মাছে ভাতে বাঙালি

ভূরি ভূরি ইলিশ উঠবে জালে! ‘এইখানে’ গেলেই…! বিরাট সুখবর দিয়ে দিলেন মৎস্যজীবীরা

দক্ষিণ ২৪ পরগনা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপর মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন। কিন্তু জানেন কি, এই মৎস্যজীবীরা কূল কিনারাহীন সমুদ্রের মাঝে কোথায় যায়। তাঁরা যান বড় ও ছোট খাঁড়িতে। সমুদ্রের মাঝে একটি অগভীর অংশ রয়েছে যা নালার মত। মাছ এসে জড়ো হয় সেখানে। ফলে এই অংশে জাল ফেললে মাছ পাওয়া যায় ভালই। আর সেখানেই কি রুপোলি ইলিশের খনি?

এই চ্যানেলের মত অংশটির বেশিরভাগই রয়েছে বাংলাদেশে। ফলে সেখানে মাছ বেশি পাওয়া যায়। ভারতেও রয়েছে ওই চ্যানেলের কিছুটা অংশ। ভারতীয় জেলেরা সেখান থেকে মাছ ধরেন। ২ মাস সমুদ্রে মৎস্যজীবীরা যায়নি একেবারেই। ফলে ছোট ও বড় খাঁড়িতে প্রচুর মাছ জমেছে বলে মত মৎস্যজীবীদের।

আরও পড়ুন: জ্বলছে-পুড়ছে দক্ষিণবঙ্গ…! ৭ জেলায় চরম ‘হিটওয়েভ’ কন্ডিশন! মুক্তির ‘বৃষ্টি’ কবে? বর্ষা নিয়ে খাস আপডেট দিয়ে দিল IMD

এবছর আবার আবহাওয়া অনুকূলে রয়েছে। মাছ ধরতে যাওয়ার পরই বর্ষাকাল নেমে যাবে। এখনও পর্যন্ত তেমনই খবর দিচ্ছে আবহাওয়া দফতর। ফলে মৎস্যজীবীদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। এবছর জালে পড়বে বেশি মাছ এমনই মত তাদের। কপাল ভাল থাকলে ইলিশও পড়বে বিপুল পরিমাণে সেই আশাতেই এখন সাগরে পাড়ি দেবেন মৎস্যজীবীরা। এখন দেখার কি হয় এবারের মরশুমে।

নবাব মল্লিক