নিজের পুরনো মোটরসাইকেলকে ভ্রাম্যমান দোকানে পরিণত করল যুবক

Nadia News: ফুটপাথে ব্যবসা আর নয়, নিজের পুরনো মোটর সাইকেলেই বানিয়ে ফেলুন স্বপ্নের ভ্রাম্যমান দোকান

নদিয়া: আর ফুটপাতে ব্যবসা নয়, নিজের পুরনো মোটরসাইকেল থাকলেই হয়ে যাবে বাজিমাত! পুরনো মোটরসাইকেল দিয়েই তৈরি করে ফেলুন ভ্রাম্যমান দোকান! রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে বেআইনিভাবে দখল করে রাখা ফুটপাথ দখল মুক্ত করতে তৎপর প্রশাসন। সেরকমই শান্তিপুর পৌরসভার একাধিক এলাকায় প্রচার চালিয়ে ফুটপাথ দখল মুক্ত করতে উদ্যোগী হয়েছে পৌরসভা ।

তাই এখন দোকান না থাকার কারণে বাড়িতে থাকা মোটর বাইককে কিংবা পুরনো মোটরসাইকেল কিনে ভ্রাম্যমান দোকান বানিয়ে রুজিরোজগারের পথ খুঁজছেন শান্তিপুরের অনেক ফুটপাতের দোকানদার। সেরকমই এক ব্যাবসায়ী আজ নিজের বাড়িতে থাকা মোটর বাইকটিকে ভ্রাম্যমান দোকান বানালেন।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

তিনি জানান, বর্তমানে পৌরসভা ফুটপাতে বসে ব্যবসা করতে দেবেনা। তবে পরিবারের মুখে অন্য তুলে দিতে কিছু তো করতে হবে। তাই বাড়িতে থাকা মোটরসাইকেলটিকে এই ভ্রাম্যমান দোকানে পরিণত করে পরিবারের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতেই তার এই প্রয়াস।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

যদিও এই গাড়ি যারা বানাচ্ছেন, সেই গ্যারেজ মালিক জানাচ্ছেন, বর্তমানে হকার উচ্ছেদ হওয়ার পর থেকে, বহু মানুষ তাদের মোটরসাইকেলটিকে এখন ভ্রাম্যমান গাড়িতে পরিণত করতে চাইছে। ইতিমধ্যে আটটিরও বেশি তিনি এই গাড়ি বানিয়েছেন। এক মাসের প্রায় ১৪ টি গাড়ির অর্ডার করেছেন তিনি , আরও বরাত আসছে। কারণ পরিবারকে সচ্ছল রাখতে কাজ করতে হবে।

তবে শুধু গাড়ি তৈরিতে খরচ ৬০ হাজার টাকা এবং মোটর বাইকের সঙ্গে সমস্ত কিছু মিলিয়ে প্রায় এক লক্ষ টাকা খরচে তৈরি করা হচ্ছে এই সমস্ত ভ্রাম্যমান গাড়ি।কেউ লোন নিয়ে কেউবা শেষ সম্বলটুকু উজাড় করে দিয়ে সংসার চালানোর জন্য নতুনভাবে জীবিকা শুরু করছেন।

Mainak Debnath