মিছিলের জৌলুস বাড়াতে প্রচারের সঙ্গী ঢাক

Lok Sabha Election 2024: পুজোর মরশুম না হলেও ভোটের বায়না এখন ঢাকিদের বাড়তি আয়ের উৎস! মুখে চওড়া হাসি

দক্ষিণ দিনাজপুর: শুধুমাত্র পুজোপার্বন নয় ভোট এলেই ঢাকিদের কর্মব্যস্ততা থাকে তুঙ্গে। ভোট আসলেই তাদের মুখে চওড়া হাসি। মিছিলের জৌলুস বাড়াতে বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রচারের সঙ্গী ঢাক। তাই এইসময় বালুরঘাট শহরের খিদিরপুর ময়ামাড়ি সহ একাধিক জায়গায় ঢাকি পাড়ায় গেলেই তাদের কর্মব্যস্ততা।

পুজোর মরশুম না হওয়া সত্ত্বেও এই বায়না যেন হাতে চাঁদ পাওয়ার সমান। মিছিলে ঢাক বাজিয়ে এখন ভালই আয় হচ্ছে ঢাকিদের। এক একটা মিছিলে ঢাক বাজালেই মেলে প্রায় ৬০০- ৭০০ টাকা করে। এই গরমকালে তেমন একটা পুজো কোথাও হয় না। ফলে বেকার বসে থাকতে হয়। ঠিক সেই সময় ভোটের বাদ্যি বেজে ওঠায় আয় হচ্ছে ঢাকিদের।

আরও পড়ুন: মাছ-মাংসের সমান প্রোটিন এই সবজিতে! খেলেই কমবে ওজন! হাই-প্রেশার-হৃদরোগে মুক্তি!

ভোটকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমা করানোর মিছিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রচারেও দেখা যাচ্ছে ঢাকিদের। ভোট ঘোষণার দিনক্ষণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত দীর্ঘ প্রায় দেড় মাস যাবত বিভিন্ন দলীয় কর্মসূচিতে তাঁরা বরাত পেয়ে থাকেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী