পুজা মন্ডপ

Durga Puja 2024: জলপাইগুড়িতে ডিজিটাল আলপনায় সাজানো পুজো মণ্ডপ, রতন টাটাকে শ্রদ্ধা

জলপাইগুড়ি: ডিজিটাল আলপনাতেই মাত। সঙ্গে দেখা মিলবে সদ্য প্রয়াত রতন টাটারও। দুর্গাপূজোর প্রতিটি মণ্ডপেই এখন চোখে পড়ে চোখধাঁধানো থিম।

আর সেই থিমের মাঝেই নজর কাড়ছে ঐতিহ্যবাহী আলপনা। তবে হাতে দেওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আলপনা নয়, আধুনিক ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে আলপনাও যে ডিজিটাল হয় সেটাই ফুটিয়ে তুলেছে জলপাইগুড়ির পান্ডাপাড়া সর্বজনীন দুর্গাপুজোকমিটি। তবে আধুনিক অভিনব এই ভাবনাচিন্তা মন জয় করে নিয়েছে দর্শনার্থীদের।

আরও পড়ুন: রতন টাটার জায়গায় কে, কার হাতে টাটা ট্রাস্টের দায়িত্ব? জানা গেল নাম

পুজো শুরু হতেই মণ্ডপসজ্জা দেখতে দর্শনার্থীদের সমাগম চোখে পড়ার মত। একেই ডিজিটাল আলপনা আবার কেমন হয় তা স্বচক্ষে দেখা, এরই সঙ্গে আলোর চোখরাঙানো প্রদর্শনীই যে মূল আকর্ষণ তা বলা অপেক্ষায় রাখে না। মণ্ডপের ভেতরে ঢুকলেই চোখে পড়ে ডিজিটাল আলপনা সজ্জায় সাজানো পুজো মণ্ডপ, এরই সঙ্গে সম্প্রতি প্রয়াত অনন্য ব্যক্তিত্ব রতন টাটাকে শ্রদ্ধাজ্ঞাপনের বিশেষ ব্যবস্থা রয়েছে পান্ডাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি কর্তৃপক্ষের তরফে, যা আসলেই হৃদয়স্পর্শী একটি বিষয়।