সেলফি

Durga Puja Selfie: ঠিকরে বেরবে রূপের জেল্লা, মুখ দেখাবে কাঁচের মতো ঝকঝকে, রইল পুজোর সেলফি তোলার দুর্দান্ত ট্রিকস

পুজোয় বাড়ি থেকে সেজেগুজে প্যান্ডেল হপিং করতে গিয়ে সেলফি উঠবে না তা হয়ই না! কিন্তু সেলফি যদি অন্ধকারাচ্ছন্ন কিংবা কালো হয় তা হলেই মুখ হয়ে যায় ব্যাজার। কীভাবে ভাল সেলফি উঠবে? সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যাবে? রইল উপায়।
পুজোয় বাড়ি থেকে সেজেগুজে প্যান্ডেল হপিং করতে গিয়ে সেলফি উঠবে না তা হয়ই না! কিন্তু সেলফি যদি অন্ধকারাচ্ছন্ন কিংবা কালো হয় তা হলেই মুখ হয়ে যায় ব্যাজার। কীভাবে ভাল সেলফি উঠবে? সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যাবে? রইল উপায়।
ক্যামেরায় ছবি তোলা হোক কিংবা মোবাইলে সেলফি... সবটাই দুর্দান্ত আসে আলোর উপর নির্ভর করে। তাই যেদিকে আলোর উৎস সেদিকে মুখ করে সেলফি তুললে কখনওই অন্ধকার ছবি আসবেনা।
ক্যামেরায় ছবি তোলা হোক কিংবা মোবাইলে সেলফি… সবটাই দুর্দান্ত আসে আলোর উপর নির্ভর করে। তাই যেদিকে আলোর উৎস সেদিকে মুখ করে সেলফি তুললে কখনওই অন্ধকার ছবি আসবেনা।
মোবাইলের সেলফি ক্যামেরার মেগাপিক্সেল  খুব কম না হলে সেলফি ছবি বেশ ভাল আসে। শুধু কয়েকটা টেকনিক মাথায় রাখা জরুরী। খুব বেশি উগ্র ঝলমলে রংচঙ্গে আলোয় সেলফি কখনওই ভাল আসবে না। তাই ঝলমলে আলো থেকে খানিকটা দূরে গিয়ে ছবি তোলাই শ্রেয়।
মোবাইলের সেলফি ক্যামেরার মেগাপিক্সেল  খুব কম না হলে সেলফি ছবি বেশ ভাল আসে। শুধু কয়েকটা টেকনিক মাথায় রাখা জরুরী। খুব বেশি উগ্র ঝলমলে রংচঙ্গে আলোয় সেলফি কখনওই ভালো আসবে না। তাই ঝলমলে আলো থেকে খানিকটা দূরে গিয়ে ছবি তোলাই শ্রেয়।
পুজোতে যে কোনও মন্ডপে গিয়ে হলুদ আলো পেলেই ছবি তোলার চেষ্টা করবেন। সাদা,  হলুদ আলোয় ছবি সাধারণট ভাল আসে। তবে লাল, নীল আলো থেকে দূরে থাকবেন।  তা না হলে সেলফি উঠবে অন্ধকার, কালো।
পুজোতে যে কোনও মন্ডপে গিয়ে হলুদ আলো পেলেই ছবি তোলার চেষ্টা করবেন। সাদা,  হলুদ আলোয় ছবি সাধারণট ভাল আসে। তবে লাল, নীল আলো থেকে দূরে থাকবেন।  তা না হলে সেলফি উঠবে অন্ধকার, কালো।
একটা সামান্য আলোর অ্যাঙ্গেল কিন্তু আপনার সেলফিকে অসাধারণ করে তুলতে পারে। সেলফি তোলার আগে যখন পোজ দেবেন, তখন দেখে নিন আলো কোনদিকে আছে। আলোকে কিন্তু বেস্ট ন্যাচারাল বিউটি প্রোডাক্ট বলা হয়। দিনের বেলায় সেলফি তোলার জন্য সূর্যের আলো আর রাতে সেলফি তোলার জন্য প্যান্ডেলের আলো বা রাস্তার আলো বেছে নিন।
একটা সামান্য আলোর অ্যাঙ্গেল কিন্তু আপনার সেলফিকে অসাধারণ করে তুলতে পারে। সেলফি তোলার আগে যখন পোজ দেবেন, তখন দেখে নিন আলো কোনদিকে আছে। আলোকে কিন্তু বেস্ট ন্যাচারাল বিউটি প্রোডাক্ট বলা হয়। দিনের বেলায় সেলফি তোলার জন্য সূর্যের আলো আর রাতে সেলফি তোলার জন্য প্যান্ডেলের আলো বা রাস্তার আলো বেছে নিন।
আপনি ফোনের সাধারণ ক্যামেরার বদলে ফিল্টার দিয়েও সেলফি তুলতে পারেন। এডিট করার জন্যও কোনও ভাল এডিট করার অ্যাপ নামান। তবে ছবি বেশি এডিট করবেন না। এতে ছবির স্বাভাবিকত্ব নষ্ট হবে।
আপনি ফোনের সাধারণ ক্যামেরার বদলে ফিল্টার দিয়েও সেলফি তুলতে পারেন। এডিট করার জন্যও কোনও ভাল এডিট করার অ্যাপ নামান। তবে ছবি বেশি এডিট করবেন না। এতে ছবির স্বাভাবিকত্ব নষ্ট হবে।