শিল্প হাতে আকাশ সেন

West Medinipur News: নেই প্রথাকথিত তালিম, পাতা কেটে যা তৈরি করে দশম শ্রেণীর ছাত্র, দেখলে অবাক হবেন

পশ্চিম মেদিনীপুর: সে অর্থে শেখেনি ছবি আঁকা কিংবা অন্যান্য শিল্পের কাজ। গৃহ শিক্ষকের কাছ থেকে দেখে নিজে নিজেই পাতা কেটে বানিয়ে ফেলে একের পর এক পোর্ট্রেট, মনীষীদের ছবি কিংবা ভারত-পশ্চিমবঙ্গের ম্যাপ। নিজের অদম্য ইচ্ছেতেই পড়াশোনার পাশাপাশি এক দশম শ্রেণীর ছাত্র যা করে, জানলে অবাক হবেন। বর্তমান মোবাইলমুখী যুবসমাজের কাছে শিল্পচর্চার দিশা দেখাচ্ছে দশম শ্রেণীর এই ছাত্র।

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের জেনকাপুরের বাসিন্দা, জেনকাপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র আকাশ সেন। ছোট থেকে সেই অর্থে কোনও প্রথাকথিত শিক্ষকের কাছে তালিম নেননি ছবি আঁকা বা আনুষঙ্গিক শিল্পকর্মে। নিজের অদম্য ইচ্ছে এবং গৃহ শিক্ষক সঞ্জয় পয়ড়্যার কাছ থেকে দেখে শিখেছে পাতা কেটে বিভিন্ন ধরনের ছবি আঁকার কাজ। দশম শ্রেণীর পড়াশোনা সামলে যেটুকু সময় পায় তাতেই চলে তার অঙ্কন শিক্ষা। সম্প্রতি নবম শ্রেণীর শেষের দিক থেকে শুরু করেছে লিফ কাটিং বা পাতা কেটে বিভিন্ন শিল্পের কাজ।

আরও পড়ুন : পড়াশোনার অবসরে যা করেন এই কলেজ ছাত্র, জানলে অবাক হবেন

আকাশের বাড়িতে রয়েছে আকাশের বাবা, মা, দাদা, ঠাকুমাও। বাবার রয়েছে সামান্য চায়ের দোকান। তবে তার নিজের ইচ্ছেতেই শুরু করেছে এই কাজ। শিক্ষকের কাছ থেকে ভুল ঠিক এর সামান্য তালিম নিয়ে অপটুহাতে এই ছাত্র বানিয়েছে ভারতের ম্যাপ, পশ্চিমবঙ্গের ম্যাপ, রবীন্দ্রনাথ, নেতাজী সুভাষচন্দ্র বসু এমনকি সিদ্ধিদাতা গণেশের প্রতিকৃতিও। প্রথমে না বুঝতে পারলেও ছেলের এই গুনকে সাধুবাদ জানিয়েছেন তার বাবা-মা। ছেলের এই কৃতিত্বকে গর্বিত তারা।

তবে সামনেই মাধ্যমিক, জোর কদমে চলছে পড়াশোনা, প্রিপারেশন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

যুবকের ঐকান্তিক প্রচেষ্টা ও তার নিজের জেদ নিয়ে এই শিল্পকর্মের প্রতি ইচ্ছা ও চেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।

রঞ্জন চন্দ