প্রাচীন ম্যাপ থেকে দলিল, ইতিহাসের আকর রয়েছে এখানেই! নতুনরূপে সাজছে মহাফেজখানা

West Medinipur News: প্রাচীন ম্যাপ থেকে দলিল, ইতিহাসের আকর রয়েছে এখানেই! নতুনরূপে সাজছে মহাফেজখানা

পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর জেলা বিপ্লবের জেলা। এখানেই জন্মেছেন ক্ষুদিরাম থেকে হেমচন্দ্র। শাসকের বিরুদ্ধে লড়াই করেছিলেন একাধিক বীর বিপ্লবী। যেখানে আজ জেলাশাসক দফতর, সেখানেই রয়েছে বহু প্রাচীন ইতিহাসের নিদর্শন।

যা ইতিহাস গবেষক তথা মেদিনীপুরের মানুষের কাছে এক অন্যতম আকর্ষণ। ইতিহাসের আকর। ইতিহাস ক্ষেত্র, ইতিহাসের নানা নিদর্শন সংরক্ষিত মহাফেজ খানার নতুনভাবে সূচনা করলেন জেলা প্রশাসন। জেলাশাসকের হাত ধরে নব সংস্কারিত মহাফেজখানার উদ্বোধন হয়।

আরও পড়ুন: ঘোলাটে ছাইরঙা জিনিসটাই হয় ঝকঝকে থালা, বাটি! কাঁসার বাসন তৈরির হয় কীভাবে জানেন? দেখলে মাথা ঘুরে যাবে

পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুরের জেলাশাসক কার্যালয়ে রয়েছে মহাফেজ খানা বা রেকর্ড রুম। এই রেকর্ড রুমে রয়েছে স্বাধীন এবং পরাধীন ভারতের নানা দুষ্প্রাপ্য দলিল। যা ইতিহাসবিদদের কাছে যেমন গবেষণার মূল জিনিস তেমনই ভারতের ইতিহাসের এবং বাংলার স্বাধীনতা সংগ্রামের নানা সংগ্রামের কথা। ইতিহাসের দুষ্প্রাপ্য দলিল। সম্প্রতি এই মহাফেজ খানা বা রেকর্ড রুমের নব সংস্কার হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে।

জেলা প্রশাসন সূত্রে খবর, বিপ্লবীর জেলা মেদিনীপুর। ঐতিহাসিক মেদিনীপুরের সুপ্রাচীন এবং প্রামাণ্য বিভিন্ন মূল্যবান নথি, দলিল সংরক্ষণের উদ্দেশ্যেই মহাফেজ খানার নবসংস্করণ। প্রসঙ্গত এই মহাফেজ খানায় রয়েছে ১৮০০ সাল থেকে এযাবৎকাল পর্যন্ত বিভিন্ন দুষ্প্রাপ্য প্রামাণ্য নথি, দলিল, ম্যাপ। রয়েছে পরাধীন ভারতবর্ষের নানা ইতিহাসের টুকরো। ঐতিহাসিক বিভিন্ন দলিল, মানচিত্র যা ছাত্রছাত্রী থেকে গবেষকদের সমৃদ্ধ করবে। পরাধীন ভারতবর্ষ এবং বর্তমান সময়ের বিভিন্ন তথ্য যা সকলকে উদ্বুদ্ধ করবে।

আরও পড়ুন: ৭ দিনের অপেক্ষা! ৩১ জুলাই থেকেই বৃহস্পতি তুঙ্গে ৫ রাশির, সাফল‍্যের পথে সব বাধা কাটবে, ব‍্যাঙ্ক ব‍্যালেন্স উপচে পড়বে

জেলাশাসকের হাত ধরে নবসংস্কৃত এই মহাফেজ খানার উদ্বোধনের পর আগামীতে তা আরও বহরে বৃদ্ধি করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। তবে ইতিহাস সংরক্ষণের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

রঞ্জন চন্দ