেম বড় মধুর। আর ত্রিকোণপ্রেমের জেরে সংকটে এখন প্রেমিক সহ স্বামী।মুর্শিদাবাদ জেলার সাগরপাড়ার দেবীপুর এলাকা। আর এই এলাকার বাসিন্দা এক মহিলা ও এক পুরুষ। তাদের স্থানীয় স্কুল জীবনে শুরু হয় দু’জনের লায়লা মজনুর মতো প্রেম দিয়েই। আর সেখান থেকেই জন্ম নেয় ভালবাসা। কিন্তু তাদের প্রেমের বিষয়ে মহিলার বাবার বাড়ির মানুষ জেনে ফেললে, খুব তড়িঘড়ি সাগরপাড়ার খয়রামারীর বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয় আজ থেকে প্রায় ১৬ বছর আগে ।

তারপর থেকে দু’জনের বৈবাহিক সংসার জীবন ভালই চলছিল এবং তাদের দুটো কন্যা সন্তান রয়েছে । এখন গৃহবধূর বয়স প্রায় ৩৬ বছর। স্বামীকে ডিভোর্স না দিয়েই চলছে অবৈধ প্রেমের সম্পর্ক। জানা যায়, আজ থেকে দু’বছর আগে তার স্বামী হঠাৎ অসুস্থ হওয়ার কারণেই হাসপাতালে ভর্তি হন। আর এইদিকে স্ত্রী বাড়ি থেকে চম্পট দেন । সকলে মিলে খোঁজাখুঁজি করে শেষমেষ সেই পুরোনো প্রেমিকের বাড়িতে পাওয়া যায়। ওখান থেকে বুঝিয়ে আবার বাড়িতে ফেরত আনা হয় স্ত্রীকে। স্বামীর কাছে মাস দুয়েক থাকার পর আবার পালিয়ে যায় তার প্রেমিকের কাছে।

আরও পড়ুন: গরম তেল হাতে পড়েছে? দাঁদ যাচ্ছে না? সর্দি-কাশি? এই ফুল আর পাতাতেই মিলবে মুক্তি

এইভাবে স্বামীকে ডিভোর্স না দিয়ে, স্বামীকে ছেড়ে প্রেমিকের কাছে এই পর্যন্ত পাঁচ বার যাওয়া আসা করা হল বলে অভিযোগ। আর এদের ঘটনা নিয়ে সাগরপাড়া থানায় গ্রামের যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছে সমাধান করতে ব্যর্থ হয়েছে। মহিলার বক্তব্য, স্বামীকে ডিভোর্স না দিয়েই সবার সামনে এই ভাবেই করব প্রেম পারলে যেন ঠেকায় আমাকে।স্বামী সুখেন দত্তর বক্তব্য , ও প্রেমিক এর কাছে যাবে যাক, কোন সমস্যা নেই, কিন্তু আমাকে তো ডিভোর্স দেবে ! ডিভোর্স কেন দিচ্ছে না? যদিও গৃহবধূর দাবি এটা আমার সম্পুর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি কার কাছে থাকব। আর তাই বর্তমানে একজন প্রেমিকা আর সংকটে প্রেমিক ও স্বামী।

কৌশিক অধিকারী

Lottery News: মাত্র ৪ টাকাতেই বদলাচ্ছে ভাগ্য! কোথায় চলছে এই অফার? রোজ ভাগ্যবদল কারও না কারও

মুর্শিদাবাদ: লটারির ভাগ্য পরীক্ষা তো চলছেই। রোজ কেউ না কেউ এক কোটি টাকার পুরস্কার জিতছেন। হয়ে যাচ্ছেন রাতারাতি কোটিপতি। তবে জানেন কি, মাত্র ৪ টাকাতে ভাগ্য পরীক্ষা চলছে। যাতে ভাগ্য বদলাচ্ছে অনেকেরই।

মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত কাগ্রামে বসেছে গ্রামীণ মেলা।রাস্তার দু’ধারে পসরা সাজিয়ে বসেছেন মেলাতে। কেউ করাচ্ছেন ভাগ্য পরীক্ষা, কেউ বা আবার বিক্রি করছেন জিলিপি। তবে এবছর সাদ্দাম সেখের কাছে ভাগ্য পরীক্ষা করতে বেশ ভিড় করছেন আট থেকে আশি সব বয়সের মানুষ।

আরও পড়ুন: দিঘার আবহাওয়ায় বড় বদল! সাগর সফরের আগে জেনে নিন, চলতি মাসের শেষেই পাল্টাবে সব!

