প্যান্ডেল 

Durga Puja 2024: আটলান্টার স্বামী নারায়ণ মন্দির এবার বর্ধমানে! দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ, উপচে পড়ছে ভিড়

পূর্ব বর্ধমান: বাজেট প্রায় ৫০ লক্ষ টাকা ! দুর্গাপুজোয় আকর্ষণীয় প্যান্ডেল করেছে বর্ধমানের এই ক্লাব। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরেও, জাঁকজমক ভাবে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। বর্ধমান শহরের বিভিন্ন ক্লাব নতুন নতুন চিন্তাভাবনার মাধ্যমে, দুর্গাপুজোয় জনসাধারণকে চমক দিয়ে থাকে। সেরকমই এবার দারুণ চমক দিল বর্ধমানের সবুজ সংঘ ক্লাব। যদিও প্রত্যেক বছর এই ক্লাবের তরফ থেকে নতুন কিছু তুলে ধরা হয়। এবছরও বর্ধমান সবুজ সংঘ ক্লাবের চিন্তাভাবনায় তৈরি হয়েছে আটলান্টার স্বামীনারায়ণ মন্দির।

সবুজ সংঘের সদস্য সাধন দাস জানিয়েছেন, “আমাদের এবারের বাজেট প্রায় ৪৫ থেকে ৫০ লক্ষ টাকা। আটলান্টার স্বামী নারায়ণ মন্দির অনুভব করতে পারবেন দর্শনার্থীরা। প্রত্যেক বছর নতুন চমক দেওয়া হয় এবারও তার ব্যতিক্রম হয়নি। “ফাইবার, থার্মকল, প্লাই বোর্ড, কাপড়-সহ আরও বিভিন্ন জিনিস দিয়ে এই প্যান্ডেল সাজিয়ে তোলা হয়েছে। কলকাতার বরানগর এর শিল্পী সৌরভ দত্ত তৈরি করেছেন এই আকর্ষণীয় প্যান্ডেল।

আরও পড়ুন-  ৩ দিন পরই ঘুরবে ভাগ্যের চাকা…! শুক্রের বিরাট চালে ‘গোল্ডেন টাইম’ শুরু ৬ রাশির, লটারি লাগলেই ‘মালামাল’, পাবে কুবেরের ধন

সারাদিন ধরে বহু মানুষ আসছেন এই প্যান্ডেল দেখার জন্য। প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলেই আটলান্টার স্বামী নারায়ণ মন্দির অনুভব করতে পারবেন দর্শনার্থীরা। রঙিন আলো এবং নিখুঁত কারুকার্যে সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের ভিতরের অংশ। জনসাধারণও খুবই ভাল ভাবে এই পুজো প্যান্ডেল দর্শন করছেন। পুজো উদ্যোক্তারাও যথেষ্ট সচেতন রয়েছেন। ব্যস্ততার সঙ্গেই তাঁরাও পুজো কাটাচ্ছেন।

আরও পড়ুন- ৫০ বছর পর মহাঅষ্টমীতে অতি বিরল মহাসংযোগ…! ৪ রাশিকে দু-হাত ভরিয়ে দেবেন মা দুর্গা, কাঁপবে গোটা ত্রিভুবন, কাটবে ফাঁড়া, সোনার মতো চমকাবে ভাগ্য

সবুজ সংঘের সদস্য সাধন দাস বলেন, “ব্যস্ততার সঙ্গে থাকি, এটাই ভাল লাগে। সাধারণ মানুষ আসেন ঠাকুর দেখেন, এতেই আমরা আনন্দ পায়।” প্রত্যেকবছর বর্ধমানের এই ক্লাবের তরফে থাকে আকর্ষণীয় চমক। আগামী দিনেও নতুন আকর্ষণ থাকবে বলেই জানা গিয়েছে।

বনোয়ারীলাল চৌধুরী