হাতি 

Elephant Attack: গেরস্থের ঘর ভেঙে ধান খেয়ে গেল হাতি!

আলিপুরদুয়ার: একে টানা বর্ষণে বিপর্যস্ত অবস্থা। তারই মধ্যে বিপদ বাড়াল হাতি। উত্তরবঙ্গে ফের দাঁতালের হানা। ঘর ভেঙে ধান খেয়ে গেল দলছুট একটি হাতি। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটেছে ফালাকাটায়।

স্থানীয় সূত্রে খবর, ফালাকাটার শিবনাথপুরের কার্জিপাড়ায় এদিন ভোরে দলছুট হাতিটি হানা দেয়। গজেন কার্জি ও বৈশাখু কার্জিদের ঘর ভেঙে ধান খায় দলছুট দাঁতালটি। গ্রামবাসীরা জেগে গিয়ে বাজি, পটকা ফাটিয়ে হাতিটিকে তাড়িয়ে দেয়। স্থানীয়রা জানান, কয়েকদিন আগে হাতির আক্রমণে শিবনাথপুরের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। এদিন হাতের আক্রমণে আতঙ্ক আরও বেড়েছে। আবারও কারোর প্রাণহানি হতে পারে বলে সেখানকার বাসিন্দাদের আশঙ্কা।

আর‌ও পড়ুন: পুরসভার পর এবার পঞ্চায়েত এলাকাতেও দখলমুক্ত অভিযান শুরু

এই পরিস্থিতিতে হাতির ভয়ে সন্ধের পর বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন ফালাকাটার গ্রামবাসীরা। প্রসঙ্গত কার্জিপাড়ার গা ঘেঁষে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান। সন্ধে হলেই সেই জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে হানা দেয় হাতি। এদিকে সবে ধান রোপণ করা হয়েছে, এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে হাতির উপদ্রব। ফলে আর্থিক ক্ষতির আশঙ্কায় ভুগছেন চাষিরা। এই বিষয়ে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে বন দফতরে।

অনন্যা দে