জানা গিয়েছে, ৪ টাকাতে ভাগ্য পরীক্ষা করতে একবার খেলতে পাচ্ছেন, বিট দিয়ে টেনে যেটাতে গিয়ে গুলি আটকে যাচ্ছে, সেই পুরস্কার জিতছে ভাগ্য। তবে গ্রামীণ এই মেলার বেশ চাহিদা জনপ্রিয় কাগ্রামে। কেউ পাচ্ছেন প্লাষ্টিকের কিছু জিনিস, কেউ বা আবার শুধুই চোকলেট। তবে তা নিয়েই সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা। কারণ মাত্র ৪ টাকাতে ভাগ্য ফিরছে গ্রামীণ মেলায়।

সাদ্দাম সেখ জানান, ৪ টাকাতে একবার ও ১০ টাকাতে ৩ বার খেলার সুযোগ পাওয়া যাচ্ছে। প্রথমে গুলি টানতে হবে সেটা যে বাক্সে গিয়ে পড়বে সেই পুরস্কার তার ঝুলিতে যাবে। জানা গিয়েছে, গ্রামীন মেলা উপলক্ষে মানুষের উচ্ছাস-উল্লাসের বহিঃপ্রকাশ ঘটে মেলার মধ্য দিয়ে। গ্রাম বাংলার মেলায় তাই হাজার বছরের ঐতিহ্যের এক মহাসম্মেলন হয়। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের আকর্ষণ থাকে মেলার। গ্রাম বাংলার অনেকে মেলা থেকেই পুরো বছরের ঘর-সহ একাধিক জিনিসপত্র কিনে থাকেন। ফলে মেলা উপলক্ষে গ্রাহকদেরও প্রস্তুতি থাকে। অভাব-অনটন যতই থাকুক, মেলার জন্য সকলেরই ছোটখাটো বাজেট থাকে। গ্রামীণ মেলায় গ্রামীণ সংস্কৃতির বিচিত্র প্রতিফলন হয়।

কৌশিক অধিকারী

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Pentathlon 2023: গঙ্গা বাঁচাও ডাক দিয়ে শুরু গোমুখ থেকে কলকাতা পেন্টাথলন প্রতি‌যোগিতা

মুর্শিদাবাদ: বর্তমানে যুব সমাজ স্মার্ট ফোনের যুগে হারিয়ে যাচ্ছে বহু খেলা। যুব সমাজ কে আকর্ষণ করে তুলতে মুর্শিদাবাদে গঙ্গা বক্ষে আয়োজন করা হল পেন্টাথলন প্রতিযোগিতা। সি এক্সপ্লোরাস ইন্সটিটিউট পক্ষ থেকে গোমুখ থেকে কলকাতা পর্যন্ত গঙ্গাবক্ষে চলছে পেন্টাথেলান প্রতিযোগিতা। পাঁচটি ভিন্ন স্পোর্টস নিয়ে ‘পেন্টাথেলান ২০২৩’ শুরু হয়েছে গোমুখ গুহা থেকে। শেষ হবে কলকাতায় এসে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৪৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায়। ৬ ই অক্টোবর উত্তরাখণ্ড থেকে শুরু হয়েছে ট্রেকিং। সেখান থেকে রাফটিং করে ঋষিকেশ। তারপরে আবার ফারাক্কা থেকে শুরু হয় কায়াকিং। ‘কায়াক’ নামের এস্কিমোদের দেশের ছোট প্যাডেল করা বোটে করে গঙ্গার নদীবক্ষে কায়াকিং করে প্রতিযোগীরা যাবেন বহরমপুরে। এরপরে রোলিং ও সেলিং করে দাঁর বেয়ে ৩০ শে নভেম্বর কলকাতার বাবুঘাটে শেষ হবে পেন্টাথলন ২০২৩।

