উত্তর ২৪ পরগনা: চতুর্থীতেই টলি তারকা আবীর চট্টোপাধ্যায়ের হাতে উদ্বোধন হল অশোকনগর সুহৃদ সংঘের ৭৫ তম বর্ষের দুর্গা পুজোর এবারের ভাবনা “কোমল গান্ধার”। গত বছর নিউটাউন সার্বজনীন দুর্গাপুজো কমিটির এই থিম সারা ফেলে দিয়েছিল শহর তিলোত্তমায়। লক্ষাধিক দর্শনার্থীরা লাইন দিয়ে দেখেছিলেন সেই মন্ডপ। ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে গোটা প্যান্ডেলের ভিউ মন কেড়েছিল সকলের। এবার অশোকনগরে এই থিমের উদ্বোধনের দিনই ব্যাপক সারা রক্ষা করা গেল। এ বছরের তাঁদের ভাবনা বিশেষ আকর্ষণীয় হওয়ায় বাড়তি ভিড় সামাল দিতে ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে পূজো কমিটি।
আরও পড়ুনঃ মহৌষধ! এই ‘দুই সস্তার ভেষজ’ নিংড়ে নেবে ইউরিক অ্যাসিড! ৭ দিনেই ধরাশায়ী ব্যথা-যন্ত্রণা-ফোলাভাব
রাজস্থানের শিসমহলের পাশাপাশি হিমাচল প্রদেশের কাংড়া চিত্রশিল্প ফুটিয়ে তোলা হয়েছে এখানে। সূক্ষ্ম এই কাজ দেখতেই এখন ক্লাব ময়দানে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলি অভিনেতা আবীর চট্টোপাধ্যায় অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ বিশিষ্ট জনেরা। পুজোর শ্রীবৃদ্ধি কামনা করেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।
বিধায়ক নারায়ণ গোস্বামী জানান, অশোকনগরের বড় পুজো গুলির মধ্যে অন্যতম সুহৃদ সংঘের এই পুজো। মুখ্যমন্ত্রী যেভাবে উৎসবে আহবান জানিয়েছেন, সেই উৎসবে শামিল হতে চতুর্থীতেই অশোকনগরের মানুষজন ব্যাপকভাবে সারা দিয়েছে বলেও জানান নারায়ণ বাবু। সব মিলিয়ে এদিন এই পুজো দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পূজোর কদিন তাই জেলার অন্যান্য পুজো গুলির সঙ্গেই মানুষের নজর থাকবে এই পুজোর দিকেও।
Rudra Narayan Roy