Tag Archives: Herbal Abir

Lok Sabha Election 2024: ফল প্রকাশের পর গেরুয়া বা সবুজ কোন‌ও আবীর খেলাই হয়নি এই কেন্দ্রে! চিন্তায় বিক্রেতারা

নদিয়া: না গেরুয়া না সবুজ, ভোটের ফল প্রকাশের পর বিক্রি হয়নি কোনও আবীরই। ফলে বস্তা বস্তা আবীর নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন দোকানদারা। ২৪-এর লোকসভা নির্বাচনে কৃষ্ণগঞ্জ বিধানসভায় বিপুল ভোটে বিজেপি জয়লাভ করলেও গেরুয়া আবির সেই অর্থে বিক্রি হয়নি। তার কারণ রাজ্যব্যাপী ফলাফল ভাল হয়নি বিজেপির। এদিকে সবুজ আবীর বিক্রি হয়নি তার কারণ ওই লোকসভা এলাকায় তৃণমূল প্রার্থী জয়লাভ করেনি। সবমিলিয়ে একুল-ওকুল দুই কুলই ডুবেছে আবীর বিক্রেতাদের।

নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভাটি রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। রানাঘাট লোকসভায় এবারেও জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তৃণমূলের প্রার্থী ছিলেন ভোটের আগে বিজেপি থেকে আসা মুকুটমনি অধিকারী। তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে এবারে লোকসভা নির্বাচনে বাংলার ৪২ টি কেন্দ্রের মধ্যে বিজেপি জয়ী হয়েছে মাত্র ১২ টি-তে। অথচ পাঁচ বছর আগে তারা জিতেছিল ১৮ টি আসন।

আর‌ও পড়ুন: সুন্দরবনের ঘূর্ণিঝড় বিধ্বস্তদের পাশে শান্তিপুরের মানুষ

এদিকে রানাঘাট আসনটি জিতলেও সামগ্রিকভাবে বাংলায় এবার বিজেপির ফলাফল খারাপ হওয়ায় দলের কর্মীদের মধ্যে উৎসাহ একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। পাশাপাশি গোটা রাজ্যে দুর্দান্ত ফলাফল করলেও রানাঘাট জিততে না পারায় স্বাভাবিকভাবেই সেখানকার তৃণমূল কর্মীরা মুষড়ে পড়েছেন। এই অবস্থায় গোটা লোকসভা জুড়েই গেরুয়া বা সবুজ কোন‌ও আবীর’ই সেভাবে খেলা হয়নি। আর তাতেই কপালে হাত রং বিক্রেতাদের।

মৈনাক দেবনাথ

Dol Utsav 2024: এভাবেই রঙিন হয়ে উঠুক শৈশবের স্মৃতি! দোলের আগেই রঙে মাতোয়ারা ছোটরা

আগামী সোমবার দোল উৎসব। মঙ্গলবার পালন করা হবে হোলি। তবে তার আগেই রঙের উৎসবে মাতোয়ারা শিল্পাঞ্চলের কচিকাঁচারা।
আগামী সোমবার দোল উৎসব। মঙ্গলবার পালন করা হবে হোলি। তবে তার আগেই রঙের উৎসবে মাতোয়ারা শিল্পাঞ্চলের কচিকাঁচারা।
দোলের দিন স্কুল ছুটি থাকবে। ফলে বন্ধুদের সঙ্গে রং খেলা হবে না। যে কারণে আগে থেকেই রঙের উৎসবে মেতে উঠল পড়ুয়ারা।
দোলের দিন স্কুল ছুটি থাকবে। ফলে বন্ধুদের সঙ্গে রং খেলা হবে না। যে কারণে আগে থেকেই রঙের উৎসবে মেতে উঠল পড়ুয়ারা।
আসানসোলের একটি স্কুলের ছোট ছোট পড়ুয়াদের রং খেলায় মেতে উঠতে দেখা গিয়েছে। স্কুল ছুটির পর তারা মেতে উঠেছিল রঙিন আনন্দে।
আসানসোলের একটি স্কুলের ছোট ছোট পড়ুয়াদের রং খেলায় মেতে উঠতে দেখা গিয়েছে। স্কুল ছুটির পর তারা মেতে উঠেছিল রঙিন আনন্দে।
এই বিষয়ে এক অভিভাবক উত্তম চ্যাটার্জি বলছেন, সঙ্গীদের সঙ্গে রঙ খেলার আনন্দ আলাদা। এখন অনেক অভিভাবক শিশুদের রং মাখতে দিতে চান না। ফলে কচিকাঁচারা এই আনন্দ থেকে বঞ্চিত হয়।
এই বিষয়ে এক অভিভাবক উত্তম চ্যাটার্জি বলছেন, সঙ্গীদের সঙ্গে রঙ খেলার আনন্দ আলাদা। এখন অনেক অভিভাবক শিশুদের রং মাখতে দিতে চান না। ফলে কচিকাঁচারা এই আনন্দ থেকে বঞ্চিত হয়।
দোল এবং হোলির আগে ছোট ছোট পড়ুয়াদের এইভাবে রঙিন আনন্দে মেতে উঠতে দেখে সকলেই খুশি। তারা বলছেন, এভাবেই বেঁচে থাকুক শৈশব। এভাবেই রঙিন হোক শৈশবের স্মৃতি।
দোল এবং হোলির আগে ছোট ছোট পড়ুয়াদের এইভাবে রঙিন আনন্দে মেতে উঠতে দেখে সকলেই খুশি। তারা বলছেন, এভাবেই বেঁচে থাকুক শৈশব। এভাবেই রঙিন হোক শৈশবের স্মৃতি।

