শিব ও দুর্গা

Durga puja 2024:ওন্দায় ক্ষত্রিয়দের ১৫০ বছরের প্রাচীন পুজো, তোপধ্বনি শুনে পুজো শুরু হয় গ্রামে

বাঁকুড়া: প্রায় দেড়শো বছর আগে, বিষ্ণুপুরের মল্ল রাজা দুটি মৌজা  দিয়েছিলেন ক্ষত্রিয়দের। এই ক্ষত্রিয়রা এসেছিলেন দেহরক্ষী হিসেবে। তাঁদের থাকার জন্য বাঁকুড়া জেলা জুড়ে বিভিন্ন জায়গায় মৌজা প্রদান করেছিলেন মল্ল রাজা-রা। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের ওন্দা থানার অন্তর্গত টোলচন্দ্রকোণা গ্রামে রায় বাড়ির এতিহ্যবাহী পারিবারিক দুর্গোৎসব। পুজো শুরু হয়েছিল ইংরেজির প্রায় ১৮৭০ খ্রিস্টাব্দে। বর্তমানে এই পুজো ১৫৪ বছরে পদার্পণ করছে।

টোলচন্দ্রকোণা গ্রামে গুটিকয়েক ক্ষত্রিয় ব্রাহ্মণ পরিবারের বাস। প্রায় প্রত্যেকের মূল জীবিকা চাষ-বাস। বাঁকুড়ার নিম্নভূমিতে অবস্থান করছে এই গ্রাম। ঘেরা সবুজ শস্য ক্ষেতে।

বিষ্ণুপুরের মল্ল রাজাদের দুর্গা পুজোর তোপধ্বনি শুনে পুজো শুরু হয় গ্রাম টোলচন্দ্রকোণায়। তার আগে করজোড়ে দাঁড়িয়ে থাকেন গ্রামবাসীরা। এই গ্রাম থেকে বিষ্ণুপুরের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার হলেও, আজও শোনা যায় সেই তোপের আওয়াজ। তোপের আওয়াজ দিয়ে শুরু হয় পুজো। গ্রামটি ছোট কিন্তু গ্রামের পুজোর মহিমা অনেক। এই পুজোয় মানুষ আসেন দূরদূরান্ত থেকে।

গ্রামবাসীরা নিজেদের খরচায় এই পুজো করে থাকেন । ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত রিতি মেনে করা হয় মায়ের আরাধনা। শিব দুর্গার প্রতিমা তৈরি করে থাকেন একটি মাত্র পরিবার। দেড়শো বছর ধরে বংশ পরম্পরায় সেই পরিবারই তৈরি করছেন মূর্তি।

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়