আরও পড়ুন: বল ভেবে বোমায় হাত! ডিম-খিচুড়ি আর খাওয়া হল না! হাসপাতালে তিন শিশু

১০৭ ঘন্টায় মোট ৫৩০ কিলোমিটারের প্রতিযোগিতায় গঙ্গা নদীতে রাফটিং, ট্রেকিং, কায়াকিং, সেলিং ও রোলিং করবেন প্রতিযোগীরা। মোট ৬টি দলে ৮জন করে প্রতিযোগী থাকবে। প্রধানত, গঙ্গাতে দুষণ নিয়ন্ত্রণ করার জন্য এই লক্ষ্য নেওয়া হয়েছে। যা দেশের মধ্যে প্রথম। যে প্রথম হবে তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও জানা যায়। আয়োজকরা জানান, পাঁচটি বিভাগ নিয়ে গঙ্গাকে বাঁচানো ও গঙ্গা কে পরিস্কার রাখার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গোমুখ থেকে শুরু করে যা শেষ হবে কলকাতায়। দেশে ক্রিকেট ও ফুটবল ছাড়া আর কোনও প্রতিযোগিতা নেই। কিন্তু ভারতবর্ষ নদী মাত্রিক দেশ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জলকে ভুলে যাচ্ছে মানুষ তাই বর্তমানে যুব সমাজকে আকর্ষণ করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কৌশিক অধিকারী

Murshidabad News: বল ভেবে বোমায় হাত! ডিম-খিচুড়ি আর খাওয়া হল না! হাসপাতালে তিন শিশু

মুর্শিদাবাদ: অন্যান্য দিনের মতোই অঙ্গনওয়াড়ি শিশু শিক্ষা কেন্দ্রে যাচ্ছিল তিনজন পড়ুয়া। আর সেই স্কুলে যাওয়ার আগেই খেলার ছলে দেখতে পায় বল পড়ে আছে। বল ভেবে কুড়াতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত হল তিনজন শিশু। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার শঙ্করপুর গ্রামে। আহত তিনজন শিশুর নাম মেহেদিনা পারভিন, মাফুদা ও ওয়াসিম আখতার। মেহেদিনা ও মাফুদা দুই বোন।বর্তমানে আহত অবস্থায় তিনজন শিশু জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আহত এক শিশুর পায়ে চোট লাগে। যদিও জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তিনজন শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তারা বর্তমানে স্থিতিশীল আছে।শঙ্করপুর গ্রামের স্থানীয় বাসিন্দা আজাহারুল হক জানিয়েছেন, মেহেদিনা পারভিন ও মাফুদা এরা দুই বোন। সঙ্গে ছিল তাদের বন্ধু ওয়াসিম আখতার। বুধবার সকালে ওয়াসিম আখতার সঙ্গে ছিল মেহেদিনা পারভিন ও মাফুদা।

 আরও পড়ুন:গোয়ালঘর, রাধাবল্লব নামের ভুয়ো অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা! রাতারাতি ২৬ জন লাখপতি!

শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা মধুমিতা দাস জানান, হাউসনগর শিশু শিক্ষা কেন্দ্রের মিড ডে মিলের ডিম ও খিচুড়ি খাবার আনতে এসেই রাস্তায় বোমা ফেটে আহত হন তিনজন শিশু পড়ুয়া। ওয়াসিম আখতার সহ তিনজনে খেলনার মতো বলকে বোমা ভেবে খেলতে গিয়ে বোম ফেটে আহত হন তিনজন পড়ুয়া। আহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বোমার আওয়াজ শুনে আমরা ছুটে যায়। দেখতে পাওয়া যায় বোমার আঘাতে আহত অবস্থায় পড়ে আছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য।

কৌশিক অধিকারী

Murshidabad News: শুধু চন্দননগর নয়, এই গ্রামে এলেও জগদ্ধাত্রী পুজোয় ছোঁয়া পাবেন রংবাহারি আলোকসজ্জার

মুর্শিদাবাদ: জগদ্ধাত্রী পুজো মানেই শুধু চন্দননগর বা কৃষ্ণনগর না। মুর্শিদাবাদের সালারের কাগ্রামে জগদ্ধাত্রী পুজোয় মেতে ওঠেন গ্রামবাসীরা। সালার ব্লকের কাগ্রামে জগদ্ধাত্রী পুজোর বিশেষ আকর্ষণ হল বাহারি আলোক সজ্জা যা দেখতে রীতিমতো ভিড় জমান সাধারণ মানুষ।

