হ্যান্ডমেড জুয়েলারি 

Durga Puja 2024: পুজোর মুখে ব্যাপক চাহিদা! হাতে তৈরি গয়নায় সাজাতে পারেন নিজেকে, কেমন দাম জানুন

উত্তর দিনাজপুর: আর কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপুজো। ইতিমধ্যে অনেকেই অল্প অল্প করে জামাকাপড় কিনতে শুরু করে দিয়েছেন। তবে শাড়ি বা ড্রেসের সঙ্গে ম্যাচ করে গয়না তো আমরা সারা বছরই পরি। কিন্তু পুজোর সাজে গয়নার একটা আলাদা গুরুত্ব আছে।

বর্তমানে দুর্গাকে থিম করে অনেক রকম গয়নার কালেকশন তৈরি হচ্ছে। আগে যদিও পোড়ামাটির গয়না কিংবা টেরাকোটার গয়নার একটা চল ছিল তবে বর্তমানে এমব্রয়েডরি জুয়েলারি বা ফেব্রিকের জুয়েলারির একটা ট্রেন্ড রয়েছে। পুজোর জন্য নানারকম দুর্গার মোটিফ, শরতের শিউলি, কাশফুল, গণেশ জননী ইত্যাদি বিভিন্ন রকম ছবি ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর ক্লে কালেকশনে। এই গয়নাগুলো যে কোনও ট্র্যাডিশনাল শাড়ি কিংবা ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে পড়লে বেশ স্মার্ট একটা লুক আসবে। তাঁত হোক কিংবা কাঞ্জিভরম এই জুয়েলারিগুলো বেশ ট্রাডিশনাল লুক দেয়।

আরও পড়ুন: কখনও খেয়েছেন মালাই পনির স্যান্ডউইচ? জেনে নিন কীভাবে তৈরি হয় এই বিশেষ স্যান্ডউইচ

আজ বহু বছর ধরে এমব্রয়েডরি জুয়েলারি তৈরি করে আসছেন হেমতাবাদের পুজা সাহা। পুজা জানান, দুর্গাপুজোর আগেই এমব্রয়ডারি জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি, চিকের উপর জুয়েলারি। এই জুয়েলারিগুলোর প্রচুর চল। এগুলো ফেব্রিকের উপর কাজ করা। এগুলোর দাম ৮০ টাকা থেকে শুরু হয়।

পুজা তাঁর তৈরি এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো অনলাইন পেজে বিক্রি করেন। এছাড়া সরকারি মেলায় মেলায় তাঁরা এই জুয়েলারি বিক্রি করেন। একদম পুজোর শাড়ির সঙ্গে ম্যাচ করে পেয়ে যাবেন এই ডিজাইনের বিভিন্ন ধরনের জুয়েলারি।

পিয়া গুপ্তা