Tag Archives: Berhampur

Murshidabad News: বাড়ি থেকে বেরনোই কাল হল! ৩ দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র, শোক-হাহাকার পরিবারে

মুর্শিদাবাদ: তিনদিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ সামশেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র, উদ্বিগ্নে ঘুম বন্ধ পরিবারের। পরিবার সূত্রে জানা যায়, বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ সামশেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্র। চাচন্ড গ্রামের বি.জে. হাইস্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৬শে জুলাই শুক্রবার বিকেল নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল আমির সোহেল নামে ওই ছাত্র। কিন্তু এখনও পর্যন্ত তার কোনও রকম সন্ধান পাওয়া যাচ্ছে না। ১৫ বছর বয়সী সন্তানের নিখোঁজের ঘটনায় ক্রমশ উদ্বিগ্ন পরিবার। আতঙ্কে ঘুম বন্ধ হয়েছে পরিবারের সদস্যদের। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সামশেরগঞ্জ থানায় লিখত অভিযোগ দায়ের করছেন পরিবারের পক্ষ থেকে। চারিদিকে খোঁজ খবর নিয়েও বিফল হয়েছেন পরিবারের লোকজন। সামশেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেও কোনও সুরাহা পাওয়া যায়নি। ফলে তিন দিন ধরে দুশ্চিন্তায় দিন কাটছে ছাত্রের পরিবারে।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

ছাত্রের পরিবারের সদস্যরা জানান, বাড়ি ছেলে আচমকা কোথায় চলে গেল, সেই দুশ্চিন্তায় তাঁদের ঘুম উড়েছে। আমির সোহেল খোঁজ পেতে তাঁরা দিশেহারা। সম্ভব্য সব জায়গায় খোঁজ নিয়ে কোনও সুরাহা মিলছে না। সামশেরগঞ্জ থানাও কোনও হদিশ দিতে পারেনি বলে ক্ষোভ উগরে দিয়েছেন ওই মহিলা।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

বহু খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ইতিমধ্যেই সামশেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রের বাবা। ঘটনার কথা লিখিত অভিযোগ দায়ের করার পর সামশেরগঞ্জ থানার পুলিশ পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেয়। এই ঘটনায় পরিবারে কান্নার রোল নেমে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

কৌশিক অধিকারী

Weather Updates: বহরমপুরে কালবৈশাখীর ব্যাপক তাণ্ডব! জখম তিন! মুহূর্তের মধ্যে ভয়াবহ ঝড়

গরমের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ভোট পর্ব মিটতেই অবশেষে হঠাৎই বহরমপুরের বিভিন্ন জায়গায় কালবৈশাখীর তাণ্ডব। মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুরে বিভিন্ন এলাকাতে এই কালবৈশাখীর তাণ্ডব দেখা যায়।
গরমের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ভোট পর্ব মিটতেই অবশেষে হঠাৎই বহরমপুরের বিভিন্ন জায়গায় কালবৈশাখীর তাণ্ডব। মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুরে বিভিন্ন এলাকাতে এই কালবৈশাখীর তাণ্ডব দেখা যায়।
কান্দি বহরমপুর রাজ্য সড়কের ওপর কালবৈশাখী তাণ্ডবের জেরে নাজেহাল হল সাধারণ মানুষ। সেই তাণ্ডবের জেরে কান্দির মহলন্দী এলাকাতে গাছ ভেঙে পড়ে বিপত্তি। ফলে গুরুত্বপূর্ণ কান্দি বহরমপুর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে প্রায় দু'ঘণ্টা।
কান্দি বহরমপুর রাজ্য সড়কের ওপর কালবৈশাখী তাণ্ডবের জেরে নাজেহাল হল সাধারণ মানুষ। সেই তাণ্ডবের জেরে কান্দির মহলন্দী এলাকাতে গাছ ভেঙে পড়ে বিপত্তি। ফলে গুরুত্বপূর্ণ কান্দি বহরমপুর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে প্রায় দু’ঘণ্টা।
জানা যায়, এমন পরিস্থিতি হয় যে মহলন্দী কলোনি এলাকায় গাছ ভেঙে পড়ার ঘটনায়, ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী কর্মীরা। প্রায় দু'ঘণ্টা ধরে বন্ধ থাকে রাজ্য সড়ক।
জানা যায়, এমন পরিস্থিতি হয় যে মহলন্দী কলোনি এলাকায় গাছ ভেঙে পড়ার ঘটনায়, ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী কর্মীরা। প্রায় দু’ঘণ্টা ধরে বন্ধ থাকে রাজ্য সড়ক।
কালবৈশাখীর এই দাপটের ফলে আহত হয়েছেন তিনজন বলে জানা গিয়েছে। একজন মোটরবাইক আরোহীর উপরে ভেঙে পড়ে গাছ। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে এখন চিকিৎসা চলছে, ওই ব্যক্তির।
কালবৈশাখীর এই দাপটের ফলে আহত হয়েছেন তিনজন বলে জানা গিয়েছে। একজন মোটরবাইক আরোহীর উপরে ভেঙে পড়ে গাছ। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে এখন চিকিৎসা চলছে, ওই ব্যক্তির।
যদিও কয়েক দিন ধরে টানা চলতে থাকা দহন জ্বালার পর বৃষ্টি নামতেই যেন স্বস্তি এলাকাবাসীর। তবে ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া গাছটি কেটে দ্রুত রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। (তথ্য: কৌশিক অধিকারী)
যদিও কয়েক দিন ধরে টানা চলতে থাকা দহন জ্বালার পর বৃষ্টি নামতেই যেন স্বস্তি এলাকাবাসীর। তবে ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া গাছটি কেটে দ্রুত রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। (তথ্য: কৌশিক অধিকারী)

Migrant Workers Death: দু-মুঠো ভাতের জন্য ভিন রাজ্যে কাজ! বাড়ি আর ফেরা হল না মুর্শিদাবাদের তিন যুবকের! পথেই সব শেষ!

রানীতলা: ভয়াবহ পথ দুর্ঘটনায় তিনজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। উত্তর প্রদেশে পাইপলাইনের কাজ করতে গিয়েছিল ওই শ্রমিকরা, কাজ করে ক্যাম্পে ফেরার সময় রাস্তায় ডাম্পারের সঙ্গে দুর্ঘটনায় তিনজন শ্রমিক নিহত হন। আর এই খবর গ্রামে আসতেই নিহতের পরিবার, প্রতিবেশীরা শোকাহত হয়ে পড়েন। পুলিশ সুত্রে জানা গিয়েছে, নিহত শ্রমিকদের নাম হাসান শেখ, রাহুল শেখ, কাইফ শেখ, আনুমানিক তাদের বয়স ২৩-২৪ বছর। তাদের বাড়ি রানীতলা থানার খড়িবোনা চাঁদপুর গ্রামে।

জানা যায়, সংসার চালানোর জন্য মা বাবা ছেলে মেয়ের মুখে দু’বেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য পাড়ি দিয়েছিল ভিন রাজ্য হাসান শেখ , রাহুল শেখ, কাইফ শেখরা। গত কয়েক মাস আগে উত্তর প্রদেশে কাজ করতে গিয়েছিল, আজকে কাজ করে ঘরে ফেরার সময় রাস্তায় ডাম্পারের সঙ্গে দুর্ঘটনায় তিনজন শ্রমিক প্রাণ হারান। নিহত খবর আসতেই পরিবারের আত্মীয়-স্বজন বাবা-মা পাড়া-প্রতিবেশী ভাই বোন সবাই শোকাহত এই ঘটনায়। হাসান শেখ , রাহুল শেখ, কাইফ শেখ, আনুমানিক তাদের বয়স ২৩-২৪ বছর। তারা সকলেই রানীতলা থানার খড়িবোনা চাঁদপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই টানা চলবে তুমুল ঝড়-বৃষ্টি! কোথায় জারি হল কমলা সতর্কতা? জানুন

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান খড়িবুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বিবি। নিহত পরিবারের লোকের সঙ্গে কথা বললেন তাদের পাশে দাঁড়ালেন তাদের সমবেদনা জানালেন এবং সব সময় আপনাদের পাশে আছি এই আশ্বাস দেন তিনি। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, পরিবারের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতেই তারা কাজে যোগদান করেছিলেন। তারা যা বেতন পেতেন তা দিয়েই ভালোভাবে চলছিল সংসার। কিন্তু এই দুর্ঘটনায় প্রাণ যেতেই আগামী দিনে কিভাবে আর সংসার চালানো হবে তা নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা। তিনজনের দেহ ফিরে আসার অপেক্ষায় এখন দিন গুনছেন মৃতের পরিবারের সদস্যরা ।

কৌশিক অধিকারী