Dol Utsav 2024: দাম বাড়লেও কুছ পরোয়া নেই, দোলের আগে বেশি টাকা দিয়ে ভেষজ আবির কেনায় ঝোঁক

উত্তর ২৪ পরগনা: আগের ক্যামিকেল মেশানো রং ও আবির যে ত্বকের পক্ষে মারাত্মক ক্ষতিকর তা ধীরে ধীরে বুঝছে মানুষ। চিকিৎসকদের লাগাতার নিষেধাজ্ঞা এবং সচেতনতা বৃদ্ধির ফলে দোলের আগে ক্রমশই বেড়ে চলেছে ভেষজ আবিরের চাহিদা। একটা সময় এই ভেষজ আবির মোটে দু-এক জায়গায় মাত্র পাওয়া যেত। কিন্তু চাহিদা বাড়ায় এখন অনেক জায়গাতেই বাণিজ্যিকভাবে তৈরি করা হচ্ছে ভেষজ আবির ও ভেষজ রং। ফলে কলকাতা ছাড়াও এখন জেলাগুলোতেও সহজেই পাওয়া যাচ্ছে ভেষজ আবির।

আর‌ও পড়ুন: হঠাৎ লোকালয় থেকে চিতল হরিণ উদ্ধার, কালচিনিতে হৈ হৈ কাণ্ড

এদিকে চাহিদা বাড়ায় ভেষজ আবির উৎপাদন ও বিক্রি করে লাভ বাড়ছে ব্যবসায়ীদের। এই বছর ভেষজ আবিরের চাহিদা অনেকটাই বেশি থাকায় দামও বেড়েছে। এবার জবা, পালং, কাঁচা হলুদ, পলাশ, গাঁদা, গোলাপ নানান ফুল ও বিভিন্ন রকমের সবজি দিয়ে তৈরি হচ্ছে ভেষজ আবির। বারাসতের আবির বিক্রেতা রবীন্দ্র সাহা জানান, এখন হার্বাল আবিরের চাহিদাই বেশি। কোভিডের পর থেকে বিদেশি আবির আসাও বন্ধ হয়ে গেছে। তাই সকল ক্রেতাই দেশীয় প্রক্রিয়ায় ভেষজ আবির কেনার দিকে ঝুঁকেছেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

অশোকনগরের ভেষজ আবির বিক্রেতা পলাশ সমাদ্দার জানান, রাসায়নিক আবির আজকাল আর কেউ নিতে চাইছেন না। রাসায়নিক আবির রাখলেও তা অনেকটাই অল্প পরিমাণে রাখছেন। ভেষজ আবিরের চাহিদা বাড়ায় দামও বাড়ছে‌। তবুও মানুষ দাম দিয়ে এই সুরক্ষিত ভেষজ আবিরই কিনছে। বিশেষজ্ঞদের মতে, বাজারে চলতি আবির তৈরিতে মেটানিল ইয়েলো, রেড অক্সাইড, ম্যালাকাইট গ্রিন, সীসা, ক্যাডমিয়াম ইত্যাদি রাসায়নিক থাকে, যা ত্বকের ক্ষতি করে। জেলার বিভিন্ন বাজারে এখন ভেষজ আবির ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, গত বছরের তুলনায় ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে বলেও জানালেন বিক্রেতারা। রঙের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা হলুদ আবিরের। তাই হলুদ আবিরের দাম ২২০ থেকে ২৩০ টাকা। তবে শরীরের নিরাপত্তার জন্য এই অতিরিক্ত দাম দিতে প্রস্তুত মানুষ।

রুদ্রনারায়ণ রায়