কাগ্রাম একটি প্রাচীন গ্রাম। ২৯ টি পাড়ার এই গ্রামে বর্তমানে মোট ২৭টি পুজো হয় যার ৪০ শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত। বর্তমানে ১২টি পুজো পারিবারিক এবং ১৫টি সর্বজনীন জগদ্ধাত্রী পুজো হয়। তবে এখানে চারদিন ধরে পুজো হয় না। পুজো চলে মাত্র দুদিন। পঞ্জিকা মতে একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো হয় আর পরের দিন দশমীর পুজো।  তবে গ্রামে ভিড় হতে শুরু করে আলোকসজ্জা দেখার জন্য। আলোকসজ্জায় ফুটে উঠেছে বুর্জ খালিফা থেকে সিদ্ধিদাতা গণেশ, দক্ষিণেশ্বর মন্দির।

বাড়ির পুজোর মধ্যে পালবাড়ির পুজো পুরাতন রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয়। দক্ষিণপাড়া সাহাপাড়ার মণ্ডপ, পশ্চিম পাড়া সার্বজনীন, তাঁতি পাড়া সর্বজনীন, রায়পাড়া সর্বজনীন, উত্তরপাড়া বাজার পাড়া সর্বজনীন পুজো নিজ নিজ বৈশিষ্ট্যে সমুজ্জ্বল।

আরও পড়ুন –   ঢুকছে পশ্চিমীঝঞ্ঝা! বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, বৃষ্টির দাপটে হবে তোলপাড়

এই গ্রামের বেশিরভাগ পুজো দুই শতাধিক বছরেরও বেশি পুরাতন। শাক্ত এবং বৈষ্ণব দুই মতেই এই গ্রামের পুজোগুলি হয়ে থাকে। এই গ্রামে এখনও তার ব্যতিক্রম হয় না। এখনও পুজোর দু’দিন গ্রামে মেলা বসে। অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। যাত্রাপালা নাটক ইত্যাদি, পুজো শেষে প্রতিমা নিরঞ্জন হয়, একসাথে বসবাসকারী গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও এই পুজোয় আনন্দ উপভোগ করে। বেলজিয়ামের ঝাড়ের আলো এখন আর নেই তার জায়গায় এসেছে নতুন এলইডি লাইট তবে ঠাকুরের কোনো থিম হয় না।

Luchi like sweet: লুচির মতো ফুলকো আর গোল! জনপ্রিয় মিষ্টির নাম ফুলের সঙ্গে মিলিয়ে, কী নাম বলুন?

মুর্শিদাবাদ: গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহি খাবার হচ্ছে খাজা। মেলায় খুব জনপ্রিয় এই খাবারটি। খাজা হল ময়দা, চিনি, ঘি বা ডালডা দিয়ে তৈরি এক প্রকার মিষ্টি খাবার যা এই রাজ্যের সহ পূর্ব ভারতের বিহার, ওড়িশার খাজাও বিখ্যাত ।

খাজা তো অনেক রকমের খেয়েছেন। কিন্তু লুচির মতো বড় বড় সাইজের তৈরি পদ্ম খাজা খেলেই পেট ভরে যাবে। মুর্শিদাবাদ জেলার সালারের কাগ্রামে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বসে মেলা। পাশাপাশি, আছে বেশ কিছু পুরোনো মিষ্টির দোকান। আর সেই মিষ্টির দোকানে বিক্রি হচ্ছে এই বড় বড় খাজা। ময়দা দিয়ে তৈরি, পরে তেলে ভাজা এবং সেটাকে রসে ডুবিয়ে খাজার স্বাদ দিয়ে ২০টাকা পিস হিসেবে বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুনJagadhatri Pujo 2023: নবাবের থেকে ধার নেওয়া টাকা শোধ, তারপরই শুরু কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো

বিক্রেতা তারক চক্রবর্তী জানান, মুলত জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এই পদ্ম খাজা বিক্রি হয়। তবে দেখতে লুচি মনে হলেও এটা খাজা হিসেবেই খাওয়া হয়।

প্রথমে ময়দা দিয়ে ভিজিয়ে রেখে লুচির মতো তৈরি করে তেলে ভাজা ভাজা হয়। ভাজার পরে আলাদা রকমের মিষ্টির রসে ঠান্ডা করার পরে ডুবিয়ে খাজার স্বাদ দেওয়া হয়। মাত্র ২০টাকার বিনিময়ে এই বিশাল আকৃতির খাজা তৈরী করে বিক্রি করা হয়। যা খেয়ে পেট ভরে যায় ক্রেতাদের।

