দুই বোন

Durga Puja 2024: পুজোর আগে চরম ব্যস্ত বর্ধমানের দুই পড়ুয়া শিল্পী 

পূর্ব বর্ধমান: পড়াশোনার খরচ জোগাতে কাঠের পুতুলে রঙ করে, অর্থ উপার্জন করছে দুই বোন। দুই বোনের মধ্যে একজনের নাম মনিষা দত্ত। এবং আরেকজন জবা নাথ। মনিষা পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। এবং জবা পাটুলি গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। মনিষার বাবা দেবপ্রসাদ দত্ত। তিনি পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপের একজন নামকরা কাষ্ঠশিল্পী। দীর্ঘদিন ধরে তিনি কাষ্ঠশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। আর বাবাকে দেখে অনুপ্রাণিত হয়ে একই কাজে হাত লাগিয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রী মনিষা।

মনিষা এই বিষয়ে জানিয়েছে, পড়াশোনার পাশাপাশি আমরা এই কাজ করি। আমাদের এই কাজ করতে ভালো লাগে। এখান থেকে অর্থ উপার্জন করে পড়াশোনার বিভিন্ন জিনিস আমরা কিনি। বাবার দেখে এই কাজ শিখেছি। অন্যদিকে জবার মাসির মেয়ে মনিষা। জবার বাড়ি পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপের পার্শ্ববর্তী গ্রাম পাটুলিতে। জবা মাঝে মধ্যেই তার মাসির বাড়ি অগ্রদ্বীপে ঘুরতে আসতো। আর সেখানেই মেসো দেবপ্রসাদ এবং দিদি মনিষাকে দেখে, একইভাবে কাঠের পুতুলে রঙ করার কাজ শিখেছে। সামনেই দুর্গা পুজো। এবার পুজোতে দেবপ্রসাদ বাবুর তৈরি কাঠের দুর্গা পাড়ি দেবে ভিন জেলায়। পুজো প্যান্ডেলে দুর্গা মূর্তির সঙ্গে যাবে ছোট ছোট কাঠের পুতুল। আর সেই কাঠের পুতুলেই রঙ করতে ব্যস্ত জবা এবং মনিষা।

আরও পড়ুন: লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতি চাষের, বিঘার পর বিঘা জমির গাজর নষ্ট

জবা এই বিষয়ে জানিয়েছে, এখন আমরা কাঠের পুতুলে রং করছি। দুর্গা পুজোয় প্যান্ডেলে যাবে এই পুতুল। মাসির বাড়িতে আমি যখনই আসি তখন এই কাজ করি। আমারও দিদির সঙ্গে এই কাজ করতে ভাল লাগে আমি খুবই আনন্দিত। দুর্গা পুজোর জন্য বর্ধমানের বিভিন্ন শিল্পীরা যেরকম ব্যস্ত রয়েছেন। ঠিক একইভাবে ব্যস্ত রয়েছে ক্ষুদে শিল্পী জবা এবং মনিষা। বাবা কাকাদের সঙ্গে পাল্লা দিয়ে তারাও করছে কাঠের পুতুলে রঙ করার কাজ।

তবে পুজোর মরশুমে কাজের চাপ থাকলেও, দুজনেই পড়াশোনা সামলে তারপর হাত লাগায় এই কাজে। বাবা , কাকাদের সাহায্যের পাশাপাশি নিজেরাও অর্থ উপার্জন করে। পড়াশোনার পাশাপাশি আরও বিভিন্ন কাজে লাগে সেই অর্থ। সবমিলিয়ে দুর্গা পুজোর আগে দুই বোনের ব্যস্ততা তুঙ্গে। তুলির টানে সেজে উঠছে কাঠের পুতুল।

বনোয়ারীলাল চৌধুরী