বৃষ্টিতে সমস্যা পুজা মন্ডপগুলির

Bangla Video: বৃষ্টির ফোঁটায় ভিজে যাচ্ছে পুজোর স্বপ্ন, উদ্বেগে মৃৎশিল্পীরা

জলপাইগুড়ি: দুর্গাপূজার প্রস্তুতি থমকে আবহাওয়ার এমন প্রতিকূল পরিস্থিতির জেরে। নিম্নচাপের জেরে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির প্রভাব চলছে। গত মঙ্গলবার থেকে আজও নাগারে ভারী বৃষ্টি হয়ে চলেছে জলপাইগুড়ি জেলাতে।

আরও পড়ুন: লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতি চাষের, বিঘার পর বিঘা জমির গাজর নষ্ট

বৃষ্টি পড়ছে তবুও কাজ অনবরত চলছে জলপাইগুড়ি শহরের পালপাড়াতে। বৃষ্টির জেরে মন্ডপ এবং প্রতিমা তৈরীর কাজ ব্যাহত হলেও সামাল দিতে হচ্ছে মৃৎশিল্পী সহ পুজো আয়োজকদের। কিভাবে সম্পন্ন হবে পুজোর আয়জন? মাথায় হাত শিল্পীদের। নিম্নচাপের প্রভাবে প্রতিকূল আবহাওয়াতেই প্লাস্টিক লাগিয়ে জোর কদমে কাজে ব্যস্ত এখন জলপাইগুড়ি শহরের একাধিক মৃৎশিল্পীরা। তবে এভাবে সামাল দেওয়া কতটা সম্ভব হবে তা নিয়ে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে পুজো আয়োজকদের।

দুর্গাপুজোর আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি। প্রায় প্রতিটি পুজো মন্ডপেই চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। বেশিরভাগ জায়গায় প্রতিমা বানানো সম্পন্ন হলেও কাজ চলছে তা শুকনো এবং রং করার। অন্যদিকে, পাল্লা দিয়ে চলছে মন্ডপের সাজসজ্জা। কিন্তু এ হেন টানা বৃষ্টির কারণে পুজোর আয়জনে কার্যত ভিলেনের রুপ নিয়ে হাজির বৃষ্টি। আগামী দু’তিন দিন এরমকমই আবহাওয়া থাকবে জলপাইগুড়ি সহ উত্তরের জেলাগুলিতে। তাই এ ক’দিন যে দুর্ভোগ পোহাতে হবে শিল্পীদের তা বলাই বাহুল্য। এখন আবহাওয়া কবে অনুকূল হয় সেদিকেই তাকিয়ে মৃৎশিল্পী এবং পুজো আয়োজকেরা।

সুরজিৎ দে