হাতি 

Elephant Attack: ফুটবল খেলে ফেরা হল না বাড়ি, হাতির আক্রমণে রাস্তাতেই মৃত্যু যুবকের

আলিপুরদুয়ার: সাত সকালে মনের আনন্দে ফুটবল খেলতে গিয়েছিলেন। কিন্তু ঘরের ছেলে ঘরে ফেরার বদলে এমন ভয়াবহ দুঃসংবাদ এসে পৌঁছবে তা ভাবতেও পারেনি কেউ। ফুটবল খেলে আর বাড়ি ফেরা হল না কিশোর ওরাঁও-এর। বুনো হাতির আক্রমণে মৃত্যু হল তাঁর। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধুমসীপাড়া চা বাগানে।

আরও পড়ুন: নিকাশি নালায় মশার আঁতুরঘর, প্রশাসন নীরব! ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোর ওরাঁও নিয়মিত প্রতিদিন সকালে ফুটবল খেলতে যেতেন। তিনি মাদারিহাটের ধুমসীপাড়া চা বাগানের বাসিন্দা। রোজকার মত এদিন‌ও মুজনাই চা বাগান ধরে গিয়েছিলেন ফুটবল অনুশীলন করতে। সেখান থেকে ফেরার সময় কিশোরকে আক্রমণ করে হাতি।

অনেক বেলা হয়ে গেলেও ওই যুবক বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। চা বাগানের রাস্তা ধরে যাওয়ার সময়ই তাঁরা কিশোরের দেহ পড়ে থাকতে দেখেন। তার দেহের পাশেই দেখা যায় হাতির পায়ের ছাপ। তাঁরা বুঝতে পারেন হাতির আক্রমণেই মৃত্যু হয়েছে তার‌। পরিবারের সদস্যরাই মাদারিহাট থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনন্যা দে