ক্রেতারা আলু বাছাই করছেন।

West Bardhaman News: ধর্মঘট তো উঠল, কিন্তু আলুর দাম কি নামল খোলা বাজারে? কেনই বা আলুর এত দাম বৃদ্ধি?

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : আলুর অত্যধিক দামে নাভিশ্বাস উঠেছে আম জনতার। গোদের ওপর বিষফোঁড়া হয়েছিল ধর্মঘট। তবে সেই ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে কি সুবিধা হলেও আমি জনতার? কমলকি আলুর দাম? বাজারে গিয়ে দেখা গেল গত বুধবারের তুলনায় বৃহস্পতিবার অনেকটাই নেমেছে।

আলুর দাম যেখানে খোলা বাজারে আলু কোথাও ৩৮ টাকা, কোথাও ৪০ টাকায় বিক্রি হচ্ছিল, সেখানে আলুর দাম নেমেছে ৩২ টাকায়। যা খুব স্বাভাবিকভাবেই স্বস্তি দিয়েছে সাধারণ মানুষকে। চাপ কমিয়েছে মধ্যবিত্তের পকেটে। কিন্তু তা সত্ত্বেও বর্তমানে আলুর যে দাম রয়েছে, তাও যেন অনেকটাই বেশি বলে মনে করছেন সাধারণ মানুষ। আবার একইসঙ্গে রয়েছে আশঙ্কাও। কারণ সামনেই রয়েছে উৎসবের মরশুম। তাই দাম আবার বাড়বে কিনা, তা নিয়ে শঙ্কা রয়েছে মানুষের মনে। অন্যদিকে আলুর এই দাম বৃদ্ধি, আবার কমে যাওয়া নিয়ে আলুর বড় ব্যবসায়ীরা রীতিমত চিন্তিত। তারা বলছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে আলু বিক্রি হচ্ছে।

কোনও কোনও ব্যবসায়ী বাড়তি মুনাফার লোভে দাম অতিরিক্ত নিচ্ছেন। কোথাও আবার কম দামে বিক্রি হচ্ছে। ফলে ক্রেতাদের কাছে তাদের জবাবদিহি করতে হচ্ছে। আলু বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। যা রীতিমতচিন্তিত করে তুলেছে আলু ব্যবসায়ীদের। যদিও বিভিন্ন বাজার কমিটি আলুর দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করছে বলেই তারা জানাচ্ছেন। মফস্বলের বাজার গুলিতে এদিন আলুর দাম অনেকটাই কম দেখা গিয়েছে। কিন্তু কেন আলুর এই দাম বৃদ্ধি? আলু চাষি থেকে আলুর ব্যবসায়ী, সকলেই বলছেন আলুর যোগান কম। তাই দাম বেড়েছে। জোগান না বাড়লে দাম কমবে না।

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, মদ ডিপ ফ্রিজে রাখলেও জমে যায় না কেন? জেনে নিন কারণ

অসময়ে বৃষ্টির কারণে কৃষকদের দ্বিতীয়বারের জন্য আলু চাষ করতে হয়েছে। যে কারণে ফলন কমেছে অনেকটা। সার্বিকভাবে যোগান কম রয়েছে বলেই আলুর দাম বৃদ্ধি বলে মনে করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে কৃষকরা বলছেন, তারা যে দামে মাঠ থেকে আলু বিক্রি করেছেন, তার থেকে খোলা বাজারে অনেক বেশি দামে আলু বিক্রি হতে দেখে তাদের আফসোস হচ্ছে। অন্যদিকে, দাম বেশি থাকার ফলে ক্রেতারা আলু ব্যবহার করছেন বুঝেশুনে। তাই দোকান আলু আগের তুলনায় কম কিনছেন বলে জানাচ্ছেন বিক্রেতারা।

নয়ন ঘোষ