রোহিনী লেক

Darjeeling Trip: পুজোর ছুটিতে আকর্ষণের শীর্ষে দার্জিলিং, পরিচর্যার অভাবে ভুগছে এই জায়গা! হতাশ পর্যটকরা

দার্জিলিং: সামনেই দুর্গাপুজো সেই অর্থে প্রত্যেক বছরই এই সময়ে উত্তরবঙ্গের পাহাড়ে ভিড় জমায় প্রচুর পর্যটক। দুর্গাপুজোর ছুটি হোক বা গরমের ছুটি পর্যটকদের পছন্দের শীর্ষ তালিকায় বরাবরই জায়গা করে নেয় পাহাড়ের রানি দার্জিলিং। উত্তরবঙ্গের পাহাড় জঙ্গল নদী দিয়ে ঘেরা এই মন মুগ্ধ করা শান্ত শীতল পরিবেশে কিছুটা সময় কাটাতে দূরদূরান্ত থেকে ছুটে আসে পর্যটকরা। সেই অর্থেই পর্যটনের ভরা মরশুমে হামেশাই জমজমাট থাকে পাহাড়।

বর্তমানে পর্যটকদের চমক দিতে ঢেলে সাজানো হচ্ছে উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলোকে। তবে পুজোর আগে পরিচর্যার অভাবে ভুগছে রোহিনী লেক। চারিদিকে সারি সারি সবুজ চা বাগানে ঘেরা পাহাড়ের মাঝে অপরূপ সুন্দর এই লেক। দার্জিলিং যাওয়ার পথে রোহিণী মন্দির চত্বরকে ঢেলে সাজানোর পর পরবর্তীতে পর্যটকদের আকর্ষণের জন্য রোহিণীর রত্নাডাং এলাকায় এই লেককে আকর্ষণীয়ভাবে গড়ে তুলতে নতুন করে সাজিয়ে তোলা হয়েছিল। লেকের ধার দিয়ে করা হয়েছিল ছোট্ট ছোট্ট বসার জায়গা পাশাপাশি বাচ্চাদের জন্য খেলার পার্ক এবং লেকের মধ্যে বোটিং করার মজা।

আরও পড়ুনঃ স্টিল-কাচের পাত্রে নয়, নিয়মিত এভাবে জলপানে দ্বিগুন উপকার! কমবে ক্যানসার, সেরিব্রালের প্রবণতা

তবে বর্তমানে এই রোহিণী লেকে কমছে পর্যটকের সংখ্যা। এই প্রসঙ্গে পাহাড়ে ঘুরতে আসা এক পর্যটক রুদ্রানী দে বলেন, এখানে এসেই মনে হচ্ছে এ জায়গাটিতে পরিচর্যার অভাব রয়েছে, এই জায়গাটিতে একটু গার্ডেনিং করে নতুন করে সাজিয়ে তুললে এবং পরিচর্যা করলে এই জায়গাটিতে পর্যটকদের ভিড় বাড়বে।

আরও পড়ুনঃ রোজ খালি পেটে ১টি পাতা ভেজানো এককাপ সাদা জল! অম্বল-বদহজমের ইতি, একদিনেই হাতেনাতে ফল

বর্তমানে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকের মুখেই বিষাদের সুর এই রোহিনীর লেককে ঘিরে। বর্তমানে বাচ্চাদের খেলার পার্ক লেকের মধ্যে বোটিং থেকে শুরু করে লেকের ধার দিয়ে বসার জায়গা থাকলেও পর্যটকদের দেখা নেই। এক্ষেত্রে পর্যটকরা মনে করছে এই জায়গাটিকে পরিচর্যা করে নতুন করে সাজিয়ে তুললে এই জায়গাটি পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের মনমুগ্ধ করবে।

সুজয় ঘোষ