প্রতিকী ছবি।

Bangla Video: নামিদামি স্কুল, কলেজ, হাসপাতাল সব রয়েছে, শুধু রাস্তার এই হাল! কোথায় দেখুন

পশ্চিম বর্ধমান: প্রতি সেকেন্ডে দ্রুত গতিতে পেরিয়ে যাচ্ছে গাড়ি। অথচ সার্ভিস রোডের অবস্থা বেহাল। রাস্তা নাকি পুকুর, বোঝার কোনও উপায় নেই। এখানে রাস্তা যেন সাক্ষাৎ যমদূত হয়ে দাঁড়িয়ে আছে। অথচ এই রাস্তার পাশেই রয়েছে একাধিক নামিদামি স্কুল, কলেজ। রয়েছে হাসপাতাল। কিন্তু রাস্তার হাল ফেরানো নিয়ে কারোর হুঁশ নেই।

কাঁকসার রাজবাঁধে জাতীয় সড়কের সার্ভিস রোডের বেহাল অবস্থা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি এমন অবস্থায় রয়েছে। বারবার মেরামতির জন্য আবেদন জানানো হলেও, কোনও সাড়া মেলেনি। মেরামত করা হয়নি রাস্তা। প্রত্যেকদিন এখানে দুটি, তিনটি করে দুর্ঘটনা হচ্ছে। আঘাত পাচ্ছেন অনেকে। তা সত্ত্বেও পরিস্থিতির বদল হচ্ছে না। জল জমে রাস্তার পরিস্থিতি বর্তমানে আরও খারাপ হয়েছে। প্রাণ হাতে নিয়ে পারাপার করতে হচ্ছে সকলকে।

আরও পড়ুন: পুজোর আগে উপচে পড়া ভিড় বর্ধমানের এই হাটে, খুশি বিক্রেতারা

উল্লেখ্য, কাঁকসার রাজবাঁধ এলাকায় জাতীয় সড়কের পাশেই রয়েছে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। তাছাড়াও একাধিক কলেজ রয়েছে এই জায়গায়। রয়েছে বাচ্চাদের স্কুল। যে কারণে এই সার্ভিস রোডের উপর দিয়ে প্রতিদিন বহু অ্যাম্বুলেন্স, স্কুলবাস যাতায়াত করে। কলেজ পড়ুয়া সহ বহু যাত্রী টোটো নিয়ে এই রাস্তা পারাপার করেন। যেকোনও সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে।

স্থানীয়রা দাবি তুলছেন, যত দ্রুত সম্ভব এই রাস্তাটি মেরামত করা হোক। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে আবেদন জানানো হলেও, এখনও কাজ হয়নি। তাই প্রতিকী ভাবে তারা রাস্তাও বন্ধ করে রেখেছিলেন বেশ কিছুক্ষণ। এলাকাবাসী দাবি করছেন, বিলম্ব না করে দ্রুত রাস্তাটির মেরামত হোক। নয়ত বড়সড়ো বিপদ হতে পারে।

নয়ন ঘোষ