কোনরকম ছাঁচ ছাড়াই হাতে তৈরি দুর্গা প্রতিমা কিশোরের

Durga Puja 2024: টেক্কা দেবে বড় শিল্পীদেরও! কিশোরের হাতে তৈরি দুর্গা প্রতিমা অবাক করবে আপনাকে

বড় বাজেটের পুজোগুলো যখন খবরের শিরোনামে। পিছিয়ে নেই বাংলার হাতের শিল্প। ১৬ বছরের কিশোরের হাতে তৈরি প্রতিমা।
বড় বাজেটের পুজোগুলো যখন খবরের শিরোনামে। পিছিয়ে নেই বাংলার হাতের শিল্প। ১৬ বছরের কিশোরের হাতে তৈরি প্রতিমা।
দুর্গা প্রতিমার শৈলিতে স্থান পেয়েছে আর্ট বাংলার ছাপ। টানাটানা চোখে দেবী মূর্তি।পুরনো ট্রাডিশনকে পাথেয় করেই এগোতে চায় বিজয়। গোল্ডেন সাজে সেজে উঠবে বিজয়ের তৈরি প্রতিমার দুর্গাপ্রতিমা।
দুর্গা প্রতিমার শৈলিতে স্থান পেয়েছে আর্ট বাংলার ছাপ। টানাটানা চোখে দেবী মূর্তি।পুরনো ট্রাডিশনকে পাথেয় করেই এগোতে চায় বিজয়। গোল্ডেন সাজে সেজে উঠবে বিজয়ের তৈরি প্রতিমার দুর্গাপ্রতিমা।
জগৎবল্লভপুরে এমনই একটি দুর্গাপ্রতিমা তৈরি করেছে দক্ষিণ মাজু মাজি পাড়ার বিজয় মাজি।বয়স মাত্র ষোল বছর।
জগৎবল্লভপুরে এমনই একটি দুর্গাপ্রতিমা তৈরি করেছে দক্ষিণ মাজু মাজি পাড়ার বিজয় মাজি।বয়স মাত্র ষোল বছর।
পারিবারিক অবস্থা আর্থিকভিবে সচ্ছল নয়।বাবা প্যান্ডেলে শ্রমিকের কাজ করে । কিন্তু জীবনে প্রতিকূলতা থাকা সত্ত্বেও কিন্তু নিপুণ হাতের কাজে ফুটিয়ে মাটির মহিষাসুরমর্দিনী।
পারিবারিক অবস্থা আর্থিকভিবে সচ্ছল নয়।বাবা প্যান্ডেলে শ্রমিকের কাজ করে । কিন্তু জীবনে প্রতিকূলতা থাকা সত্ত্বেও কিন্তু নিপুণ হাতের কাজে ফুটিয়ে মাটির মহিষাসুরমর্দিনী।
এই দুর্গা প্রতিমা ভাবনা প্রসঙ্গে বিজয় মাজি জানায়, সে তাঁর দুর্গা প্রতিমার নির্মাণ ভাবনায় জাগতিক অসুর নিধনে সাধারণ মানুষকে প্রতিবাদে সামিল হওয়ার বার্তা দিতে চেয়েছে।ছাঁচ ছাড়া সে নিজের হাতেই তৈরি করেছে-- দুর্গা,মহিষাসুর ও সিংহের মুখাকৃতি।
এই দুর্গা প্রতিমা ভাবনা প্রসঙ্গে বিজয় মাজি জানায়, সে তাঁর দুর্গা প্রতিমার নির্মাণ ভাবনায় জাগতিক অসুর নিধনে সাধারণ মানুষকে প্রতিবাদে সামিল হওয়ার বার্তা দিতে চেয়েছে।ছাঁচ ছাড়া সে নিজের হাতেই তৈরি করেছে– দুর্গা,মহিষাসুর ও সিংহের মুখাকৃতি।