আরও পড়ুনOsteoarthritis problem: থাইরয়েড বা ডায়াবেটিসে ভুগছেন? অস্টিওআর্থারাইটিসের প্রবল আশঙ্কা, জানুন কী করবেন

কারিগর জানান, প্রথমে একটি বাটিতে ময়দা, নুন, তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ডো করে নিতে হবে। পরে পাটাতে লুচির মতো বেলে তেলে ভেজে ঠান্ডা মিষ্টির রসে ডুবিয়ে বিক্রি করা হয়ে থাকে বাজারে। যার নাম পদ্ম খাজা।

তবে বছরের অন্যান্য সময় এই বিশাল আকৃতির লুচির মতো পদ্ম খাজা বাজারে না পাওয়া গেলেও জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রায় দশ দিন ধরে পাওয়া যায় এই খাজার। যার চাহিদাও থাকে তুঙ্গে।

কৌশিক অধিকারী

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Murshidabad News: উট ঘুরছে নবাবের জেলাতে! ব্যাপারটা কী

মুর্শিদাবাদ: সম্প্রতি  বহরমপুর শহর সহ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় দেখা মিলছিল রাজস্থানের উটের। প্রায় ১৪‌টা উট নিয়ে ব্যবসায়ী ঘুরে বেড়াচ্ছিলেন জেলা জুড়ে। উদ্দেশ্য কিছুই নয়, এই মরুভূমির জাহাজ গুলিকে ভাল দামে বিক্রি করা। আর সেই উট এনেই ঐ মালিককে যেতে হল শ্রীঘরে।

আরও পড়ুন: দুর্গাপুজোকেও ছাপিয়ে ‌যায় এই গ্রামের ২৭টি জগদ্ধাত্রী পুজো! মানুষের ঢল

হ্যাট হ্যাট, হুট হুট। এই রকম শব্দ শোনা মাত্রই আমরা সাধারণ শ্রোতাদের মাথায় যেটা আসে। সেটি হল কেও গরু-ছাগল বা এই জাতীয় পশুদের ব্যস্ত রাস্তার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু কী হবে যখন আপনি ঘুরে তাকাবেন আর দেখতে পাবেন এটি গরু-ছাগল না আস্ত ১০ ফুট লম্বা এবং ৮ ফুট মতন চওড়া, হলদেটে রঙের লম্বা গলার একটি জীব আপনার দিকে হনহনিয়ে হেঁটে আসছে। দেখে চেনা চেনা লাগবে কিন্তু কিছু বুঝে ওঠার আগেই দেখবেন সরসরিয়ে আপনার পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে রাজস্থানের উট।

আরও পড়ুন: হাত দিয়েই অতিকায় ময়াল সাপ ধরল বাঁকুড়ার যুবক, সাহস দেখে হাড়হিম সকলের

মুর্শিদাবাদ জেলার কান্দিতে রাজস্থান থেকে নিয়ে এসেছিলেন ১৪টি উট। আর সেই উট নিয়ে বিক্রি করতেন এলাকায়। আর সেই উট রাখার অভিযোগে গ্রেফতার করা হল একজনকে। ধৃত কে কান্দি মহকুমা আদালতে তোলা হলে তিনদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল কান্দি মহকুমা আদালতের বিচারক ভাস্কর মজুমদার।

কান্দি মহকুমা আদালতের সরকারী আইনজীবী শুভ্র মিশ্র জানান, কান্দি থানার অন্তর্গত মহালন্দীর চাঁদপুর এলাকার বাসিন্দা আল্লারেখা সেখ। গত তিনদিন আগে ১৪টি উট এনে হাজির হন নিজের এলাকায়। রাজস্থান থেকে নবাবের জেলায় উট নিয়ে এসে সেটা চড়া দামে বিক্রির ছিল উদ্দেশ্য। আর তখন পুলিশ খবর পায়। পুলিশ খবর পেয়ে আল্লারেখা সেখকে গ্রেফতার করে।

কৌশিক অধিকারী

Jagadhatri Puja: দুর্গাপুজোকেও ছাপিয়ে ‌যায় এই গ্রামের ২৭টি জগদ্ধাত্রী পুজো! মানুষের ঢল

