কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মা

Durga Puja 2024: দেখুন নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরী মায়ের অষ্টমী পুজো!

কৃষ্ণনগর: নদিয়ার কৃষ্ণনগর মানেই যেমন সরপুরিয়া, সরভাজার দেশ আর তেমনই আর এক দিকে বিখ‍্যাত মাটির পুতুল। কৃষ্ণনগর মানে এক কথায় বলাই চলে মাটির পুতুলের দেশ, যেখানে প্রতিবছর জগদ্ধাএী পুজো দেখতে দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা ছুটে আসেন কৃষ্ণনগরে, আর জগদ্ধাএী পুজো মানেই বিখ‍্যাত কৃষ্ণনগরের মা বুড়িমা, তবে একদিকে দুর্গাপুজো মানেই কৃষ্ণনগর রাজবাড়ির মা রাজরাজেশ্বরী এটাই কৃষ্ণনগরের ঐতিহ্য।

আরও পড়ুন- মেডিক্যাল কলেজগুলিতে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে? জুনিয়র ডাক্তারদের রিপোর্ট দিল রাজ্য সরকার

এদিন মহা অষ্টমীর সকাল থেকেই ঢাকের বাদ‍্যি বাজার সঙ্গে সঙ্গে কাসর, ঘন্টা ও মন্ত্র উচ্চারণের মধ‍্যে দিয়ে কৃষ্ণনগর রাজবাড়ীর নাট মন্দিরে পুজিত হল মা রাজরাজেশ্বরী, ও সবশেষে অঞ্জলি ও আরতির মধ‍্যে দিয়ে শেষ হল মহা অষ্টমীর পুজো-পাঠ। আর মা রাজরাজেশ্বরীর পুজোয় প্রতিবছরের মতো এইবছরেও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর রাজবাড়ীর বর্তমান উওরাধিকারী তথা রানী মা অমৃতা রায় বাহাদুর থেকে শুরু করে কৃষ্ণনগর রাজবাড়ীর বর্তমান রাজা ক্ষৌরীশচন্দ্র রায় বাহাদুর ও কৃষ্ণনগর রাজবাড়ীর বর্তমান রাজপুএ মণীশ চন্দ্র রায় বাহাদুর সহ সাধারণ মানুষেরা।

আরও পড়ুন- সবুজ এই শাক ‘পাওয়ার হাউজ’! খেলেই কমে মানসিক চাপ, হৃদরোগ, সুগার নেমে যাবে নিমেষে!

কৃষ্ণনগর রাজবাড়ির পুজো প্রায় ৪০০ বছরের অধিক পুরোনো, এই কৃষ্ণনগর রাজবাড়ির পরতে পরতে লুকিয়ে রয়েছে ইতিহাসের ছোয়া। জানা যায় এই কৃষ্ণনগর রাজবাড়ির নাট মন্দিরে প্রথম পুজোর সূচনা হয়েছিল কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে যা আজও রীতিনীতি মেনেই চলে আসছে কৃষ্ণনগর রাজবাড়ীর নাট মন্দিরে।

মৈনাক ভৌমিক