ক্ষোভে ফেটে পড়ছেন মৃত শিশুর দিদি।

Durgapur: বোলতাকে একদমই হেলাফেলা নয়! এক কামড়েই শিশুর যা হল, ভয়ঙ্কর ঘটনা দুর্গাপুরে! খুব সাবধান

দুর্গাপুর: শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি দুর্গাপুর মহকুমা হাসপাতালে। মৃত শিশুর পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতি হয়েছে। একই সঙ্গে তাদের অভিযোগ, হাসপাতালের নার্সরা পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। আর এই ঘটনার পর দু’বছরের ওই শিশুকন্যার মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তপ্ত হয়ে ওঠে মহকুমা হাসপাতালের পরিস্থিতি।

জানা গিয়েছে, গত সোমবার বিকেলের দিকে দুর্গাপুর ৪১ নম্বর ওয়ার্ডের বাঁকুড়া মোড়ের রেল কলোনিতে পাঁচজন শিশুকে বোলতায় কামড় দেয়। তারপরে তিনজন শিশু অসুস্থ হয়ে যায়। তাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলাকালীন বর্ষা রায় নামে ওই শিশু কন্যার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, তারা বারবার শিশুটির সঙ্গে দেখা করতে চাইলে কর্তব্যরত নার্সরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতালে পরস্থিতি। মৃত শিশুর পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে হাসপাতালে আসে পুলিশ বাহিনী। অন্যদিকে বিক্ষোভকারীদের সঙ্গে পুরো বিষয়টি জানতে কথা বলেন মহকুমা হাসপাতালে সুপার ধীমান মন্ডল। তার সামনেও ক্ষোভ উগরে দিয়েছেন শিশুটির পরিবারের সদস্যরা। অন্যদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমা হাসপাতালে সুপার।

আরও পড়ুন: বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হোক! দৃষ্টি আকর্ষণ করতেই বড় নির্দেশ হাইকোর্টের

হাসপাতাল সুপারের আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা শান্ত হন। যদিও তারা বারবার অভিযোগ তুলছেন, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি প্রসঙ্গে। পাশাপাশি নার্সদের দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে রীতিমতক্ষুব্ধ মৃত শিশুর পরিবারের সদস্যরা। আবার বোলতার কামড়ে শিশুর এমন পরিণতি দেখে অনেকেই আতঙ্কিত। শহরবাসী বলছেন, বিভিন্ন জায়গাতেই মাঝেমধ্যে বোলতার,মৌমাছির উপদ্রব দেখা যায়। তাদের আক্রমণে যদি এমন পরিণতি হয়, তাহলে আরও সাবধান হতে হবে মানুষকে।

নয়ন ঘোষ