রাজস্থানী শিল্পকলা ফুটে উঠেছে মন্ডপে

Durga Puja 2024: শিলিগুড়িতে রাজস্থান? ব্যাপারটা কী? নিমেষে ভাইরাল, দেখুন ভিডিও

শিলিগুড়ি: পুজোর সময় প্যান্ডেল ঘুরে প্রতিমা দেখা এবং বিভিন্ন ক্লাবের থিমের বিষয়গুলি উপভোগ করাই আনন্দ দেয় সকলকে। সেই কারণেই প্রতি বছর জেলায় বিভিন্ন প্রান্তে বিগ বাজেটের পুজো করে থাকে বেশিরভাগ ক্লাব কর্তৃপক্ষ।

পুজোর আকর্ষণীয় থিম সকলের নজর কেড়ে নেয় এটুকু নিঃসন্দেহে বলা সম্ভব। শিলিগুড়ি রবীন্দ্র সংঘের এবার ৭২ তম বর্ষের দুর্গাপুজো। এবছর তাদের থিম ‘ পাধারো মারে দেশ’ শিলিগুড়ির কারিগরেরা এই সম্পূর্ণ থিম তৈরি করছেন। পঞ্চমী থেকেই তাদের পুজো মন্ডপে ভিড় জমতে শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: পুজোর কোনদিন কোন রঙের শাড়ি পরলে খুলবে ভাগ্য? বলে দিলেন জ্যোতিষী, জানুন

গোটা পুজো প্যান্ডেল জুড়ে রয়েছে বেশ ভাল নিপুণ হাতের শিল্পকর্ম। রাজস্থান যাঁরা যাননি তাঁরা এবার এক টুকরো রাজস্থান দেখছেন শিলিগুড়িতে। এছাড়াও পুজো প্যান্ডেলে আকর্ষণীয় আলোকসজ্জা ও আবহ চলেছে। রাজস্থানি শিল্প কলা ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপসজ্জার মধ্যে দিয়ে।

আরও পড়ুন: পাইলসের ব্যথায় চোখে জল আসে? পাতে রাখুন এই ক’টা খাবার, অর্শ দূর হবে! জানালেন চিকিৎসক

ঢোকার মুখেই একটা উটের দেখা মেলে। যেটা দেখেই মনে হবে যেন রাজস্থান চলে এসেছি। আর মণ্ডপের ভিতরে কারুকার্য এত নিখুঁত যে না দেখলে বিশ্বাস হবে না যে রাজস্থানে নেই। মনে হবে যেন রাজস্থানের কোনও প্যালেসে দাঁড়িয়ে রয়েছেন আপনি।

রবীন্দ্র সংঘের মুখপাত্র উদয়ন দাশগুপ্ত বলেন, ‘প্রতিবছরই রবীন্দ্র সংঘ মানুষের দৈনন্দিন জীবনের উপর থিম করে মণ্ডপসজ্জা করে থাকে। এবার একটু ভিন্ন চিন্তাভাবনা করেছি। এবার আমাদের থিম ‘পাধারো মারে দেশ ‘ । রাজস্থানের ছায়া আমাদের পুজো মণ্ডপে দেখা যাচ্ছে। ‘ মূলত এখনও যাঁরা রাজস্থানে যাননি, তাঁদের কথা ভেবেই এমন চিন্তাভাবনা। পঞ্চমীর রাত থেকেই লোকজনের আনাগোনা রয়েছে তাদের মণ্ডপে। পুজো ঘুরতে এসে রাজর্ষি ব্রহ্মা বলেন, ‘প্রতি বছরই রবীন্দ্র সংঘের পুজো দেখতে আসি । প্রতি বছরের মতো এবারও তাদের রাজস্থানী থিম আমার দারুণ লাগছে।’

অনির্বাণ রায়