বাতাসিয়া লুপ

Lok Sabha Election 2024: দার্জিলিংয়ে বদল? এ বারে পাল্লা ভারী কার দিকে? ভোটের মুখে কী বলছে পাহাড়ের মানুষ

দার্জিলিং: গত লোকসভা ভোটের মতো এবারও ভোটের ময়দানে রয়েছেন পুরোনো প্রার্থীরা। কেউ দাঁড়িয়ে আছে একেবারে সামনের সারিতে, কেউ বা একটু আড়ালে। বিগত বছরগুলিতে রাজনৈতিক হওয়া অনেকটাই বদলেছে পাহাড়ে । তবে ছকে ছক মিলিয়ে উঠছে সেই গোর্খাল্যান্ডের আওয়াজও। বিমল গুরুং, অনীত থাপা, বিনয় তামাং, বিষ্ণুপ্রসাদ শর্মা, অজয় এডওয়ার্ড, সবাই নিজ নিজ নীতি-আদর্শ ও সমর্থন নিয়ে নেমেছেন ভোটের ময়দানে। তবে দার্জিলিং-এর স্থানীয়রা ভোট নিয়ে কি ভাবছেন? আসন্ন লোকসভা নির্বাচনে তাদের কি বা দাবি রয়েছে সে সব জানতে গিয়ে অনেক তথ্যই উঠে এল।

পাহাড়ের লোকজনের সঙ্গে কথা বলে বোঝা গেল যে গোর্খাল্যান্ডের দাবি এখনও মুছে যায়নি তাদের বুক থেকে। ম্যালের এক ব্যবসায়ী গীতা রাই বলেন, ‘ লোকসভা ভোট হোক চাই যেই ভোট ই হোক আমাদের একটাই দাবি সেটা হল গোর্খাল্যান্ড। অনেক নেতা মন্ত্রী এসে আমাদের অনেক কথা দিয়েছে কিন্তু কেউ কথা রাখতে পারেনি। আমাদের কাছে গিয়ে দেখতে হবে তবেই আমাদের সমস্যা বুঝতে পারবেন তারা। দার্জিলিংয়ের আরও এক বাসিন্দা অনুজ গুরুং বলেন, ‘ভোট আসে ভোট যায় কিন্তু কেউ দার্জিলিংয়ের জন্য কিছু করতে পারেন না। আমরা চাই যেন গোর্খাল্যান্ড হয়। তাহলে আমদের বেকারত্বের যে সমস্যা আছে সেটাও মিটবে।”

আরও পড়ুন: ‘নির্বাচনে হিংসা হলে দায়ী কে হবে…?‘ ডিআইজি বদল নিয়ে সরব মমতা!

পাহাড় যে এখন অনেক শিক্ষিত তা কিন্তু লোকজনের সঙ্গে কথা বলে আলবাত বোঝা যায়। তারাও এখন কারও কথা মানতে নারাজ। ৭৭ বছর বয়সী এক ব্যক্তি নৈনো কুমার রাই এর বক্তব্য, ‘ বিগত পাঁচ বছরে কোনও কাজ করেনি সাংসদ, কোনও কাজ করেনি। আশ্বাস দিয়ে গিয়েছেন। আগের সরকার হয়ত থাকবে না। এবার হয়ত বদল হবে।’ গত কয়েক বছর ধরে দার্জিলিং শান্তিপূর্ণই রয়েছে। ২০১৭ সালে শেষবার হরতাল, বন্ধ হতে দেখা গিয়েছিল দার্জিলিংয়ে। কিন্তু গোর্খাল্যান্ডের দাবি জনগণের একটি বড় অংশে এখনও জীবিত রয়েছে যা নির্বাচনের মরসুমে সত্যি একটি আলোচ্য বিষয়।

অনির্বাণ রায়