বাড়ি ফেরার পথে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের, উত্তপ্ত দেগঙ্গা

Road Accident: ১৬ চাকার ট্রাক পিষে দিল সিভিক ভলেন্টিয়ারকে! উত্তপ্ত দেগঙ্গা

উত্তর ২৪ পরগনা: বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। গাড়ির চাকায় পিষ্ট হয়ে রিপন গোলদার (২৯) নামে ওই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে। এই ঘটনায় রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে দেগঙ্গা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, থানায় ডিউটি সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। বাড়ির কাছেই ১৬ চাকার একটি ট্রাকে পিষে মৃত্যু হয় তাঁর। দেগঙ্গার নুরনগরে এই দুর্ঘটনাটি ঘটেছে। সেখানকার‌ই বাসিন্দা মৃত সিভিক ভলেন্টিয়ার। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাইক নিয়ে বাড়ির কাছে পৌঁছতেই নুরনগর গ্রাম পঞ্চায়েতের সামনে একটি ১৬ চাকার লরির সামনে পড়ে যান রিপন গোলদার। না থেমে লরিটি তাঁর উপর দিয়ে চলে যায়। লরির চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় রিপন মণ্ডলের। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নুরনগর এলাকা। বাঁশের ব্যারিকেড তৈরি করে পথ অবরোধ করেন গ্ৰামবাসীর।

আরও পড়ুন: ভরা বর্ষায় কংক্রিটের নদীবাঁধেও ভরসা পাচ্ছেন না সুন্দরবনের উপকূলীয় এলাকার মানুষ

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছিল এই এলাকায়। এবারে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর ঘটনায় এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি ঘোরালো হয়ে উঠলে দেগঙ্গা থানার পুলিশ লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদেরকে হটিয়ে দেয়। এই ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে।

জুলফিকার মোল্যা ও রুদ্র নারায়ণ রায়