ভেষজ আবির

Dol Utsav 2024: দাম বাড়লেও কুছ পরোয়া নেই, দোলের আগে বেশি টাকা দিয়ে ভেষজ আবির কেনায় ঝোঁক

উত্তর ২৪ পরগনা: আগের ক্যামিকেল মেশানো রং ও আবির যে ত্বকের পক্ষে মারাত্মক ক্ষতিকর তা ধীরে ধীরে বুঝছে মানুষ। চিকিৎসকদের লাগাতার নিষেধাজ্ঞা এবং সচেতনতা বৃদ্ধির ফলে দোলের আগে ক্রমশই বেড়ে চলেছে ভেষজ আবিরের চাহিদা। একটা সময় এই ভেষজ আবির মোটে দু-এক জায়গায় মাত্র পাওয়া যেত। কিন্তু চাহিদা বাড়ায় এখন অনেক জায়গাতেই বাণিজ্যিকভাবে তৈরি করা হচ্ছে ভেষজ আবির ও ভেষজ রং। ফলে কলকাতা ছাড়াও এখন জেলাগুলোতেও সহজেই পাওয়া যাচ্ছে ভেষজ আবির।

আর‌ও পড়ুন: হঠাৎ লোকালয় থেকে চিতল হরিণ উদ্ধার, কালচিনিতে হৈ হৈ কাণ্ড

এদিকে চাহিদা বাড়ায় ভেষজ আবির উৎপাদন ও বিক্রি করে লাভ বাড়ছে ব্যবসায়ীদের। এই বছর ভেষজ আবিরের চাহিদা অনেকটাই বেশি থাকায় দামও বেড়েছে। এবার জবা, পালং, কাঁচা হলুদ, পলাশ, গাঁদা, গোলাপ নানান ফুল ও বিভিন্ন রকমের সবজি দিয়ে তৈরি হচ্ছে ভেষজ আবির। বারাসতের আবির বিক্রেতা রবীন্দ্র সাহা জানান, এখন হার্বাল আবিরের চাহিদাই বেশি। কোভিডের পর থেকে বিদেশি আবির আসাও বন্ধ হয়ে গেছে। তাই সকল ক্রেতাই দেশীয় প্রক্রিয়ায় ভেষজ আবির কেনার দিকে ঝুঁকেছেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

অশোকনগরের ভেষজ আবির বিক্রেতা পলাশ সমাদ্দার জানান, রাসায়নিক আবির আজকাল আর কেউ নিতে চাইছেন না। রাসায়নিক আবির রাখলেও তা অনেকটাই অল্প পরিমাণে রাখছেন। ভেষজ আবিরের চাহিদা বাড়ায় দামও বাড়ছে‌। তবুও মানুষ দাম দিয়ে এই সুরক্ষিত ভেষজ আবিরই কিনছে। বিশেষজ্ঞদের মতে, বাজারে চলতি আবির তৈরিতে মেটানিল ইয়েলো, রেড অক্সাইড, ম্যালাকাইট গ্রিন, সীসা, ক্যাডমিয়াম ইত্যাদি রাসায়নিক থাকে, যা ত্বকের ক্ষতি করে। জেলার বিভিন্ন বাজারে এখন ভেষজ আবির ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, গত বছরের তুলনায় ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে বলেও জানালেন বিক্রেতারা। রঙের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা হলুদ আবিরের। তাই হলুদ আবিরের দাম ২২০ থেকে ২৩০ টাকা। তবে শরীরের নিরাপত্তার জন্য এই অতিরিক্ত দাম দিতে প্রস্তুত মানুষ।

রুদ্রনারায়ণ রায়