Durga Puja 2024: টাকা খরচ করে যেতে হবে না দিল্লি, অক্ষরধাম এবার এখানেই, চোখ ধাঁধানো, নজরকাড়া

কল্যাণী: অবশেষে নদিয়ার অন্যতম সেরা পুজো কল্যাণী এন এ নাইন স্কোয়ার পার্কে এ বছর দুর্গা পুজোর থিম ঘোষণা করা হল খুঁটি পুজোর মাধ্যমে। রথ চলে গিয়েছে মানেই দুর্গাপুজো আসন্ন। ইতিমধ্যেই মন্ডপসজ্জার কাজে হাত লাগিয়েছে, একাধিক নামকরা পুজো কমিটি গুলি। পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজোকে ঘিরে বাঙালির আবেগ ও উন্মাদনা থাকে প্রত্যেক বছরই চোখে পড়ার মত। যদিও বড় বড় বিগ বাজেটের থিমের পুজো বলতে আগে কেবল শহরতলী ও কলকাতাকেই বোঝানো হত, তবে দিন যত এগোচ্ছে সেই বিগ বাজেটের থিমের পুজো এবার কলকাতা ছাড়িয়ে শুরু হয়ে গিয়েছে কলকাতা পার্শ্ববর্তী শহর গুলিতেও।

নদিয়ার কল্যাণী বর্তমানে বিগ বাজেটের থিমের পুজোর জন্য অন্যতম। বছর পাঁচেক ধরেই এখানে বেশ কয়েকটি ক্লাব বারোয়ারি পুজো কমিটি গুলি সুউচ্চ আলোকসজ্জা বিশিষ্ট মন্ডপ করে তাক লাগিয়ে দিয়েছে গোটা বাংলা তথা বিশ্ববাসীকে। দেশ-বিদেশের অসংখ্য লোক কলকাতার পাশাপাশি এখন কল্যাণীতেও আসছে প্রতিমা ও মন্ডপসজ্জা দেখার জন্য। কল্যাণীর বিশেষ কয়েকটি পুজো গুলির মধ্যে অন্যতম এ নাইন স্কোয়ার পার্কের পুজো। সম্পূর্ণ বারোয়ারি দ্বারা পরিচালিত এই পুজো কমিটি খুঁটি পূজার মাধ্যমে আসন্ন দূর্গা পুজার থিম ঘোষণা করলেন।

আরও পড়ুনPrice Hike: বর্ষায় কাতলা-পাবদা-পমফ্রেট, দাম বেড়ে আর কত হবে? জানিয়ে দিলেন বাজার কর্তারা

এবছর ৫৩ তম দুর্গা পুজোয় তাদের থিম হতে চলেছে দিল্লির অক্ষরধাম মন্দির। রথের দিন খুঁটি পুজো করেই ইতিমধ্যেই মন্ডপসজ্জারকাজে হাত লাগিয়েছেন মন্ডপ শিল্পী ও ডেকোরেটার্সরা। খুঁটি পুজোর দিন ঢাকের কাঠিতে মেতে উঠেছিলেন বারোয়ারী কমিটির সমস্ত সদস্যরা। তারা জানান বছরের অন্যান্য দিনগুলি যে যার কর্মব্যস্ততায় থাকলেও পূজোর সময়তে সকলে একত্রিত হন তারা। সম্পূর্ণ বারোয়ারী দ্বারা পরিচালিত এই পুজো কমিটি পরপর বেশ কয়েক বছর ধরেই তৈরি করে চলেছে একের পর এক সুউচ্চ আলোকসজ্জা বিশিষ্ট পুজো মন্ডপ।

এবছর দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে তাদের মন্ডপের উচ্চতা হবে প্রায় ১০০ ফুটের ওপরে এবং চওড়ায় এই মন্ডপটি হবে ১৩০ ফুটের কাছাকাছি। মন্ডপটি জুড়ে থাকবে একাধিক কারুকার্য এবং আলোকসজ্জা। গতবছর উত্তরাখণ্ডের চারধাম মন্দির বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক। দর্শনার্থীদের ঢেউয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল তাদের! প্রায় ৬০ লক্ষ দর্শনার্থী এসেছিলেন গত বছর তাদের মন্ডপ সাজা দেখতে, এবছর সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে বলে এমনটাই জানাচ্ছেন পুজোর দায়িত্বে থাকা কর্মকর্তারা।

Mainak Debnath