Cyclone Remal Update: রিমলের ব্যাপক প্রভাব আম চাষে, জামাইষষ্ঠীর আগে পাকা আমে টান

ঘূর্ণিঝড় রিমলের কবলে পূর্ব বর্ধমানের আম চাষিরা। ঝড়ের ভয়ে আগেভাগে গাছ থেকে কাঁচা আম পেড়ে নিতে বাধ্য হন তাঁরা।
ঘূর্ণিঝড় রিমলের কবলে পূর্ব বর্ধমানের আম চাষিরা। ঝড়ের ভয়ে আগেভাগে গাছ থেকে কাঁচা আম পেড়ে নিতে বাধ্য হন তাঁরা।
বাংলার শস্য ভাণ্ডার নামে পরিচিত এই পূর্ব বর্ধমান জেলা। এখানকার বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান চাষ হয়। তবে জেলার বেশ কিছু জায়গায় আম চাষও হয়ে থাকে।
বাংলার শস্য ভাণ্ডার নামে পরিচিত এই পূর্ব বর্ধমান জেলা। এখানকার বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান চাষ হয়। তবে জেলার বেশ কিছু জায়গায় আম চাষও হয়ে থাকে।
পূর্বস্থলী-২ ব্লকে অনেক চাষি আম চাষ করেন। রিমলের দাপটে তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার চাষি ভাসান শেখ জানান, দীর্ঘদিন ধরেই আম চাষের সঙ্গে যুক্ত। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে আগামী দিনে কী হবে বুঝতে পারছেন না।
পূর্বস্থলী-২ ব্লকে অনেক চাষি আম চাষ করেন। রিমলের দাপটে তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার চাষি ভাসান শেখ জানান, দীর্ঘদিন ধরেই আম চাষের সঙ্গে যুক্ত। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে আগামী দিনে কী হবে বুঝতে পারছেন না।
এই পূর্বস্থলী এলাকার আম পাড়ি দেয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। বিহার সহ অন্যান্য রাজ্যের পাইকাররা এসেও এখানকার আম চাষিদের কাছে আম কিনে নিয়ে যান।
এই পূর্বস্থলী এলাকার আম পাড়ি দেয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। বিহার সহ অন্যান্য রাজ্যের পাইকাররা এসেও এখানকার আম চাষিদের কাছে আম কিনে নিয়ে যান।
এই বছর এমনিতেই আমের ফলন কম। গত শীতে বৃষ্টির কারণে এই সমস্যা হয়েছে বলে জানিয়েছেন এখানকার আম চাষিরা। এবার ঘুর্নিঝড় রিমলের জন্য পাকার আগেই ক্ষতির মাত্রা কমাতে কাঁচা আম পেড়ে নিতে বাধ্য  হয়েছেন গাছ থেকে। সবমিলিয়ে আম চাষিরা এই বছর খুবই সমস্যায় পড়েছেন। কীভাবে শ্রমিকদের মজুরি দেবেন সেই চিন্তায় রয়েছেন সকলেই।
এই বছর এমনিতেই আমের ফলন কম। গত শীতে বৃষ্টির কারণে এই সমস্যা হয়েছে বলে জানিয়েছেন এখানকার আম চাষিরা। এবার ঘুর্নিঝড় রিমলের জন্য পাকার আগেই ক্ষতির মাত্রা কমাতে কাঁচা আম পেড়ে নিতে বাধ্য হয়েছেন গাছ থেকে। সবমিলিয়ে আম চাষিরা এই বছর খুবই সমস্যায় পড়েছেন। কীভাবে শ্রমিকদের মজুরি দেবেন সেই চিন্তায় রয়েছেন সকলেই।