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত ব্লক সালার। সালার ব্লকের অন্তর্গত কাগ্রামে ২৭টি জগদ্ধাত্রী পুজো হয় এই গ্রামে। জগদ্ধাত্রী পুজো মানে শুধু চন্দননগর বা কৃষ্ণনগর না, মুর্শিদাবাদের কাগ্রামে জগদ্ধাত্রী পুজোয় মেতে ওঠে গ্রামবাসীরা। পুরাতন প্রথা রীতিনীতি মেনে মহিষ বলি ছাগ বলি হয়। তেমনই পূজো উপলক্ষে কাগ্রামের পাশাপাশি আরও আট-দশটি গ্রামের বাসিন্দারা এই পুজো নিয়ে মেতে থাকে প্রায় দুদিন ধরে।

আজও গোটা গ্রামে বসে মেলা। সারা রাত জুুড়ে হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। কাগ্রাম একটি প্রাচীন গ্রাম ২৯ পাড়ার এই গ্রামে বর্তমানে মোট ২৭ টি পুজো হয়। বর্তমানে ১৩টি হয় পারিবারিক ও বাকি সব বারোয়ারি সর্বজনীন জগদ্ধাত্রী পুজো। তবে এখানে চারদিন ধরে পুজো হয়না, পুজো চলে মাত্র দু দিন। পঞ্জিকা মতে একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজো হয় পরের দিন দশমী। মঙ্গলবার তিনটি পুজো ও বুধবার হল দশমী পূজো। গ্রামে পুজো কে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী।

গ্রামের বাসিন্দারা জানান, এই গ্রামে পুরাতন রীতিনীতি মেনে পুজো অনুষ্ঠিত হয় তেমনই, পাল বাড়ি, মহাশয়বাড়ি সহ দক্ষিণপাড়া সাহাপাড়া মন্ডপ, মধ্যে পশ্চিম পাড়া সার্বজনীন, তাঁতি পাড়া সার্বজনীন, রায়পাড়া সার্বজনীন, উত্তরপাড়া বাজার পাড়া সার্বজনীন পুজোয় বলি বিশেষ বৈশিষ্ট্যের দাবি রাখে। গ্রামের বেশিরভাগ পুজো দুই শতাধিক বছরের বেশি পুরাতন। সাক্ত এবং বৈষ্ণব দুই মতেই এই গ্রামের পুজো গুলি হয় । পাশাপাশি, গ্রামগুলি থেকে হাজার হাজার মানুষ জমায়েত হত আমাদের গ্রামে এখনও তার ব্যতিক্রম হয় না। এখনও পুজো দু’দিন গ্রামে বসে মেলা। অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

কৌশিক অধিকারী

Murshidabad News: মাছের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক জনের, আহত আরও এক

মুর্শিদাবাদ: মঙ্গলবার মাছের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক জনের। আহত হল আরও একজন। ঘটনার প্রতিবাদে মৃতদেহ রাজ্য সড়কের ওপরে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার মধুবোনা রাজ্য সড়কের উপর। পুলিশ জানিয়েছে মৃতের নাম নমাজি মন্ডল, বয়স আনুমানিক ৬৫ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে নামাজ পড়তে গিয়েছিলেন স্হানীয় একটি মসজিদে। আর সেখান থেকে নামাজ পড়ে দু’জন একসঙ্গে চায়ের দোকানের দিকে যাওয়ার সময়ে একটি মাছের গাড়ি তীব্র গতিতে গিয়ে সরাসরি ধাক্কা মেরে পালিয়ে যায়। যার কারণেই ঘটনাস্থলেই পড়ে মৃত্যু হয় নামাজী মন্ডল নামে এক বৃদ্ধের।

আরও পড়ুন: মোবাইল ছেড়ে ফুটবল খেলায় মাতল খড়গ্রাম 

বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে দেখে ঘটনাস্থলে মৃত অবস্থায় পড়ে রয়েছে নামাজী। ঘটনার পর পলাতক হয়ে যান ঘাতক গাড়ির চালক।ঘটনার জেরে গাড়ির চালককে গ্রেফতারের প্রতিবাদে গ্রামবাসীরা মধুবনা থেকে জলঙ্গি রাজ্য সড়কের উপরে দেহ রেখে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন।

প্রায় দু’ঘণ্টা বিক্ষোভ দেখায় গ্রামের বাসিন্দারা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়।অন্যদিকে, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পথ দুর্ঘটনায় মৃত্যুর জেরে গ্রামে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ।

কৌশিক অধিকারী