দুর্গা প্রতিমা

Durga Puja 2024: বাকি হাতে গোনা কয়েক দিন, বৃষ্টিতে সমস্যায় পড়েছেন প্রতিমা শিল্পীরা

উত্তর ২৪ পরগনা : প্রতিমা গড়ার বরাত বাড়লেও বৃষ্টিতে সমস্যায় পড়েছেন প্রতিমা শিল্পীরা। আর কয়েকদিন পরেই প্রতিক্ষার অবসান! সব মিলিয়ে বাঙালির উৎসবের মরশুম শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। হাওয়ায় ইতিমধ্যে মাথা দোলাতে শুরু করেছে কাশফুল। বাংলার গ্রামে গঞ্জে শিশির ভেজা ভোরে রয়েছে শিউলির গন্ধ। আর এমন পরিস্থিতিতে হঠাৎ বর্ষা এসে সব কিছু যেন গুলিয়ে দিল। ব্যস্ত সময় কাটানো প্রতিমা শিল্পীরা কার্যত এমন বৃষ্টিতে দিশেহারা হয়ে পড়েছেন। উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের কুমোরপাড়ার প্রতিমা শিল্পীরা। যেখানে ব্যস্ততা এই মুহূর্তে চরম, হঠাৎ বৃষ্টিতে ব্যস্ততায় যেন পুজোর আগেই ভাঁটা পড়ল।

আরও পড়ুন: বিপদসীমার উপরে বইছে ইছামতি কালিন্দি! আতঙ্কে নদী পাড়ের মানুষ

অনান্য বছরের তুলনায় এবছর প্রতিমার বরাত ভাল থাকলেও রোদ-বৃষ্টির খামখেয়ালিপনায় প্রতিমা শুকাতে পারছেন না শিল্পীরা। এই পরিস্থিতিতে রীতিমতো সমস্যার মধ্যে পড়েছেন প্রতিমা শিল্পীরা। অগত্যা পলিথিন দিয়ে ঢেকে কোনপ্রকারে কাজ সারছেন৷ পাশাপাশি বৃষ্টির জন্য মাটি ভিজে থাকার কারণে রঙও করতে পারছেন না কুমোর পাড়ার প্রতিমা শিল্পীরা। সব মিলিয়ে প্রতিমা গড়ার বরাত বাড়লেও একটানা বৃষ্টিতে চরম সমস্যায় পড়েছেন সুন্দরবন এলাকার প্রতিমা শিল্পীরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

জুলফিকার মোল্যা