নবদ্বীপ: পুজোর আমেজে ইতিমধ্যে মেতে উঠতে শুরু করেছে সকলেই, আর কলকাতার শহরতলি ছাড়িয়ে জেলায় জেলায় চলছে একই রকম প্রস্তুতি জোর কদমে। ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে জেলার প্রায় সমস্ত পুজো মণ্ডপের।
নদিয়ার নবদ্বীপ শহরের যে কটি বড় বাজেটর ও প্রাচীন পুজো হয়, তার মধ্যে অন্যতম শহরের গানতলা এলাকার নবদ্বীপ অমর ভারতী ক্লাবের দুর্গা পুজো, এ বছর যা ৫২ তম বছর পেরিয়ে ৫৩ তম বছরে পা দিল।
দুর্গাপুজো ছাড়াও বছরভর বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত থাকে এই ক্লাব। বিগতদিনেও নবদ্বীপ শহর ও পার্শ্ববর্তী এলাকায় সাবেকি আনা পুজোয় অন্যতম আকর্ষনের কেন্দ্র বিন্দু থেকে এসেছে এই ক্লাবের পুজো। তবে এবছর সাবেকিয়ানা থেকে বেরিয়ে থিমের ভাবনায় পুজো মণ্ডপকে সাজিয়ে তুলেছে পুজো উদ্যক্তারা, দেবী মূর্তিতেও রয়েছে বড় চমক।
এখানে অধিষ্ঠ দেবী দু’হাত বিশিষ্ট গ্রাম্য গৃহবধূ রূপে। পুজো মণ্ডপে ঢুকতেই চোখে পড়বে দুলতে থাকা ধানের শিষ, লাঙল, তৈরি হওয়া মাটির হাঁড়ি, ইতিউতি পড়ে থাকা খড় কুটো, গরুর গাড়ির চাকা, পেতে রাখা চাটাই-কানে আসবে ঝিঁঝিঁ পোকার কোরাস।
পুজো কমিটির সম্পাদক সুব্রত পাল জানান, “সাবেকিয়ানা থেকে আমরা এ বছর বেরিয়ে থিমের মাধ্যমে আমাদের পুজো তুলে ধরতে চলেছি, আমাদের এই পুজো মণ্ডপে আসলে এক নিমেষে আপনি পৌঁছে যাবেন সেই গ্রামে, যেখানে পড়ে আছে আপনার শৈশব। ভিতরে দু’হাত বিশিষ্ট দেবী মূর্তী যা সন্তান-সহ পল্লী জননী তার অপরূপ গ্রাম্য সাজে, চমক এখানেই শেষ নয়। শক্তি স্বরূপ পূজিতা মা দুর্গা এখানে কৃষ্ণ বর্ণের।’’
আরও পড়ুন: বলুন তো কোন প্রাণীর দুধ থেকে ‘দই’তৈরি করা যায় না? খুব চেনা সকলের, তাও ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন
পাশাপাশি তিনি আরও জানান “বিগত ৫২ বছরের ঐতিহ্যকে সম্বল করে ৫৩ তম বর্ষে প্রথম বার আধুনিক থিম পুজোয় ব্রতী হয়েছে নবদ্বীপ অমর ভারতী ক্লাব আমরা আশাবাদী বিগত দিনে যেভাবে দর্শকের পছন্দের তালিকায় আমরা ছিলাম এবছরও তাই থাকব।”
পুজো মণ্ডপ তৈরি হচ্ছে বাঁশ, দড়ি, পরিবেশ বান্ধব রং, মাটির হাড়ি, ধানের শিষ, থাকছে গরুর গাড়ি, লাঙ্গল, তাল গাছের ডিঙি-সহ নানাবিধ গ্রামবাংলায় থাকা জিনিস, এছাড়াও পুজো মণ্ডপের প্রবেশ পথের দু ধারে দেওয়ালে নজর দিলেই চোখে পরবে বিভিন্ন সামাজিক তথা সচেতনতা মূলক বার্তা। সব মিলিয়ে দুর্গা পুজোয় নবদ্বীপ শহরের এই পুজো মণ্ডপে আসলে সকলকে এক টুকরো গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে প্রস্তুত এই পুজো কমিটি, তা বলাই বাহুল্য।
Mainak Debnath