পুরুলিয়া : আপামর বঙ্গবাসীর কাছে সবচেয়ে বড় উৎসব হল দুর্গাপুজো। এই চারটে দিনের অপেক্ষায় থাকে গোটা দেশের মানুষ। দুর্গাপুজোয় মানুষের আবেগ উৎসাহ থাকে তুঙ্গে। পুরুলিয়া জেলাতে বেশ কয়েকটি জনপ্রিয় দুর্গাপুজো হয়। যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে বহু মানুষ।
জেলা পুরুলিয়ার বেশিরভাগ মণ্ডপে মানুষজন ভিড় করছেন। সন্ধে থেকে রাত পর্যন্ত কাতারে, কাতারে মানুষের ঢল নামছে বিভিন্ন পুজো মন্ডপে। পুরুলিয়ার অন্যতম একটি পুজো মন্ডপ হল পুরুলিয়ার গাড়িখানা দুর্গাপুজো কমিটি।
৭৯ তম বর্ষে পদার্পণ করল তাদের এই পুজো। প্রতিবছরই শহরবাসীর অন্যরকম এক্সপেটেশন থাকে এই পুজো থেকে এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বহু মানুষকে ভিড় করতে দেখা যায় এই মন্ডপে। এ বিষয়ে পুজো কমিটির সম্পাদক রবীন্দ্রনাথ খা বলেন, তাদের এ বছরের থিম গোবর্ধন পর্বত। প্রতিবছরই নিত্য নতুন থিম থাকে তাদের পুজোয়। এ বছরও তার ব্যতিক্রম তারা করেননি।
মানুষ ভিড় করে এই প্যান্ডেল দেখছে। এ বিষয়ে দর্শনার্থীরা বলেন, পুরুলিয়ার অন্যতম নামকরা পুজো গুলির মধ্যে এই পুজো মন্ডপ। এই থিম ও খুব ভাল রয়েছে। তাদের ভীষণ ভাল লাগছে এই মন্ডপে এসে। পুজোর এই চারটে দিন মানুষ আনন্দ উৎসবে মেতে ওঠেন। চলে প্যান্ডেল হপিং, খাওয়া- দাওয়া। উৎসবের আনন্দে মেতে উঠেছে জেলা পুরুলিয়াও।
শর্মিষ্ঠা ব্যানার্জি