প্রতীকী ছবি

CPIM Rally: CPIM-এর মিছিলে বোমা! রানিনগরে ভয়ঙ্কর কাণ্ড! দ্বিতীয় দফার আগেই ভয়াবহ ঘটনা বাংলায়

রানিনগর: সিপিএমের মিছিল যাওয়ার সময় বোমা পড়ল মিছিলের আগে। রানিনগর থানার নজরানা এলাকায় সিপিএমের মিছিলে বোমা মারার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এলাকা উত্তপ্ত। ঘটনাস্থলে রানিনগর থানার পুলিশ। বাম কংগ্রেস জোটের মিছিলে বোমা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্য রানিনগরে।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর থানার নজরানা ডেপুটি পাড়া এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার রানিনগরের পানিপিয়া এলাকায় সিপিআইএমের নির্বাচনী সভার আয়োজন করা হয়। আর ওই সভায় সিপিআইএম ও কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল করে যাওয়ার সময় তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা মিছিলকে লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ করেন কংগ্রেস ও সিপিআইএম নেতৃত্বরা।

আরও পড়ুন: এত গরম পড়ছে কেন জানেন! বড় কারণ কিন্তু এল নিনো! কী এটা? কেন ঘটছে এমন?

সিপিআইএমের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের লক্ষ্য ছিল পানিপিয়া এলাকায় সিপিআইএমের সভা বানচাল করা। সেই জন্যই বোমাবাজি করে মিছিল থেকে লোক সরিয়ে দেওয়ার চেষ্টা হয় অভিযোগ। আরও জানা যায়, বোমার ব্যাগ হাতে করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাড়া করতে থাকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। পরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ওই এলাকায় রুট মার্চ শুরু হয়।