মানবেন্দ্র হালদার 

Jatra Pala Actor: যাত্রার মঞ্চে মনের সুখ খুঁজে পান পঞ্চায়েত সমিতির সভাপতি!

দক্ষিণ ২৪ পরগনা: সারাদিন সময় চলে যায় সাধারণ মানুষের সমস্যা সমাধান করতে। এরপর রাতে হয়ে পড়েন একা। সেই সময়ে তিনি পাড়ি দেন মায়ার জগতে। হয়ে ওঠেন হিরো। যে মানুষটির কথা বলা হচ্ছে তাঁর আরও একটি অন্য পরিচয় আছে। তিনি হলেন মথুরাপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার।

২০ বছরের রাজনৈতিক জীবনে সব সময় সাধারণ মানুষের মধ্যে দিয়ে কেটেছে তাঁর জীবন। কখনও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবার কখনও পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব সুচারুভাবে পালন করে গিয়েছেন। এত কিছুর পরও তিনি থেমে থাকেননি। দিনের শেষে রাজনৈতিক কাজকর্ম সেরে ঠিক তখন তিনি চলে যান যাত্রাদলের সঙ্গে। কিন্তু কীভাবে এতকিছু সামাল দেন? এ নিয়ে হাসিমুখে মানবেন্দ্র হালদার জানিয়েছেন, দিনের বেলায় গাড়ির মধ্যেই যাত্রার পাঠের বইতে চোখ বুলিয়ে নেন। যাত্রা করতে মঞ্চে উঠে একটা অসুবিধা হয় না সংলাপ মুখস্ত বলার ক্ষেত্রে।

আরও পড়ুন: বর্ষায় জলে টইটুম্বুর নদীতে মাছ ধরতে মেচ জনজাতি ব্যবহার করে খলুই! দেখুন ভিডিও

সারাদিন সাধারণ মানুষের সমস্যা, তাঁদের সঙ্গে কথা বলে সেখান থেকেই অভিনয়ের যাবতীয় উপাদান সংগ্রহ করেন। দিনের শেষে সেগুলিই মঞ্চে প্রয়োগ করেন। এতে মানসিক শান্তি আসে বলে জানিয়েছেন মানবেন্দ্রবাবু। যারা তাঁকে কাছ থেকে দেখেছেন তার মধ্যে মেহেদি হাসান নামে এক ব্যক্তি জানিয়েছেন‌, এমন সময় গিয়েছে যখন তিনি পর পর ২৫ রাত যাত্রা করেছেন। এরপর এসে ঘুমিয়ে পড়ার দু’ঘণ্টার মধ্যে লোক এসে দরজার কড়া নেড়েছে সমস্যা নিয়ে। তাতে যথারীতি উঠে পড়ে ছুটেছেন রাজনৈতিক দায়বদ্ধতা পালন করতে। এভাবেই ধীরে ধীরে যাত্রাপালার হিরো থেকে মানুষের হিরো হয়ে উঠেছেন। তাঁর বাড়িতে গেলে দেখা মিলবে চারিদিকে ছড়িয়ে রয়েছে শুধু যাত্রাদলের পোস্টার। জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজ করে যাবেন বলে জানিয়েছেন মানবেন্দ্র হালদার।

নবাব মল্লিক