প্রদর্শনী ক্রিকেট ম্যাচ

Cricket: বয়স শুধুই সংখ্যা! ব্যাট-বল হাতে মাঠে নামলেন প্রাক্তন ক্রিকেটাররা! সকলেই ষাটোর্ধ্ব!

উত্তর ২৪ পরগনা: কারও বয়স ৬৯, কারও ৬৩, কেউ আবার ৫২। তাতে কী! বয়স যে শুধুই সংখ্যা মাত্র, এদিন মাঠে নেমে এই কথাই যেন প্রমাণ করলেন সোদপুর ক্লাবের প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়রা। ক্লাবের শতবর্ষ উদযাপনে এদিন একটি প্রীতি প্রদর্শনী ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল। সেই খেলাতে দীর্ঘ বছর পর মাঠে নামতে দেখা গেল ক্লাবেরই স্বনামধন্য প্রাক্তন ক্রিকেটারদের। আর এই ক্রিকেট খেলার মধ্যে দিয়েই যেন আবারও শৈশবে ফিরে গেলেন সকলে।

এদিন ব্যাট বল নিয়ে মাঠ দাপালেন প্রাক্তন রঞ্জি প্লেয়ার অজয় বর্মা, সনৎ ভট্টাচার্য, প্রসেনজিৎ দাস, জয়ন্ত ঘোষ দোস্তিদার সহ সোদপুর ক্লাবের পাশাপাশি, জেলার প্রাক্তন ক্রিকেটাররা। এদিন উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ইলেভেন ভার্সেস সোদপুর ক্লাব ইলেভেনের মধ্যে একটি ১৫ ওভারের প্রদর্শনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিনের এই খেলা ঘিরে খেলোয়ারদের পাশাপাশি উত্তেজনা লক্ষ্য করা যায় দর্শক আসনে থাকা ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যেও।

 

আরও পড়ুন: গরমে পান্তা ভাত খেলে কী হয়? শরীরের উপকার নাকি ক্ষতি? জানুন

 

বর্তমান সমাজ ব্যবস্থায় মোবাইলে আসক্তি বেড়ে যাওয়ার কারণে অনেক শিশুরাই এখন মাঠ মুখো হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে ক্লাবের প্রবীণ সদস্যরা এদিন ব্যাট বল হাতে মাঠে নেমে যেন সবুজ মাঠকে ভালবেসে নেশায় জড়ানোর বার্তাই ছড়িয়ে দিলেন। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় প্রণব রায়-ও। বিশেষ সংবর্ধনা জ্ঞাপনের মধ্যে দিয়ে প্রাক্তন এই খেলোয়াড়দের স্বাগত জানানো হয় ক্লাবের তরফে। ফ্লাড লাইটের আলোয় এদিন সোদপুর ক্লাব ময়দান যেন দেখল এক অন্য খেলা।

Rudra Narayan Roy