বলুন তো, এমন কোন প্রাণী দুধ ও ডিম দু'টোই দেয়?

Knowledge Story: বলুন তো, এমন কোন প্রাণী দুধ ও ডিম দু’টোই দেয়? ৯৯ শতাংশই উত্তর দিতে গিয়ে ডাহা ফেল! আপনি কি জানেন?

আমাদের চারপাশে এমন অনেক জিনিস ঘটে যা দেখে আমরা বিস্মিত হই৷  সরকারি চাকরির ইন্টারভিউতেও এমন অনেক প্রশ্নই করা হয়, যাতে প্রার্থীরা বিভ্রান্ত হয়ে পড়েন । কোনও কোনও সময় সহজ প্রশ্নের উত্তরও ভুল দিয়ে বসেন প্রার্থীরা। এখানে আমরা এমন কিছু প্রশ্নের কথা বলব যা প্রায়ই সাক্ষাৎকারে আসে।
আমাদের চারপাশে এমন অনেক জিনিস ঘটে যা দেখে আমরা বিস্মিত হই৷ সরকারি চাকরির ইন্টারভিউতেও এমন অনেক প্রশ্নই করা হয়, যাতে প্রার্থীরা বিভ্রান্ত হয়ে পড়েন । কোনও কোনও সময় সহজ প্রশ্নের উত্তরও ভুল দিয়ে বসেন প্রার্থীরা। এখানে আমরা এমন কিছু প্রশ্নের কথা বলব যা প্রায়ই সাক্ষাৎকারে আসে।
সরকারি চাকরির ইন্টারভিউ পাশ করতে জেনারেল নলেজ জানাটা ভীষণ দরকার৷ কারণ অনেকসময়েই এমন সমস্ত প্রশ্ন করা হয়, যার উত্তর দিতে ঘাবড়ে যান প্রার্থীরা । এইসব প্রশ্নের মাধ্যমেই যাচাই করে দেখা হয় প্রার্থীর আইকিউ লেভেল।
সরকারি চাকরির ইন্টারভিউ পাশ করতে জেনারেল নলেজ জানাটা ভীষণ দরকার৷ কারণ অনেকসময়েই এমন সমস্ত প্রশ্ন করা হয়, যার উত্তর দিতে ঘাবড়ে যান প্রার্থীরা । এইসব প্রশ্নের মাধ্যমেই যাচাই করে দেখা হয় প্রার্থীর আইকিউ লেভেল।
সরকারি চাকরির ইন্টারভিউতে এক প্রার্থীকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন প্রাণী দুধ ও ডিম দু'টোই দেয়?
সরকারি চাকরির ইন্টারভিউতে এক প্রার্থীকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন প্রাণী দুধ ও ডিম দু’টোই দেয়?
আপনি কি বলতে পারবেন কোন প্রাণী দুধ ও ডিম দু'টোই দেয়? তবে বেশিরভাগ মানুষই এই উত্তরটা দিতে গিয়ে হিমশিম খেয়েছেন৷ আসল উত্তর হল প্লাটিপাস ও ইচিডনা।
আপনি কি বলতে পারবেন কোন প্রাণী দুধ ও ডিম দু’টোই দেয়? তবে বেশিরভাগ মানুষই এই উত্তরটা দিতে গিয়ে হিমশিম খেয়েছেন৷ আসল উত্তর হল প্লাটিপাস ও ইচিডনা।
প্লাটিপাস ও ইচিডনা উভয়ই স্তন্যপায়ী, কিন্তু এরা সন্তান উৎপাদনের জন্য ডিম পাড়ে। প্লাটিপাসরা থাকে অস্ট্রেলিয়ায়। হাঁসের মতো দেখতে আর জলে থাকলেও প্লাটিপাসরা কিন্তু মোটেই পাখি বা মাছ নয়। তারা স্তন্যপায়ী। সন্তান প্রসব করে এবং সন্তানদের দুধ খাওয়ায়।
প্লাটিপাস ও ইচিডনা উভয়ই স্তন্যপায়ী, কিন্তু এরা সন্তান উৎপাদনের জন্য ডিম পাড়ে। প্লাটিপাসরা থাকে অস্ট্রেলিয়ায়। হাঁসের মতো দেখতে আর জলে থাকলেও প্লাটিপাসরা কিন্তু মোটেই পাখি বা মাছ নয়। তারা স্তন্যপায়ী। সন্তান প্রসব করে এবং সন্তানদের দুধ খাওয়ায়।
তবে স্তন্যপায়ীদের মতো এদের দাঁত নেই, চঞ্চুই সব। সেই চঞ্চু দিয়ে জলের একদম তলা থেকে চামচের মতো শামুক, গুগলি, জেলিফিশ, লার্ভা, কৃমি তুলে নিয়ে আসে। সেগুলোর সঙ্গে তুলে আনে নুড়ি আর মাটিও।
তবে স্তন্যপায়ীদের মতো এদের দাঁত নেই, চঞ্চুই সব। সেই চঞ্চু দিয়ে জলের একদম তলা থেকে চামচের মতো শামুক, গুগলি, জেলিফিশ, লার্ভা, কৃমি তুলে নিয়ে আসে। সেগুলোর সঙ্গে তুলে আনে নুড়ি আর মাটিও।
তারপর সেগুলো ইচ্ছেমতো চিবিয়ে চিবিয়ে খায়। যেহেতু প্লাটিপাসের দাঁত নেই, এই নুড়িগুলোই দাঁত বানিয়ে প্লাটিপাস শক্ত শক্ত খোলস চিবিয়ে ভেতরের মাংসল অংশ খেয়ে ফেলে।
তারপর সেগুলো ইচ্ছেমতো চিবিয়ে চিবিয়ে খায়। যেহেতু প্লাটিপাসের দাঁত নেই, এই নুড়িগুলোই দাঁত বানিয়ে প্লাটিপাস শক্ত শক্ত খোলস চিবিয়ে ভেতরের মাংসল অংশ খেয়ে ফেলে।