ক্লাব করল এমন সাহায্য

North 24 Parganas News: পুজোর আনন্দ সবার! এলাকার জলবন্দীদের জন্য যা করল এই ক্লাব

উত্তর ২৪ পরগনা: সামনেই শারদ উৎসব, তবে কয়েক সপ্তাহ ধরে এলাকার বেশ কয়েকটি পরিবার জলমগ্ন অবস্থায় কাটাচ্ছে জীবন। নিত্য প্রয়োজনীয় কাজকর্ম থেকে ছেলে-মেয়েদের স্কুলে যাতায়াত সবেতেই ঘটছে ব্যাঘাত। তাই সরকারের দেওয়া দুর্গাপুজোর অনুদানের টাকা থেকেই জলবন্দী এলাকার মানুষদের চলাচলের জন্য বানিয়ে দেওয়া হল বাঁশের সাঁকো। জানা গিয়েছে, সীমান্তবর্তী বনগাঁর শিশুবাগান এলাকায় ইছামতি নদী তীরবর্তি বেশ কিছু পরিবার এই জল যন্ত্রণার শিকার। আর তাই এহেন অসহায় পরিবারে পাশে দাঁড়াল বনগাঁর জাগ্রত সংঘ।

আরও পড়ুন: রাস্তার দখল নিয়েছে ভেলা ও নৌকা! প্রায় এক মাস ধরে বাদুড়িয়ায় জলবন্দি মানুষ

বাড়ি ডুবেছে জলে ঘরেও ঢুকেছে জল এই পরিস্থিতিতে শারদ উৎসবের আনন্দ ভুলে যেন বেঁচে থাকার লড়াই চালাচ্ছে এই পরিবারগুলি। তাই জলবন্দি এই পরিস্থিতিতে তাদের চলাচলের সুবিধার জন্যই পূজার অনুদান দিয়ে বাঁশের সাঁকো তৈরির সিদ্ধান্ত ক্লাব সদস্যদের। জলমগ্ন পরিবারের সদস্যরা জানান, নিত্যদিনের সব কাজ করতে হচ্ছে এই জল পেরিয়ে। বাজার, ছেলে-মেয়েদের স্কুল, এমনকি খাওয়ার জল থেকে বাথরুমে যাতায়াতের ক্ষেত্রেও চরম সমস্যা পোহাতে হচ্ছে।

আরও পড়ুন: পুজোর আগেই সন্তানহারা পরিবার! শৌচালয়ের ট্যাঙ্কের ঢাকনা ভেঙে মৃত সপ্তম শ্রেণির ছাত্র

ক্লাবের তরফ থেকে জানানো হয়, সরকারের দেওয়া অনুদানের টাকা দিয়ে জলমগ্ন এলাকার কিছু পরিবারের যাতায়াতের জন্য বাঁশের সাঁকো বানিয়ে দেওয়া হল। পুজোর মধ্যে অনুদানের টাকা দিয়ে দুস্থ মানুষদের বস্ত্র দান করার পরিকল্পনা রয়েছে। উৎসব পালন করেও এলাকাবাসীদের দুঃসময়ে পাশে থেকে ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মানুষজন।

Rudra Narayan Roy