উত্তাল দিঘা সমুদ্র

Digha: বাবা-মায়ের সঙ্গে দিঘা ঘোরার আনন্দ মুহূর্তেই শেষ! ঢেউ এসে নিয়ে গেল শুভজিৎকে! আর মিলল না খোঁজ

দিঘা: দিঘা সমুদ্রে বাবা-মার সঙ্গে স্নান করতে নেমে ভয়ঙ্কর পরিণতি হল এক স্কুল ছাত্রের। এদিনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিঘা সৈকত জুড়ে। দিঘা বাঙালির কাছে এক আবেগের নাম। ভ্রমণ প্রিয় বাঙালির সবচেয়ে পছন্দের জায়গা দিঘা। তাই তো কাজের ফাঁকে বা যে কোনও ছুটির দিনে ব্যাগ কাঁধে করে বন্ধু-বান্ধব বা পরিবারের সঙ্গে দিঘা দাঁড়াতে আসেন বাঙালি পর্যটকেরা। দিঘা বেড়াতে এসেপর্যটকেরা অনেক সময় বিপত্তির সম্মুখীন হয়। সেরকমই একটি ঘটনা ঘটল শুক্রবার। আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে দিঘা জুড়ে।

শুক্রবার বাবা মার সঙ্গে দিঘা সমুদ্রে স্নান করতে নেমে উত্তাল সমুদ্রে ঢেউয়ের ঝাপটায় তলিয়ে গেল এক স্কুল পড়ুয়া ছাত্র। ওই স্কুল পড়ুয়া ছাত্রটি বাবা মার সঙ্গে দিঘা এসেছিল। আর এদিন বাবা মায়ের সঙ্গেই সমুদ্রের স্নানে নেমেছিল। সমুদ্র স্নানের সময়ে বিপত্তি ঘটে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের ঝাপটায় তলিয়ে যায় ওই স্কুল ছাত্রটি। দিঘা থানা সূত্রে জানা যায়, ওই স্কুল ছাত্রের নাম শুভজিৎ দে। বয়স ১৪ বছর। বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায়।

শুভজিৎ বাবা মায়ের সঙ্গেই দিঘা বেড়াতে এসেছিল। শুক্রবার দশটার পর সমুদ্র স্নানে নেমে তলিয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিঘা সমুদ্র সৈকত জুড়ে। প্রসঙ্গত জুন মাসে জোয়ারের সময় উত্তাল থাকে দিঘা সমুদ্র। উত্তাল সমুদ্রে পর্যটকদের স্নানে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। সমুদ্র উত্তালের সময় ওল্ড দিঘা থেকে নিউ দিঘা সৈকত সরণী জুড়ে নুলিয়া ও সিভিল ডিফেন্স কর্মীদের নজরদারি রয়েছে।

কিন্তু এদিন নজরদারির ফাঁক গলে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই সমুদ্র স্নানে উত্তাল সমুদ্রে নামে শুভজিৎ ও তার বাবা-মা সহ অন্যান্য পর্যটকেরা। আর সেই মুহূর্তেই বিপত্তি ঘটে। তলিয়ে যায় শুভজিৎ। শুভজিৎকে খুঁজতে সিভিল ডিফেন্স ও নুলিয়ারা স্পিড বোড নিয়ে সমুদ্রে তল্লাশি জারি রেখেছে। তবে দুপুর গড়ালেও শুভজিৎকে খুঁজে পাওয়া যায়নি।

—- সৈকত শী