কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মমতা! নতুন সাংসদকে কী পরামর্শ মুখ‍্যমন্ত্রীর?

Mamata Banerjee: কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মমতা! নতুন সাংসদকে কী পরামর্শ মুখ‍্যমন্ত্রীর?

কোচবিহার: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার খবর পেয়ে সোমবার বিকেলেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যান মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। সেখান তিনি চলে আসেন কোচবিহারে। মঙ্গলবার কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মমতা।

এদিন মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘আমি কোচবিহার আসলেই মদনমোহন মন্দিরে আসি। আমি আজকে পুজো দিতে এলাম। কোচবিহার শুধু নয়, সকল মানুষের মঙ্গলকামনায় আমি পুজো দিয়েছি।কোচবিহার হেরিটেজ টাউন। তার কাজ চলছে। মদনমোহন মন্দির দারুণ করে সাজানো হচ্ছে। দারুণ গেস্ট হাউজ হচ্ছে। আমরা উত্তরবঙ্গ জুড়ে প্রসারের কাজ করছি। আমি রাসমেলায় আসার আমন্ত্রণ পাই।’’

আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রেশ না কাটতেই ফের অঘটন! দাউ দাউ করে আগুন মালগাড়িতে, বেলদায় হুলুস্থুলু, অল্পের জন‍্য কীভাবে রক্ষা?

কোচবিহারের ফল নিয়ে দারুণ খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। যে ফল এই লোকসভায় হয়েছে তা নিয়ে জেলার নেতাদের প্রশংসা করেছেন তিনি। একইসঙ্গে মনে করিয়ে দিয়েছেন নিজেদের মধ্যে কোনও দ্বন্দ্ব নয়। পারস্পরিক সৌজনতা বজায় রেখেই কাজ করতে হবে। নতুন সাংসদকে ভাল করে কাজ করা ও কেন্দ্রের আচরণের বিরুদ্ধে সরব হতে পরামর্শ দিয়েছেন মুখ‍্যমন্ত্রী।

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস শুকনো অবস্থায় ২ কেজি, ভিজে গেলে ১ কেজি, আবার পুড়লে ৩ কেজি হয়ে যায়? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

সূত্রের খবর অনুযায়ী, সামনে সিতাই বিধানসভা উপনির্বাচনের প্রার্থী নিয়ে আপাতত কোনও কিছু জানানো হয়নি। সূত্রের খবর, এ বিষয়ে পরবর্তীকালে মুখ‍্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। জানা গিয়েছে, পাশাপাশি উত্তরের বেশ কিছু জায়গায় খারাপ ফল নিয়ে তার খারাপ লাগার কথাও বলেছেন।