পুজো মণ্ডপের থিমে জেলার অন্যতম আকর্ষণ জঙ্গল বুক

Dugra Puja 2024: পুজোর মরশুমে জঙ্গল বুক থিম এবার হাওড়ায়

হাওড়া: এবার পুজো মণ্ডপের আকর্ষণে ‘জঙ্গল বুক ‘। রুডইয়ার্ড কিপলিং এর লেখা বিখ্যাত গল্প ‘দ্য জঙ্গল বুক’। ইংরেজি এই গল্প বাংলাতেও বেশ জনপ্রিয়। সেই জনপ্রিয়তা সামনে রেখে মণ্ডপসজ্জা হাওড়ায়। দুর্গা পুজো মানেই বর্তমান সময়ে নানা থিমের উৎসব। সেই থিমের লড়াইয়ে কলকাতার সঙ্গে গা ভাসিয়েছে জেলা।

হাওড়ার গ্রাম থেকে শহর বিভিন্ন পুজো মণ্ডপে দেখা হচ্ছে নানা থিম। এবার হাওড়ার অশোক স্মৃতি সংঘের মণ্ডপ সেজে উঠেছে ‘ জঙ্গল বুক ‘ থিমের আদলে। এই গল্পে জনপ্রিয় চরিত্র গুলি শেরখান ভালু নানা চরিত্র শিশুদের পাশাপাশি বড়দের মনে বেশ আকর্ষণ করেছে।

এই গল্পের প্রধান চরিত্রে ‘ মোঙ্গলি’ । পশু পাখিদের সঙ্গে একজন মানব শাবক বেড়ে ওঠা। জঙ্গলের বিভিন্ন পশু পাখির সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ আচরণ এই গল্পের মূল বিষয়। এই গল্প শিশুদের পাশাপাশি বড়দেরও বেশ মন আকর্ষণ করে। জেলা জুড়ে নানা থিমের মধ্যে একটু আলাদা ধাঁচের, ফলে জঙ্গল বুক থিম দারুন জনপ্রিয়তা পেয়েছে এবার। এবার পুজোর শুরু থেকে দারুণ আকর্ষণে অশোক স্মৃতি সংঘের এই থিম।

আরও পড়ুন: সারাবছর দেবীর আশীর্বাদ পেতে চান, পুজোর ক’টা দিন মানুন এই নিয়ম, না হলেই বিপদ

ঘন জঙ্গল বড় বড় গাছ, সেই গাছ জড়িয়ে লতাপাতা। ছোট বড় বহু গাছ তার মধ্যেই পশুপাখি নানা জীবজন্ত। সব মিলিয়ে মণ্ডপকে প্রকৃত জঙ্গলের রূপ দেওয়া হয়েছে।মণ্ডপের প্রবেশ দ্বারে জঙ্গল বুক গল্পের প্রধান চরিত্র ‘ মোগলি ‘কে রাখা হয়েছে। আস্ত একখানা জঙ্গলেই মণ্ডপ। সাপ ভাল্লুক হাতি হরিণ নানা জীবজন্তুর মডেল ও ছবি ব্যবহার করা হয়েছে মণ্ডপে। কৃত্রিম গাছ এবং প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা গাছ ব্যবহার করা হয়েছে এই মণ্ডপে। যেমন আলোক সজ্জার মাধ্যমে নির্জন ঘন জঙ্গলের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা। একই সঙ্গে জঙ্গলের পরিবেশ প্রকৃতি বোঝাতে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: আকর্ষনীয় থিম করেছে বর্ধমানের ক্লাব, উপচে পড়ছে ভিড়, বাজেট প্রায় ৪০ লক্ষ 

এ প্রসঙ্গে অশোক স্মৃতি সংঘের সম্পাদক রঞ্জিত মন্ডল জানান, কত বছর ফোর-জি ফাইভ-জি বিষয়কে সামনে রেখে মন্ডপ সেজে উঠেছিল। এবার পশুপাখি পরিবেশ রক্ষার তাগিদে। জঙ্গল বুক গল্পের মাধ্যমে মন্ডপ সাজিয়ে সচেতন বার্তা দেওয়ার চেষ্টা মানুষকে।

রাকেশ মাইতি