সব থেকে বেশি ম্যালেরিয়া আক্রান্তের হদিশ মিলেছে আলিপুরদুয়ার ২ ব্লকে। বর্তমানে ৪৬ জন ম্যালেরিয়া আক্রান্ত সেখানে।

Siliguri News: ডেঙ্গি সংক্রমণ রুখতে এবার অভিনব উদ্যোগ স্বাস্থ্য দফতরের! জেনে নিন বিস্তারিত

শিলিগুড়ি : ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। আর এবার সেই ডেঙ্গির প্রকোপ থেকে রক্ষা পেতেই অভিনব উদ্যোগ গ্রহণ করল স্বাস্থ্য দফতর। এখন থেকে খাবারের কনটেইনার মধ্যেও ডেঙ্গি সচেতনতা বার্তা থাকবে। বর্তমানে দেখা যায় বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করলে কনটেইনারে খাবার আসে। সেই খাওয়ার খাবার পর প্লাস্টিকের কনটেইনার গুলি যত্রতত্র ফেলে দেওয়া হয়। ফলে সেই কনটেনারে জল জমে আর সেখানে তৈরি হয় মশার লার্ভা। এর ফলেই ধীরে ধীরে ডেঙ্গির প্রকোপ বেড়ে চলেছে। তাই ডেঙ্গি সংক্রমণ রুখতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করল মাটিগাড়া ব্লক ।

ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। যেমন বাড়ির আশেপাশে কোথাও জমা জল থাকা চলবে না, রাতে ঘুমানোর আগে মশারি টাঙিয়ে ঘুমোনো সহ বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন করা হয়। এবার মানুষকে আরও বেশি করে সচেতন করতে এবং তাদের কাছে সহজে এই সচেতনতা বার্তা পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে চলছে একাধিক সচেতনতা শিবিরও। সেই অর্থেই ডেঙ্গি সচেতনতা বার্তা নিয়ে মাটিগাড়ার বিডিও অফিসে নতুন লোগোর সূচনা করা হলো।

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, মদ ডিপ ফ্রিজে রাখলেও জমে যায় না কেন? জেনে নিন কারণ

ব্লক মেডিকেল অফিসার অরিন্দম দে বলেন,”এই লোগোর মধ্যে রয়েছে ডেঙ্গি নিয়ে সচেতনতা বার্তা। এই লোগোগুলি এবার থেকে অনলাইন অ্যাপের মাধ্যমে অর্ডার করা খাবারের কন্টেনারগুলির মধ্যে দেওয়া থাকবে। সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতন করতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।” এছাড়াও প্রতিটি বাড়ির চারপাশ পর্যবেক্ষণ করে, যাতে কোথাও জমা জলে না থাকে। নিয়মিত সাফাইকর্ম, নিকাশি পরিচ্ছন্ন ও লার্ভাবিনাশ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গিমুক্ত করতে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অনির্বাণ রায়