অনিমেষ কর্মকার 

Durga Puja 2024: সপ্তম শ্রেণীর পড়ুয়া নিজের হাতে তৈরি করল নজর কাড়া দুর্গা প্রতিমা 

পূর্ব বর্ধমান: দুর্গা পুজোর আগে মাটির দুর্গা প্রতিমা তৈরি করে, তাক লাগিয়ে দিল পূর্ব বর্ধমানের এই পড়ুয়া। মাটির তৈরি এই দুর্গা প্রতিমা দেখলে মনে হবে যেন কোনও দক্ষ শিল্পীর হাতে গড়ে উঠেছে প্রতিমাটি। কিন্তু কোনও দক্ষ শিল্পী নয়, বর্ধমানের এক ক্ষুদে পড়ুয়া তৈরি করেছে এই দুর্গা প্রতিমা। কাটোয়া শহরের বাসিন্দা অনিমেষ কর্মকার। বর্তমানে অনিমেষ সপ্তম শ্রেণীর ছাত্র। মাত্র পাঁচ বছর বয়স থেকেই কাদা মাটি দিয়ে মূর্তি তৈরি তার নেশা। বিভিন্ন সময় সে তৈরি করতো নানান ধরনের মূর্তি। আর ঠিক একইরকম ভাবে এবছর দুর্গা পুজোর আগে অনিমেষ তৈরি করেছে মাটির ছোট্ট দুর্গা প্রতিমা।

আরও পড়ুনঃ জেদ করেই শুরু হয়েছিল পুজো, এবারেও আয়োজন জোরদার

ছোট্ট অনিমেষ এই বিষয়ে জানিয়েছে, পাঁচ বছর বয়স থেকেই যখন আমি গ্রামের বাড়িতে থাকতাম তখন দেখতাম কুমোররা ঠাকুর বানাচ্ছেন। সেই থেকে আমারও ইচ্ছেহয় মূর্তি তৈরি করার। তাই এবার পুজোর আগে আমি এই দুর্গা প্রতিমা তৈরি করেছি। এই কাজ আমি কোথাও শিখিনি।\” তবে শুধু দুর্গা প্রতিমা নয়, দেবী দুর্গাকে যে সাজ দিয়ে সাজানো হয়েছে, সেই সাজও অনিমেষ নিজের হাতেই তৈরি করেছে। পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনিমেষ এই প্রতিমা প্রস্তুত করেছে। দুর্গা প্রতিমার রং থেকে শুরু করে চোখ আঁকা সবটাই করেছে নিজের হাতে।

অনিমেষের মা অনিতা দেবী জানিয়েছেন, ওর এই কাজে আমরা আগে গুরুত্ব দিতাম না কিন্তু ধীরে ধীরে দেখতে থাকি ওর এই কাজে নেশা বাড়ছে। নিজের কাজকে আগের থেকে এখন আরও অনেক সুন্দর করে প্রস্তুত করছে। ইচ্ছেরয়েছে আগামী দিনে ওকে ভালো কোনও জায়গায় প্রশিক্ষণ দেওয়ার।

দুর্গা প্রতিমা তৈরি করতে সে ব্যবহার করেনি কোনও ছাঁচের। নিজের মন থেকে ভালোবেসে গড়ে তুলেছে মাটি দিয়ে দুর্গা প্রতিমা। অনিমেষের পরিবারে কেউ কখনও মাটির কাজ বা মূর্তি তৈরি করেনি। তাই অনিমেষের এই কাজ দেখে তার অভিভাবকরাও রীতিমত হতবাক হয়ে গিয়েছেন। আগামী দিনেও ছোট্ট অনিমেষ এই শিল্প নিয়েই এগিয়ে যেতে যায়।

বনোয়ারীলাল চৌধুরী