ক্লাসরুমে প্রাক্তন ছাত্র ও শিক্ষক 

Teachers Day 2024: শিক্ষকের হাতে বেতের মার খেতেই এই দিনে স্কুলে হাজির হন প্রাক্তনীরা

উত্তর ২৪ পরগনা: শিক্ষক দিবসে প্রাক্তন শিক্ষক-ছাত্রদের চেনা ক্লাসরুমে ফেরাল স্কুল। এ যেন আরও একবার স্কুল জীবনে ফিরল প্রাক্তন ছাত্ররা। সেই চেনা স্কুল, সেই শিক্ষকই যিনি এক সময় স্কুলে পড়িয়েছিলেন।

কবে স্কুলের গন্ডি পেরিয়ে সবাই এখন নিজ নিজ কর্মক্ষেত্রে কিন্তু স্কুলের উদ্যোগে প্রাক্তন ছাত্ররা সহপাঠীদের সঙ্গে ক্লাসরুমে একই বেঞ্চে বসে ক্লাস করলেন স্কুলের প্রাক্তন শিক্ষক যাদের কাছে এক সময়ে পড়াশোনা করেছিলেন, এই শিক্ষকের কাছে আরওএকবার পুরনো স্মৃতিকে মনে করিয়ে আশীর্বাদ স্বরূপ শ্রেণিকক্ষে শিক্ষকের সামনে আরওএকবার হাত বাড়িয়ে দিলেন বেত্রাঘাত খাওয়ার জন্য। এই বেত্রাঘাতের সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসার, স্নেহের পরশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মালতীপুর হাইস্কুলের ঘটনা। শিক্ষক দিবস উপলক্ষে এদিন অভিনব স্মৃতিচারণ ধরা পড়ল।

আরও পড়ুন: আগুন কেড়ে নিল উপার্জনের শেষ রাস্তা, সামান্য পুঁজিও চুরি! সব হারিয়ে দিশেহারা দম্পতি

স্কুলের প্রাক্তন ছাত্র- শিক্ষকের স্মৃতিচারণকে আরওএকবার উসকে দিয়ে সহপাঠীদের সঙ্গে নিয়ে স্কুলে ক্লাস করার সুযোগ করে দিলেন স্কুল কর্তৃপক্ষ। শ্রেণিকক্ষে প্রাক্তন ছাত্র গদগদ ভাবে হাতটি বাড়িয়ে দিলেন প্রবীণ শিক্ষকের কাছে। শিক্ষকের কাছে আবেদন,স্যার আমাকে একটু মারুন। এ যেন সেই শৈশবের স্মৃতিচারণ। শিক্ষক মহাশয় কঁপা কাঁপা হাতে ছাত্রের হাতে ভালোবাসা, স্নেহের স্পর্শে ভরিয়ে দিলেন। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ আলম জানান, বর্তমান স্কুলে প্রাক্তন ছাত্র-শিক্ষকদের স্কুলকে স্মৃতি মধুর করে তুলতে আমাদের এই প্রয়াস।

জুলফিকার মোল্যা